ডেঙ্গির মহৌষধী এই ফল, চাহিদা তুঙ্গে ! বিকল্প চাষে দারুণ লাভ পাচ্ছেন উত্তরাখণ্ডের মহিলা

Last Updated:

Which Fruit is Best For Dengue: উত্তরাখণ্ডের গাঢ়ওয়ালের দুভাকোটি গ্রামের বাসিন্দা সীতাদেবী গত কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করে চলেছেন। তার ফলও পেয়েছেন হাতেনাতে। এখন তিনি নিজেই এক দৃষ্টান্ত।

বিদেশি ফলে নজর দিয়ে হয়েছিলেন হাস্যাস্পদ; আজ নিজের লাভের অঙ্কে তাক লাগিয়ে দিচ্ছেন এই মহিলা
বিদেশি ফলে নজর দিয়ে হয়েছিলেন হাস্যাস্পদ; আজ নিজের লাভের অঙ্কে তাক লাগিয়ে দিচ্ছেন এই মহিলা
কমল পিমোলী, উত্তরাখণ্ড: ভাল কোনও কাজ প্রথমে শুরু করতে গেলে অনেকেই উপেক্ষা করেন, অনেকে হাসাহাসি করেন। কিন্তু শেষ পর্যন্ত ইচ্ছেশক্তির জোরে সাফল্য আসবেই। তেমনই দৃষ্টান্ত আবার রেখেছেন গাঢ়ওয়ালের এক মহিলা। উত্তরাখণ্ডের গাঢ়ওয়ালের দুভাকোটি গ্রামের বাসিন্দা সীতাদেবী গত কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করে চলেছেন। তার ফলও পেয়েছেন হাতেনাতে। এখন তিনি নিজেই এক দৃষ্টান্ত।
সীতাদেবী যখন ঐতিহ্যবাহী ফসলের জমিতে বিদেশি ফল কিউই চাষ করতে শুরু করেছিলেন, তখন অনেকেই তাঁকে নিয়ে মস্করা করতে শুরু করেছিল। কিন্তু নিজের সাহস আর ইচ্ছে কোনওটাই হারাননি সীতাদেবী। সিদ্ধান্তে অটল থেকে খেতে কঠোর পরিশ্রম করে গিয়েছেন।
advertisement
advertisement
আজকাল সমতলের পাশাপাশি পাহাড়েও ডেঙ্গির তাণ্ডব শুরু হয়েছে। ডেঙ্গির চিকিৎসায় কিউই বেশ উপকারী।
আসলে কিউইতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যেকোনও ঋতুতে ইনফ্লুয়েঞ্জা বা অন্যরকম সংক্রমণ ঘটলে ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শরীরের পক্ষে। এই ফল শরীরে ভিটামিন সি-এর নিয়মিত চাহিদা পূরণ করতে পারে। ভিটামিন সি শরীরে অ্যান্টিবডি তৈরি করে এবং তার সক্রিয়তা বাড়াতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অ্যান্টিবডি কার্যকর হওয়া খুব জরুরি। ভিটামিন সি সেরোটোনিন উৎপাদনেও খুব সহায়ক। তাই কিউই খুব উপকারী। শুধু তাই নয়, এটি মেজাজ সতেজ রাখতেও ভাল কাজ করে।
advertisement
তাই ক্রমশ বাড়ছে এর চাহিদা। এক একটি ফলের দাম ৩০ থেকে ৫০ টাকা। তেহরি সদর থেকে ২০ কিলোমিটার দূরে দুভোকোটি গ্রামের বাসিন্দা সীতাদেবীর খেতে এক সময় প্রায়ই হামলা চালাতো বুনো শূকর, ভাল্লুক, বাঁদর। ব্যাপক ক্ষতি হতো ফসলের। ঐতিহ্যবাহী চাষে তেমন লাভও পাওয়া যাচ্ছিল না। তাই ২০১৮ সালে বিকল্প চাষের কথা ভাবেন।
advertisement
সেই সময়ই এলাকায় কিউই চাষের জন্য উদ্যান পালন বিভাগের তরফে প্রচার চালানো হচ্ছিল। সীতাদেবী-সহ জেলার ৪৫ জন কৃষককে কিউই চাষের প্রাথমিক প্রশিক্ষণ এবং চারা দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই উৎসাহ দেখাননি। হাল ছাড়েননি সীতাদেবী।
সীতাদেবী জানান, তাঁর স্বামী রাজেন্দ্র সিং এবং দুই সন্তান বিকাশ ও রাহুল প্রথম থেকেই তাঁকে এই কাজে সহায়তা করেছেন। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টাতেই এক বছরে বাগানে ফল ধরেছে। গ্রামের আরও দু’জন কিউই-র চারা লাগালেও সঠিক যত্নের অভাবে সেই চারা মরে যায়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ডেঙ্গির মহৌষধী এই ফল, চাহিদা তুঙ্গে ! বিকল্প চাষে দারুণ লাভ পাচ্ছেন উত্তরাখণ্ডের মহিলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement