দুর্লভ যোগ! নেপালে ১৯৬৭ সালে জারি ডাক টিকিটে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময়কাল উল্লেখ, যা এখন ভাইরাল !
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
১৯৬৭ সালে নেপাল দ্বারা জারি হওয়া একটি পোস্টেজ স্ট্যাম্প বা ডাকটিকিট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু অনেকেরই প্রশ্ন এই স্ট্যাম্পটি এখন কার কাছে রয়েছে? আজ সেটাই জেনে নেওয়া যাক।
অঞ্জলি সিং রাজপুত, লখনউ: আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। ফলে স্বাভাবিক ভাবেই বর্তমানে চর্চার শিরোনামে উঠে এসেছে রাম মন্দির। আর এই চর্চার মাঝেই ১৯৬৭ সালে নেপাল দ্বারা জারি হওয়া একটি পোস্টেজ স্ট্যাম্প বা ডাকটিকিট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু অনেকেরই প্রশ্ন এই স্ট্যাম্পটি এখন কার কাছে রয়েছে? আজ সেটাই জেনে নেওয়া যাক।
বর্তমানে বিরল এই ডাকটিকিটটি রয়েছে লখনউয়ের অশোক কুমারের কাছে। নিজের ‘দ্য লিটল মিউজিয়াম’-এ তিনি এটি সংরক্ষণ করে রেখেছেন। আর এই স্ট্যাম্পটিকে বিরল বা দুর্লভ বলা হচ্ছে, কারণ এর পিছনে একটি গোপন রহস্য লুকিয়ে রয়েছে।
advertisement
advertisement
কী সেই রহস্য? আর রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কালেই বা তা নিয়ে এত চর্চা কেন? স্বাভাবিক ভাবেই এই প্রশ্নগুলোই সবার মনে আসবে। আসলে ৫৭ বছরের পুরনো এই ডাকটিকিটটি জারি হয়েছিল নেপালে ভগবান রামের শ্বশুরবাড়ি থেকে। যা এই মুহূর্তে বিস্ময়ের থেকে কোনও অংশে কম নয়। ১৯৬৭ সালে জারি হওয়া এই ডাকটিকিটটি ভগবান রাম এবং দেবী সীতাকে উৎসর্গ করা হয়েছিল। যেখানে কাকতালীয় ভাবে রাম মন্দিরের প্রতিষ্ঠার কথা লেখা রয়েছে। এমনকী ১৫ পয়সার এই ডাকটিকিটে রাম নবমী ২০২৪ লেখা রয়েছে।
advertisement
‘দ্য লিটল মিউজিয়াম’-এর মালিক অশোক কুমার বলেন যে, “১৯৬৭ সালে এই ডাকটিকিট জারি হয়েছিল নেপালে। এখানে ভগবান রামকে দেখা যাচ্ছে তীর-ধনুক হাতে। আর মা সীতাও রয়েছেন ঠিক তাঁর সামনেই। ১৫ পয়সার ওই ডাকটিকিটে লেখা রয়েছে রাম নবমী ২০২৪। আসলে ১৯৬৭ সালের ১৮ এপ্রিল রাম নবমী উপলক্ষে প্রকাশ করা হয়েছিল সেটি।” অশোক কুমারের দাবি, কারও কাছ থেকে তিনি এই ডাকটিকিটটি কিনেছিলেন।
advertisement
কিন্তু ৫৭ বছরের পুরনো ওই ডাকটিকিটে কেন রাম নবমী ২০২৪ লেখা ছিল? এর উত্তরে অশোক কুমার বলেন, “ভাইরাল নেপালি ওই ডাকটিকিটে সেটা ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী লেখা হয়নি। বরং তা লেখা হয়েছে বিক্রম সম্বত অনুসারে। আর বিক্রম সম্বত ইংরাজি ক্যালেন্ডারের থেকে ৫৭ বছর এগিয়ে থাকে। এভাবেই ১৯৬৭ সালে জারি হওয়া ডাকটিকিটে ৫৭ বছর এগিয়ে লেখা রয়েছে ২০২৪। আর সেই কারণেই বলা যেতে পারে যে, অত বছর আগে থেকেই রাম মন্দির প্রতিষ্ঠার সময়কাল বর্ণিত ছিল।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Lucknow,Uttar Pradesh
First Published :
January 17, 2024 12:59 PM IST