Viral Video: গাড়িতে ঘুমিয়ে কাদা নববধূ, বর তাঁর মেক আপ তুলতে হন্যে! ভিডিও এখন ভাইরাল
- Published by:Uddalak B
Last Updated:
Instagram Viral: ঘুমন্ত নববধূর সঙ্গে নতুন বর যে আচরণ করেছেন তাতে ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
#নিউ ইয়র্ক: ভারতে চলতে থাকা বিয়ের মরসুম এখন বন্ধ রয়েছে। ১৫ জানুয়ারির পর থাকে আবার শুরু হবে বিয়ের মরসুম। বিয়ের বিভিন্ন ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। এর মধ্যে কিছু ভিডিও ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে। সেই সকল ভাইরাল ভিডিওতে দেখে যাচ্ছে বিভিন্ন ধরনের আজব ঘটনা, যা আগে কেউ কখনও দেখেনি। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিও ব্যাপক হারে শেয়ার করা হচ্ছে। সেই ভিডিওটি তৈরি করা হয়েছে বিয়ের পর নববধূ যখন তাঁর শ্বশুরবাড়ি যাচ্ছেন সেই সময়ে। গাড়ির পিছেনের সিটে বসে রয়েছেন তিনি তাঁর বরের সঙ্গে। সেই সময় ঘুমন্ত নববধূর সঙ্গে নতুন বর যে আচরণ করেছেন তাতে ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
আরও পড়ুন: ঘুড়ি ওড়াতে গিয়ে উড়ে গেলেন ব্যক্তি নিজেই! ভিডিও নিমেষে ভাইরাল
সেই ভাইরাল ভিডিওটি গাড়ির পিছনের সিটের। বিয়ের পর নববধূর শ্বশুরবাড়ি যাওয়ার সময় গাড়িতে সেই ভিডিওটি তোলা হয়েছে। সেই ভিডিওটি প্রায় লাখের ওপরে দেখা হয়ে গিয়েছে নেটিজেনদের। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে গাড়ির পেছনের সিটে নববধূ ঘুমিয়ে রয়েছেন। সেই সময়ে নতুন বর নিজের পকেট থেকে রুমাল বের করে নববধূর মেক আপ মুছে দিচ্ছেন। নতুন বরের এমন আচরণের ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
advertisement
advertisement
advertisement
বাপের বাড়ি থেকে সেজেগুজে শ্বশুরবাড়ি যাওয়ার সময় গাড়িতে নববধূ ঘুমিয়ে পড়েন। সেই সময়ে নতুন বর তাঁর পকেট থেকে রুমাল বের করে মুছতে থাকেন নববধূর মেক আপ। মেক আপ মুছিয়ে দেওয়ার ফলে তাঁর আসল চেহারা ক্যামেরায় স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। সেই ভিডিওর ওপরে আবার লেখা রয়েছে নববধূর ওয়াটার প্রুফ মেক আপ করা উচিত ছিল।
advertisement
আরও পড়ুন: বড়দিনে এ কেমন কেক! সান্তা ক্লজের হাল দেখে চোখ কপালে উঠেছে দুনিয়ার
view commentsভাইরাল হওয়া নববধূর সেই ভিডিও সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে (Instagram) nation.video নামের একটি পেজ থেকে শেয়ার করা হয়। সেই ভাইরাল হওয়া ভিডিওতে সকলে বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। একজন সেই ভাইরাল ভিডিওতে কমেন্ট করেছে, এটাই হল পাপা কি পরির আসল চেহারা। অন্য আরেকজন সেই ভাইরাল ভিডিওতে কমেন্ট করেছে, মেক আপ করার পরে এমনই বদলে যায় চেহারা!
Location :
First Published :
December 24, 2021 2:50 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: গাড়িতে ঘুমিয়ে কাদা নববধূ, বর তাঁর মেক আপ তুলতে হন্যে! ভিডিও এখন ভাইরাল