Winter Travel: শীতে এক দিনের ছুটিতে ঘুরে আসুন কলকাতার খুব কাছের এই কয়েকটি জায়গা! মন ভরে যাবে

Last Updated:

Winter Travel: শীত মানেই ঘুরু ঘুরু মন! চট করে এক দিনের ছুটিতে পরিবার নিয়ে ঘুরে আসুন কলকাতার কাছের এই কয়েকটি জায়গায়

+
title=

পশ্চিম মেদিনীপুর: সামনেই শীতের মরশুম। বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া কিংবা ঠান্ডা শীতল আবহাওয়ায় ছোট্ট একটা ট্যুর বা অ্যাডভেঞ্চার সকলেরই খুব পছন্দের। নিত্য নতুন ডেস্টিনেশন সকলেরই খুব পছন্দেরই থাকে। তবে কলকাতা থেকে খুব কাছেই একদিনে দু তিনটি জায়গায় ঘুরে যান অনায়াসে। ছোট বাচ্চা,পরিবার কিংবা বাড়ির বয়স্ক সদস্যদের নিয়ে অনায়াসে সময় কাটান এখানে। অন্তত ছুটির দিনে ঘুরে দেখুন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর ও শহর সংলগ্ন কয়েকটি টুরিস্ট প্লেস। মন ভাল হয়ে যাবে আপনার। দূর হবে সারাদিনের ক্লান্তি।
কলকাতা শহর থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে মেদিনীপুর শহর। এই মেদিনীপুর শহর যেমন একাধারে বিপ্লবীদের জেলা হিসেবে পরিচিত তেমনই জেলায় রয়েছে বেশ কয়েকটি নিত্যনতুন ঘোরার জায়গা। যা আপনার মন ভাল করে দেবে। নিয়ে যাবে এক আনন্দের মোহে। তাই যারা সপ্তাহান্তে ঘুরে আসার প্ল্যান করছেন তারা অবশ্যই ঘুরে দেখুন মেদিনীপুর শহরে এই ক’টি ঘোরার জায়গা। মেদিনীপুর শহরের উপকণ্ঠে রয়েছে গোপগড় ইকোপার্ক। চারিদিকে সবুজে ঘেরা এই ইকো পার্কের সাজিয়ে তুলেছে বন বিভাগ। গোপগড় ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। চারিদিকে সবুজ গাছ বিভিন্ন ফুলের বাগানে সাজিয়ে তোলা হয়েছে চারিদিক। রয়েছে ক্লকটাওয়ার, ওয়াচ টাওয়ার সহ ছবি তোলার দুর্দান্ত জায়গা।
advertisement
advertisement
অন্তত একটা দিন ঘুরে আসার প্ল্যান করছেন তারা অবশ্যই ঘুরে দেখুন গোপগড় ইকোপার্ক রয়েছে বাচ্চাদের খেলার নানা জিনিস। মেদিনীপুর স্টেশন কিংবা বাসস্ট্যান্ড থেকে সামান্য কিছুটা দূরেই এই পার্ক। শুধু তাই নয় অন্যদিকে বিকেলের সময় কাটানোর জন্য এক অন্যতম ডেস্টিনেশন গান্ধিঘাট। কংসাবতী নদীর উপর গড়ে তোলা হয়েছে এই ঘাটটি। বিকেলের মনোরম পরিবেশ, সেলফি জোনে দেদার সেলফি তোলা এবং সব মিলিয়ে দুর্দান্ত অ্যাম্বিয়েন্স উপভোগ করতে পারবেন আপনি।
advertisement
গান্ধি ঘাট থেকে সামান্য কিছুটা দূরেই রয়েছে অ্যানিকেট ড্যাম। এখানে নদী বাঁধ দিয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে কাঁসাইয়ের জল। দেখে মনে হবে যেন ছোট্ট ঝর্না। এছাড়াও ঝর্নার গড়িয়ে পড়া জলের কুলু কুলু শব্দ আপনাকে মুগ্ধ করবে। সারাদিনের অফিসের কচকচানি, মানসিক চাপ যেন নিমেষেই দূর হয়ে যাবে এখানে এলে।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Travel: শীতে এক দিনের ছুটিতে ঘুরে আসুন কলকাতার খুব কাছের এই কয়েকটি জায়গা! মন ভরে যাবে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement