হাঁটতে পারছিল না ছোট্ট মেয়েটি! জুতোর ফিতে বেঁধে দিলেন রাহুল গান্ধি
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
এক ঘণ্টার বেশি হাঁটার পর কংগ্রেস নেতা রাস্তার একটি হোটেল থেকে চা খাওয়ার জন্য বিরতি নেন
#কেরালা: কংগ্রেস পার্টির ভারত জোড়ো যাত্রা রবিবার ১১তম দিনে প্রবেশ করেছে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এবং অন্যান্য সিনিয়র নেতারা সকাল ৬.৩০-এর পরে যাত্রা শুরু করেছিলেন। যাঁদের মধ্যে ছিলেন রমেশ চেন্নিথালা, কে মুরালীধরন, কোডিকুনিল সুরেশ, কে সি ভেনুগোপাল এবং কেরালা বিধানসভার বিরোধীদলীয় নেতা ভি ডি সতীসান সহ সিনিয়র কংগ্রেস নেতা। গান্ধি কেরলের হরিপদ থেকে শত শত দলীয় কর্মী ও নেতাদের সঙ্গে নিয়ে পাদযাত্রা শুরু করেন।
Leader with the humane touch.
During the Bharat Jodo Padyatra, Sh. @RahulGandhi helps a little girl in wearing sandles. pic.twitter.com/NlvqfY6eOE — Anshuman Sail (@AnshumanSail) September 18, 2022
advertisement
মোট ১৩ কিলোমিটার দীর্ঘ মার্চ করে হাঁটছিলেন তাঁরা। গান্ধিকে রাস্তার দুপাশে অপেক্ষমাণ মানুষের সঙ্গে দেখা করতে থাকেন পদযাত্রার মধ্যেই। এক ঘণ্টার বেশি হাঁটার পর কংগ্রেস নেতা রাস্তার একটি হোটেল থেকে চা খাওয়ার জন্য বিরতি নেন। কংগ্রেসের গণসংযোগ কর্মসূচির ১১তম দিনের একটি ভিডিওতে, রাহুল গান্ধীকে আলাপ্পুঝা জেলার আম্বালাপুঝা শহরে যাত্রা চলাকালীন একটি ছোট মেয়েকে তাঁর জুতো পরাতে সাহায্য করতে দেখা যায়।
advertisement
আরও পড়ুন: প্রকাশ্যে মহিলা ভক্তকে আবেগপূর্ণ চুম্বন! লাস ভেগাসে কনসার্টে ভাইরাল স্প্যানিশ গায়ক এনরিক, রইল ভিডিও
কংগ্রেসের মতে, যাত্রার সকালের অধিবেশন ওটাপ্পানায় পৌঁছানোর পরে শেষ হয়। সদস্যরা আলাপ্পুঝার নিকটবর্তী গ্রাম কারুভাট্টায় বিশ্রাম নেন। ৭.৫কিমি জুড়ে যাত্রা। সন্ধ্যে ৭টায় যাত্রা শেষ হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2022 5:27 PM IST