একজন এয়ার হোস্টেস কত টাকা মাইনে পান? এই চাকরির স্বপ্ন দেখেন বহু মেয়ে

Last Updated:

Air Hostess Salary: এয়ার হোস্টেস হতে চান বহু মেয়ে। সবাই অবশ্য এই পেশার ব্যাপারে অনেক কিছু জানেন না।

রাঁচি: অনেক মেয়েরা স্বপ্ন দেখেন এয়ার হোস্টেস হিসেবে কেরিয়ার গড়ার। কীভাবে এয়ারহোস্টেস পেশায় চাকরি পাওয়া যায়, কী যোগ্যতা প্রয়োজন, তাঁদের বেতন কত? এমন অনেক প্রশ্ন জাগে মেয়েদের মনে।
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির এভিয়েশন বিশেষজ্ঞ লোকাল 18-এর সাথে এয়ারহোস্টেস পেশা নিয়ে সমস্ত কিছু শেয়ার করেছেন। এভিয়েশন বিশেষজ্ঞ সঞ্জিত কুমার বলেছেন, এয়ার হোস্টেস হওয়ার জন্য খুব বেশি যোগ্যতার প্রয়োজন হয় না।
শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, শারীরিক সুস্থতাও গুরুত্বপূর্ণ। উচ্চতা ভাল হওয়াটা জরুরি। পড়াশোনার চেয়েও এখানে আপনার ব্যক্তিত্ব পরীক্ষা করা হবে।
advertisement
আরও পড়ুন- অনেক তো পড়াশুনা করলেন, বলুন তো জাতীয় সবজির নাম কী?
সঞ্জিত কুমার বলেছেন, এয়ার হোস্টেস হওয়ার জন্য যে কোনও স্ট্রিমে গ্র্যাডুয়েশন পাস হওয়া চাই। ক্লাস টুয়েলভে কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে।
advertisement
তিনি আরও বলেন, উচ্চতা, ওজন এবং ব্যক্তিত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। কমপক্ষে উচ্চতা ৫.৫ হতে হবে। উচ্চতা ৫.৫ হলে ওজন ৫৫ থেকে ৬০ কেজি হতে হবে। ইংরেজি ভাষার উপর দখল থাকলে কেরিয়ার গ্রোথ ভাল হবে।
সঞ্জিত কুমার বলেছেন, প্রার্থীকে ত্বকের যত্ন নিতে হবে। তার মানে এই নয় যে খুব ফর্সা হতে হবে। গায়ের রঙ এখানে গুরুত্বপূর্ণ একেবারেই নয়। ত্বক স্বাস্থ্যকর ও উজ্জ্বল হতে হবে। চুলের স্বাস্থ্যও এক্ষেত্রে বিচার্য।
advertisement
ক্লাস টুয়েলভ পাস করার পর যে কোনও ইনস্টিটিউট থেকে এয়ার হোস্টেস কোর্স করতে পারেন। ২ বছরের কোর্স। বার্ষিক ফি এক থেকে দেড় লক্ষ টাকা হতে পারে।
আরও পড়ুন- ১০৩ বছর বয়সে তৃতীয় বিয়ে বৃদ্ধের! স্ত্রীর বয়স ৪৯, ভাইরাল ভিডিও
একজন এয়ার হোস্টেসের সর্বনিম্ন বেতন ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। যদি আন্তর্জাতিক ফ্লাইটে ডিউটি করেন তবে তা ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
একজন এয়ার হোস্টেস কত টাকা মাইনে পান? এই চাকরির স্বপ্ন দেখেন বহু মেয়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement