খানাখন্দে ভরা রাস্তা ধরে হেঁটে চলেছেন কেরালার বধূ! মূহুর্তে হু হু করে ভাইরাল সেই ফোটোশ্যুট
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Viral Video : ওয়েডিং ফটোগ্রাফার গর্ত-ঘোলা রাস্তায় হাঁটতে থাকা নববধূর বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন
#কেরালা: কিছু মানুষ আছে যাঁরা সৃজনশীল... কেউ কেউ আছে যাঁরা তাঁদের সৃজনশীলতাকে পরবর্তী স্তরে নিয়ে যায়। তেমনই কিছু করলেন কেরালার এক নববধূ এবং ওয়েডিং ফটোগ্রাফার। এলাকার গর্তের সমস্যা তুলে ধরার জন্য, দুজনেই গর্তে ভরা রাস্তায় ফটোশুট করার সিদ্ধান্ত নেন। মহিলা একটি সুন্দর লাল শাড়ি পরেছিলেন, অনুগ্রহের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন তিনি। নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয় সেই ভিডিও।
advertisement
advertisement
এখন ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে অ্যারো ওয়েডিং কোম্পানি। সেই সংক্ষিপ্ত ক্লিপে একজন মহিলাকে দেখা যায় ঐতিহ্যবাহী বিয়ের পোশাকে ভারী গহনা পরিপূর্ণ। বেশ কয়েকটি রাস্তার গর্তের পাশ দিয়ে হাঁটছিলেন। যানবাহনও যাচ্ছিল পাশ দিয়ে।
advertisement
ভিডিওটি ইনস্টাগ্রামে ৪ মিলিয়নেরও বেশি ভিউ সহ দ্রুত ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা সৃজনশীলতার প্রশংসা করেছেন এবং কমেন্ট বিভাগে তাঁদের চিন্তাভাবনা প্রকাশ করেছেন।
advertisement
ওয়েডিং ফটোগ্রাফার গর্ত-ঘোলা রাস্তায় হাঁটতে থাকা নববধূর বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন।
Location :
First Published :
September 20, 2022 9:16 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
খানাখন্দে ভরা রাস্তা ধরে হেঁটে চলেছেন কেরালার বধূ! মূহুর্তে হু হু করে ভাইরাল সেই ফোটোশ্যুট