অস্কারে ভারতীয় ছবি! বলিউডকে টেক্কা দিয়ে মনোনীত গুজরাতের ছবি 'ছেল্লো শো'

Last Updated:

Oscars 2023 : গুজরাতি সিনেমা 'ছেলো শো'(ইংরেজিতে দ্য লাস্ট শো) ৯৫তম একাডেমি পুরস্কারে ভারতের আনুষ্ঠানিক প্রবেশ হিসাবে নির্বাচিত হয়েছে

#গুজরাত: ভারতের ফিল্ম ফেডারেশন ২০২৩-এর অস্কারে ভারতের আনুষ্ঠানিক প্রবেশের ঘোষণা দিয়েছে। গুজরাতি সিনেমা 'ছেলো শো'(ইংরেজিতে দ্য লাস্ট শো) ৯৫তম একাডেমি পুরস্কারে ভারতের আনুষ্ঠানিক প্রবেশ হিসাবে নির্বাচিত হয়েছে।
ইংরেজিতে "লাস্ট ফিল্ম শো"। প্যান নলিন পরিচালিত সিনেমাটি ১৪অক্টোবর সারাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি প্রযোজনা করেছে সিদ্ধার্থ রায় কাপুরের ব্যানার রায় কাপুর ফিল্মস, জুগাদ মোশন পিকচার্স, মনসুন ফিল্মস, ছেলো শো এলএলপি, এবং মার্ক ডুয়েল। ভাবিন রাবারি, ভাবেশ শ্রীমালি, রিচা মীনা, দীপেন রাভাল এবং পরেশ মেহতা অভিনীত এই সিনেমাটি গত বছরের জুনে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল।
advertisement
advertisement
গ্রামীণ গুজরাতে ছোটবেলায় সিনেমার প্রেমে পড়ার নলিনের নিজের স্মৃতি থেকে ছবিটি অনুপ্রাণিত। এটি স্পেনের ৬৬তম ভ্যালাডোলিড ফিল্ম ফেস্টিভ্যালে 'গোল্ডেন স্পাইক' সহ একাধিক পুরষ্কার জিতেছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
অস্কারে ভারতীয় ছবি! বলিউডকে টেক্কা দিয়ে মনোনীত গুজরাতের ছবি 'ছেল্লো শো'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement