গতকালের থেকে আজ আরও সস্তা সোনার দাম, আর দেরি নয়, চটপট করে ফেলুন প্ল্যান

Last Updated:

গতকালের থেকে আজ কমেছে সোনার দাম আপনি কেন বসে ? হয়ত আগামিকাল আবার বাড়বে সোনার দাম . . .

#কলকাতা: সামনেই এগিয়ে আসছে উৎসবে মরশুম কিন্তু আপনি প্রস্তুত কি ? বাঙালি বা ভারতীয় নিজেকে যাই বলি না কেন আমরা, আমাদের প্রতিটি পার্বণের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে সোনাবন্ধন ৷ সোনা বিভিন্ন সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আসে বলেই পুজো-পার্বণ, বিয়ে, উপনয়ন , ছাড়া যে কোনও শুভ অনুষ্ঠানকে আরও শুভ করে তোলে যদি তার মাঝেই একটু হলেও সোনা বা সোনার গয়না কিনতে পারি ৷
এক নজরে দেখে নেওয়া যাক আজ কলকাতায় ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম এক নজরে
২২ ক্যারাট সোনার দাম
advertisement
একক       (আজ অর্থাৎ ১ অগাস্ট)   (গতকাল অর্থাৎ ৩১ জুলাই)    পার্থক্য
১ গ্রাম                    ২,৯২৬ টাকা                          ২,৯৩২ টাকা            ৬ টাকা সস্তা
৮ গ্রাম                  ২৩,৪০৮ টাকা                        ২৩,৪৫৬ টাকা      ৪৮ টাকা সস্তা
১০গ্রাম                  ২৯.২৬০ টাকা                       ২৯,৩২০ টাকা      ৬০ টাকা সস্তা
advertisement
১০০ গ্রাম             ২,৯২,৬০০ টাকা                   ২,৯৩,২০০ টাকা   ৬০০ টাকা সস্তা
২৪ ক্যরাট সোনার দাম
একক  (আজ অর্থাৎ ১ অগাস্ট)   (গতকাল অর্থাৎ ৩১ জুলাই)  পার্থক্য
১ গ্রাম           ৩,১৬৫                               ৩,১৭২ টাকা                        ৭ টাকা সস্তা
৮ গ্রাম          ২৫,৩২০ টাকা                ২৫,৩৭৬ টাকা                ৫৬ টাকা সস্তা
১০ গ্রাম        ৩১,৬৫০ টাকা                 ৩১,৭২০ টাকা                  ৭০ টাকা সস্তা
advertisement
১০০ গ্রাম     ৩,১৬,৫০০ টাকা              ৩,১৭,২০০                       ৭০০ টাকা সস্তা
তাহলে আর দেরি কেন ? বুঝতেই তো গতকালের থেকে আজ কমেছে সোনার দাম আপনি কেন বসে ? হয়ত আগামিকাল আবার বাড়বে সোনার দাম ৷ তার আগেই আজকের এই সুযোগকে কাজে লাগাতে পারেন ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
গতকালের থেকে আজ আরও সস্তা সোনার দাম, আর দেরি নয়, চটপট করে ফেলুন প্ল্যান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement