Knowledge Story: বলুন তো ভারতের 'মিনি ইন্ডিয়া' কোন শহরকে বলা হয়? ইতিহাস জানুন

Last Updated:

Knowledge Story: আমাদের সকলের খুব চেনা এই শহর! এখানে রয়েছে নানা ইতিহাস! জানুন

+
title=

পশ্চিম মেদিনীপুর: খড়গপুর বাংলা তথা ভারতের মানচিত্রে এক অন্যতম জায়গা। সারা দেশের কাছে পরিচিত মিনি ইন্ডিয়া হিসেবে। সকলের মুখে মুখে পরিচিত, রেলশহর খড়গপুর নামে। খড়গপুরের বিভিন্ন এলাকায় বসবাস সারাদেশের একাধিক ধর্মের ও একাধিক ভাষাভাষী মানুষের। মিশ্র সংস্কৃতি ও ভাষাভাষী মানুষের বসবাসের কারণে ছোট্ট রেল শহর পরিচিত ভারতবর্ষের ক্ষুদ্র সংস্করণ হিসেবে। তবে এই খড়গপুর, পরিচিত খড়গপুর হওয়ার আগে ছিল নানা ইতিহাস। কখনও ছিল ব্রিটিশ শাসকের অধীন। তার আগে খড়গপুর সামলেছেন বহু শাসক। নেপথ্যে রয়েছে একাধিক ইতিহাসের কাহিনি।
বর্তমান দিনে খড়্গপুরে হয়েছে সুদীর্ঘ রেল স্টেশন, প্রযুক্তিবিদ্যার অন্যতম প্রাচীন কেন্দ্র আইআইটি খড়গপুর, রয়েছে একাধিক বিদ্যালয়, হাসপাতাল এমনকি মেট্রোপলিটন শহরও। স্বাভাবিকভাবে উঁচু টিলা এলাকা আজ পরিণত হয়েছে শহরে। খড়্গপুরেই রয়েছে বায়ুসেনার বিমান ঘাঁটি। স্বাভাবিকভাবে সারা দেশের কাছে এক অন্যতম নাম খড়গপুর। খড়গপুরকে কেন্দ্র করে একাধিক দুর গন্তব্যে ট্রেনের যাতায়াত। স্বাভাবিকভাবে ইতিহাস এবং প্রযুক্তির মেলবন্ধন ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার এই মহকুমায়।মনে করা হয়, আজ থেকে প্রায় শতাধিক বছর আগে উঁচু টিলা কেটে তৈরি করা হয় রাস্তা। বসানো হয় রেলপথ। ব্রিটিশ সময়কালে যা পরিচিত ছিল বেঙ্গল-নাগপুর রেলওয়ে নামে। জঙ্গলাকীর্ণ এই জায়গা কেটে সাফ করে গড়ে তোলা হয় রেল নগরী।
advertisement
advertisement
তবে বর্তমানে ব্রিটিশ শাসনের পরে বেঙ্গল নাগপুর রেলওয়ে নাম পরিবর্তিত হয়ে হয় দক্ষিণ-পূর্ব রেলওয়ে।এখন খড়্গপুরের অধিকাংশ এলাকায় রেলের আবাসন।সেখানে থাকেন বহু রেল কর্মী। এছাড়াও একাধিক রায়ত জমিতে একাধিক ভাষার মানুষের বসবাস।ঐতিহাসিকভাবে খড়গপুর, হিজলি রাজ্যের একটি অংশ ছিল। ইতিহাসবিদরা মনে করেন, ষোড়শ শতকের গোড়ার দিকে খড়গপুর তখনও ঘন জঙ্গলে ঘেরা একটি ছোট গ্রাম ছিল। গ্রামটিতে ছিল উঁচু পাথর অনুর্বর জমি। খড়্গপুরের কাছে একমাত্র জনবসতি ছিল হিজলি। হিজলি ছিল বঙ্গোপসাগরের ব-দ্বীপে রসুলপুর নদীর তীরে একটি ছোট দ্বীপ গ্রাম।হিজলি শাসন করতেন তাজ খান।অন্যদিকে মনে করা হয়, খড়গপুরের উপকণ্ঠে অবস্থিত ‘খড়গেশ্বর’ নামক পুরানো শিব মন্দিরের নাম থেকে খড়্গপুর নামটি এসেছে ।
advertisement
এটাও বলা হয় যে মন্দিরটি রাজা খড়গ সিং পালের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার নামানুসারে নামকরণ করা হয়েছিল। শুধু ইতিহাস কিংবা পুরাণহিসেবে নয়, খড়্গপুরের সঙ্গে রয়েছে স্বাধীনতার ইতিহাসও।স্বাভাবিকভাবে ইতিহাস এবং স্বাধীনতার ইতিহাস মেলবন্ধন ঘটেছে মিনি ইন্ডিয়া খড়্গপুরে। দ্রুততার যুগে সে অর্থে ইতিহাস না খোঁজা হলেও মিশ্র ভাষাভাষী মানুষের বসবাসের এই জায়গা বহন করে চলেছে সুদীর্ঘ ইতিহাসের নানা নিদর্শন।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো ভারতের 'মিনি ইন্ডিয়া' কোন শহরকে বলা হয়? ইতিহাস জানুন
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement