পৃথিবীতে ফেরা নিষিদ্ধ হয়েছিল এই মহাকাশচারীর, ফিরে এসে দেখেন তাঁর দেশ নেই!

Last Updated:

Astronaut Sergei Krikalev: আমরা সোভিয়েত ইউনিয়নের মহাকাশচারী সের্গেই ক্রিকালেভের কথা বলছি। ক্রিকালেভকে ১৮ মে, ১৯৯১ সালে মহাকাশযানে পাঁচ মাসের জন্য এমআইআর স্পেস স্টেশনে পাঠানো হয়েছিল।

নয়াদিল্লি: মহাকাশচারীদের একটি নির্দিষ্ট উদ্দেশ্যে মহাকাশে পাঠানো হয়। তাঁরা কতদিন থাকবেন, কী করবেন, এসব আগে থেকেই ঠিক করা থাকে। পরে তাঁদের উদ্দেশ্য শেষ হলে তাঁদের ফেরত আনা হয়। কিন্তু এমন এক মহাকাশচারী ছিলেন যাঁর পৃথিবীতে আসা নিষিদ্ধ ছিল।
তিনি একসময় কয়েক মাস ধরে মহাকাশে আটকা পড়েছিলেন এবং তিনি যখন পরে পৃথিবীতে ফিরে আসেন, তখন অনেক কিছুই বদলে গিয়েছিল। যে দেশের অধীনে তিনি মহাকাশে যান সেই দেশটি আর একই রকমের ছিল না।
আরও পড়ুন- খেলনা ভর্তি ঘরেই আছে খরগোশ! খুঁজতে পারবেন কি ১০ সেকেন্ডে? ৯৯% মানুষই ডাহা ফেল
আমরা সোভিয়েত ইউনিয়নের মহাকাশচারী সের্গেই ক্রিকালেভের কথা বলছি। ক্রিকালেভকে ১৮ মে, ১৯৯১ সালে মহাকাশযানে পাঁচ মাসের জন্য এমআইআর স্পেস স্টেশনে পাঠানো হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের আরেক বিজ্ঞানী আনাতোলি আর্তেবারস্কি এবং ব্রিটিশ বিজ্ঞানী হেলেন শারম্যানও তাঁর সঙ্গে ছিলেন।
advertisement
advertisement
ক্রিকালেভের কাজ ছিল কিছু অংশ মেরামত করে মহাকাশের স্টেশনের উন্নতি করা। তাঁরা যে সময় মহাকাশে স্পেস স্টেশনের সব কিছু ঠিকঠাক করছিলেন, সেই সময় পৃথিবীতে অনেক কিছুই বদলে যায়। সেই সময় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেতে শুরু করে।
ক্রিকালেভ যখন মহাকাশে ছিলেন তখন সোভিয়েত ইউনিয়ন সম্পূর্ণ ভাবে ভেঙে যায়। তারপর যখন তাঁদের পৃথিবীতে ফিরে আসার সময় হয় তখন তাঁদের অর্ডার দেওয়া মতো কেউ ছিল না। ফলে, ক্রিকালেভ বেশ কয়েক মাস ধরে অচল যানে মহাকাশেই পড়েছিলেন।
advertisement
মহাকাশে দ্বিগুণ সময় কাটাতে হয়েছিল
ক্রিকালেভকে মহাকাশে পরিকল্পনার চেয়ে দ্বিগুণ সময় ব্যয় করতে হয়েছিল। ১০ মাস মহাকাশে কাটিয়ে তিনি যখন পৃথিবীতে ফিরে আসেন, তখন বিশ্বের মানচিত্র থেকে তাঁর দেশের নাম মুছে যায়। এর কারণে তাকে সোভিয়েত ইউনিয়নের শেষ নাগরিক হিসেবেও বিবেচনা করা হয়। ক্রিকালেভ রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমসের ওই বিভাগের পরিচালকও ছিলেন। এই সংস্থা মহাকাশে নভোচারীদের পাঠায়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পৃথিবীতে ফেরা নিষিদ্ধ হয়েছিল এই মহাকাশচারীর, ফিরে এসে দেখেন তাঁর দেশ নেই!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement