উড়োফোনে তিন শহরে ছড়াল তীব্র আতঙ্ক; আপাতত পুলিশের জালে হাইস্কুলের পড়ুয়া

Last Updated:

Kanpur Latest News: বড় বড় দুঁদে অফিসাররাও রীতিমতো ঘোল খেয়ে গিয়েছেন। উত্তরপ্রদেশের কানপুরের সেন পশ্চিম পাড়া থানা এলাকার ঘটনা।

উড়োফোনে তিন শহরে ছড়াল তীব্র আতঙ্ক; আপাতত পুলিশের জালে হাইস্কুলের পড়ুয়া
উড়োফোনে তিন শহরে ছড়াল তীব্র আতঙ্ক; আপাতত পুলিশের জালে হাইস্কুলের পড়ুয়া
কানপুর: এক ছাত্রের ফোনে সৃষ্টি হয়েছিল আতঙ্কের পরিবেশ, তা-ও দেশের ৩টি বড় শহরে! এমনকী নড়েচড়ে বসেছিল পুলিশ-প্রশাসনও। বড় বড় দুঁদে অফিসাররাও রীতিমতো ঘোল খেয়ে গিয়েছেন। উত্তর প্রদেশের কানপুরের সেন পশ্চিম পাড়া থানা এলাকার ঘটনা।
কিন্তু কী এমন ঘটনা ঘটল যে, এতটাই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল? নিউ আজাদ নগর আউটপোস্ট ইনচার্জ ধর্মা কুশওয়াহা বলেন, ক্রাইম ব্রাঞ্চের কাছে আচমকা খবর আসে যে, কোনও এক জনবসতিপূর্ণ এলাকায় ইন্ডিগো এয়ারলাইন্সের ৪০টি বিমানকে গুলি করে নামানোর হুমকি ফোন এসেছিল। এরপর ওই ফোন নম্বর ট্রেস করে দেখা যায়, ফোনটা এসেছে মহাদেবন মন্দিরের কাছ থেকে। সঙ্গে সঙ্গে বিশাল বাহিনী নিয়ে এলাকায় পৌঁছে গিয়েছিলেন ওই অফিসার। সেখানেই একটি বাড়িতে নিজের পরিবারের সঙ্গে ভাড়া থাকে ১৫ বছর বয়সী এক হাইস্কুলের ছাত্র। আদতে ওই পরিবারটি কুশীনগরের কাসমা থানা এলাকার বাকানহা গ্রামের বাসিন্দা।
advertisement
advertisement
পুলিশি জেরায় ওই ছাত্র জানিয়েছে যে, সে ইজরায়েল-হামাস যুদ্ধের খবর এবং ভিডিও দেখেছিল। এরপর গুগল করে ইন্ডিগো এয়ারলাইনের নম্বর নিয়ে বাবার ফোন থেকে ওই বিমান সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করে জানায় যে, জনবসতিপূর্ণ এলাকায় ৪০টি বিমান গুলি করে নামানো হবে। আর এর পরেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। আপাতত মোবাইল-সহ ওই পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আউটপোস্ট ইন-চার্জের অভিযোগের ভিত্তিতে ৫০৬ ধারার অধীনে একটি মামলা রুজু করা হয়েছে। এর পাশাপাশি ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
advertisement
আসলে ওই পড়ুয়ার উড়োফোনে নড়েচড়ে বসেছিল দিল্লি, কানপুর এবং লখনউ- এই তিন শহর। কুশওয়াহা বলেন যে, ইন্ডিগো দিল্লি পুলিশের কাছে ওই হুমকি-ফোনের কথা জানায়। এদিকে অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য এমনিতেই কড়াকড়ি রয়েছে। ফলে হুমকি ফোনের পরেই প্রশাসনের উদ্বেগ বাড়তে শুরু করে। দিল্লি আইবি-র তরফে এই ঘটনা জানানো হয়েছে উত্তর প্রদেশের ডিজিপি-কে। এরপর লখনউয়ের কমিশনারেট পুলিশ অফিসারের কাছে খবর যায় এবং সক্রিয় হয় ক্রাইম ব্রাঞ্চ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
উড়োফোনে তিন শহরে ছড়াল তীব্র আতঙ্ক; আপাতত পুলিশের জালে হাইস্কুলের পড়ুয়া
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement