বাগদত্তার গোপন ভিডিও ভাইরাল করায় খুন চিকিৎসক, বেঙ্গালুরুতে নারকীয় কাণ্ড
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Bengaluru Murder : চেন্নাই-ভিত্তিক ওই ডাক্তারের হত্যার রহস্যে রয়েছে আরও জট
#বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে ডাক্তার খুন। অভিযোগ, তাঁর বাগদত্তা এবং তাঁর মায়ের ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন তিনি। তার জেরেই মঙ্গলবার খুন করা হয়েছে তাঁকে। চেন্নাই-ভিত্তিক ওই ডাক্তারের হত্যার রহস্যে রয়েছে আরও জট।
মৃত ব্যক্তির নাম চিকিৎসক বিকাশ (২৭)। অভিযুক্তরা তাঁর বাগদত্তা ২৫ বছর বয়সী প্রতিভা, মাইকো লেআউটের বাসিন্দা। তাঁর বন্ধু সুশীল (২৫) এবং গৌতম (২৭)-ও জড়িত ছিলেন এই কাজের সঙ্গে। সূর্য নামে অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

advertisement
১০ সেপ্টেম্বর বিকাশকে মারাত্মক আক্রমণ করা হয়েছিল। ১৮ সেপ্টেম্বর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বেগুর থানা অঞ্চলে।
advertisement
পুলিশ জানিয়েছে, চিকিৎসক বিকাশ এবং অভিযুক্ত প্রতিভা চেন্নাইয়ের বাসিন্দা। তিনি একজন স্থপতি হিসাবে কাজ করেছিলেন। দুই বছর আগে সোশ্যাল মিডিয়ায় তাঁদের পরিচয় হয়।
তাঁরা প্রেমে পড়েছিলেন এবং তাঁদের পরিবারকে জানান তাঁরা। সম্মতি পাওয়ার পর তাঁরা আগামী বছরের নভেম্বরে তাঁদের বিয়ে ঠিক করেন। চিকিৎসক বিকাশ ইউক্রেনে তাণর মেডিসিন কোর্স শেষ করেছিলেন এবং চেন্নাইতে প্র্যক্টিস করছিলেন।
advertisement
তিনি আরও ছয় মাস কোর্স করার বিষয়ে কোচিংয়ের জন্য বেঙ্গালুরুতে এসেছিলেন এবং তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেছিলেন। এই সময়ে, চিকিৎসক বিকাশ তাঁর বাগদত্তা প্রতিভার ব্যক্তিগত ভিডিও তৈরি করেন। তিনি তাঁর মায়ের ভিডিওও রেকর্ড করেছিলেন, পুলিশ জানিয়েছে।
advertisement
পরে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভুঁয়ো অ্যাকাউন্ট খুলে ব্যক্তিগত ভিডিও প্রকাশ করেছিলেন, যা ভাইরাল হয়েছিল। পুলিশ জানিয়েছে, বিকাশ ও প্রতিভার পরিবারের মধ্যে এই বিষয় নিয়ে মারামারি হয়েছে।
প্রতিভা বিকাশের থেকে যে আঘাত পেয়েছিলেন তা তাঁর অন্যান্য অভিযুক্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করেছিলেন। সুশীল ১০ সেপ্টেম্বর চিকিৎসক বিকাশকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানান এবং যখন তিনি আসেন, অভিযুক্তরা তাঁকে একটি লাঠি এবং অন্যান্য অস্ত্র দিয়ে মেরে ফেলার চেষ্টা করেন, পুলিশ জানিয়েছে। আরও তদন্ত চলছে।
view commentsLocation :
First Published :
September 20, 2022 4:11 PM IST