Janmashtami 2021: জন্মাষ্টমীর ভোগ| কেন কৃষ্ণকে নিবেদন করা হয় ৫৬ ভোগ, জেনে নিন তার মাহাত্ম্য...

Last Updated:

৫৬ ভোগের মধ্যে থাকতেই হবে মাখন-মিছরি৷ কারণ এটা গোপালের প্রিয় হিসেবে জানা যায়৷

#কলকাতা: জন্মাষ্টমীর (Janmashtami 2021) আসন্ন৷ ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ভগবান কৃষ্ণের জন্ম (Sree Krishna)৷ আর এই দিনটিই জন্মাষ্টমী হিসেবে পালিত হয়৷ অন্যান্য পুজোর মতই জন্মাষ্টমীরও কিছু রীতিনীতি বা নিয়ম রয়েছে৷ যার মধ্যে কৃষ্ণের জন্য তৈরি ভোগ অন্যতম৷ জন্মাষ্টমীতে গোপাল বা শ্রী কৃষ্ণকে ৫৪ ভোগ অর্পণ করা হয়৷ এর পিছনে রয়েছে কিছু গল্প৷ কেন এভাবে ৫৬ ভোগ (Special 56 Bhog on Janmasthami) দেওয়া হয় কৃষ্ণকে, জেনে নিন সেই মত৷
ভগবান ইন্দ্র একবার তাঁর ভক্তদের উপর খুবই বিরক্ত হন৷ তিনি অঝোর বৃষ্টিপাত শুরু করেন৷ এরফলে তৈরি হয় বন্যার আশঙ্কা৷ যাতে প্রবল ক্ষতির সম্ভাবনা তৈরি হয়৷ এবার আসরে নামেন শ্রীকৃষ্ণ৷ নিজের জন্মস্থান গোকুল এবং সেই গ্রামের মানুষকে বাঁচাতে এগিয়ে আসেন তিনি৷ নিজের আঙুলের ডগায় গোবর্ধন পর্বতকে তুলে নিয়ে আসেন তিনি এবং তার নিচেই গোকুলের গ্রামবাসী ও পশুরা আশ্রয় নেয়৷ তখন ভগবান ইন্দ্র বিষয়টি বুঝতে পেরে বৃষ্টিপাত কমিয়ে দেন এবং ধীরে ধীরে শান্ত হয় পরিস্থিতি৷ একই সঙ্গে নেমে যেতে থাকে বন্যার জল৷
advertisement
এই পর্বটি পৌরাণিক কাহিনির বিখ্যাত আখ্যান এবং শ্রীকৃষ্ণকে ৫৬ ধরনের প্রসাদ প্রদানের রীতির সঙ্গেও যুক্ত করা হয়৷ একেই বলে ছাপ্পান্ন ভোগ অর্থাৎ ৫৬টি ভিন্ন নৈবেদ্য৷ বৃষ্টির ফলে ৭দিন শ্রীকৃষ্ণ খাবার গ্রহণ করেননি৷ বৃষ্টি থামার ফলে অবশেষে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা ৯ বার করে খাওয়াতেন দিনে৷ সেই মতো দেওয়া হয়েছিল ৫৬টি খাবার৷ সেই থেকেই এই ৫৬ ভোগের নিময় শুরু এবং এর জন্যই জন্মাষ্টমী বা কৃষ্ণের পুজোতে ৫৬ ভোগ উৎসর্গ করা হয়৷
advertisement
advertisement
অন্যদিকে এই ৫৬ ভোগের সঙ্গে আরও একটি গল্প রয়েছে৷ বলা হয় যে শ্রীকৃষ্ণ নাকি একবার রাধার ঐশ্বরিক পদ্মের উপর বসেছিলেন৷ তাতে ছিল ৩টি স্তর৷ প্রথমটি ৪টে, দ্বিতীয়টি ২৬টি এবং তৃতীয়টি ৩২টি৷ সেই মতো শ্রীকৃষ্ণকে ৫৬টি খাবার ভোগ হিসেবে দেওয়া হয়৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Janmashtami 2021: জন্মাষ্টমীর ভোগ| কেন কৃষ্ণকে নিবেদন করা হয় ৫৬ ভোগ, জেনে নিন তার মাহাত্ম্য...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement