স্লিপার ক্লাসের টিকিট কেটে এসিতে! কারণ শুনে চমকে গেলেন TTE, পাশে দাঁড়ালেন অন্য যাত্রীরাও

Last Updated:

ব্যাপারটা কী? স্লিপার ক্লাসের টিকিট কেটে তিনি এসিতে উঠেছেন। রাগত স্বরে টিটিই বললেন, “এটা কী? স্লিপার ক্লাসের টিকিট কেটে কেন এসিতে যাচ্ছেন? এটা বেআইনি।”

স্লিপার ক্লাসের টিকিট কেটে এসিতে!
স্লিপার ক্লাসের টিকিট কেটে এসিতে!
ঝাঁসি: কামরার একদম কোণের সিটে বসেছিলেন এক যাত্রী। টিকিট দেখতে দেখতে তাঁর কাছে গিয়ে পৌঁছলেন টিটিই। টিকিট চাইলেন। বিনা বাক্যব্যয়ে টিকিট বের করে দিলেন তিনি। কিন্তু টিকিট দেখে টিটিই-এর চোখ কপালে। তিনি রেগে আগুন।
ব্যাপারটা কী? স্লিপার ক্লাসের টিকিট কেটে তিনি এসিতে উঠেছেন। রাগত স্বরে টিটিই বললেন, “এটা কী? স্লিপার ক্লাসের টিকিট কেটে কেন এসিতে যাচ্ছেন? এটা বেআইনি।” নিচু স্বরে যাত্রী বললেন, “আমি জানি।” টিটিই আরও রেগে গেলেন, “জানেন যখন এসিতে উঠলেন কেন?”
advertisement
advertisement
এই প্রশ্নের উত্তরে ওই যাত্রী খুব সরলভাবে যে কথা বললেন তাতে খোদ টিটিই-ই অবাক। কী বলবেন যেন ঠিক বুঝে উঠতে পারছেন না। এতক্ষণ অন্যান্য যাত্রীরাও তাঁদের কথা শুনছিলেন। এবার তাঁরাও হইহই করে উঠলেন। যাত্রীর পাশে দাঁড়িয়ে তাঁরা টিটিই-কে বললেন, “ঠিক আছে, ওঁকে এসিতেই যেতে দিন। জরিমানা করবেন না।”
advertisement
বিনা টিকিটে ভ্রমণ এবং বেআইনি কার্যকলাপ রুখতে নর্থ-সেন্ট্রাল রেলের মোরেনা স্টেশনে বিশেষ অভিযান চলছে। আটক করা হয়েছে ১৩১ জন যাত্রীকে। এঁদের কাছ থেকে রাজস্ব এবং জরিমানা বাবদ ৮৮,৯০০ টাকা আদায় করেছে রেল। এ সবের মধ্যেই এই ঘটনা সামনে এল।
advertisement
টিটিই-এর প্রশ্ন শুনে একটুও ঘাবড়াননি যাত্রী। তিনি খুব নির্লিপ্ত ভঙ্গীতে বলেন, “স্লিপার কোচে খুব ঠান্ডা লাগছিল। তাই উঠে এসিতে চলে এলাম।” এ যেন ড্রয়িংরুমে ঠান্ডা লাগায় বেডরুমে গিয়ে বসার মতো ব্যাপার। যাত্রী বলে চলেন, “গায়ে দেওয়ার মতোও কিছু নেই। তাড়াহুড়োয় ভুলে গিয়েছিলাম। তাই ঠান্ডা থেকে বাঁচতেই এসিতে চলে এসেছি।”
যাত্রীর এমন কথা শুনে হাঁ হয়ে যান টিটিই। এমন কাজও যে কেউ করতে পারে যেন তাঁর বিশ্বাসই হচ্ছে না। আশপাশের যাত্রীরা অবশ্য সেই সহযাত্রীর পাশেই দাঁড়ান। অনেকেই টিটিই-কে অনুরোধ করেন, “ঠান্ডা লাগায় চলে এসেছেন। আপনি ছেড়ে দিন। আর জরিমানা করবেন না।” তবে টিটিই নিয়মের কথা জানিয়ে তাঁকে পরবর্তী স্টেশনে নেমে স্লিপার কোচে ফিরে যাওয়ার নির্দেশ দেন।
advertisement
যাত্রীদের সুবিধার্থে এই ধরণের অভিযান আগামী দিনেও চালানো বলে জানিয়েছে রেলওয়ে প্রশাসন। যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে, সবাই যেন রেলের নিয়ম মেনে, বৈধ টিকিট নিয়ে ট্রেনে ওঠেন। অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
স্লিপার ক্লাসের টিকিট কেটে এসিতে! কারণ শুনে চমকে গেলেন TTE, পাশে দাঁড়ালেন অন্য যাত্রীরাও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement