জল থেকে উঠে আছে দুটো হাত! যেন কেউ ডুবে যাচ্ছে! আসলে 'নাটক', বড় 'ফাঁদ'

Last Updated:

Crocodile viral video- একটি কুমির তার পা তুলে জলে ডুবে যাওয়ার নাটক করছে। আর পুরোটাই তার শিকার ধরার ফাঁদ।

News18
News18
কলকাতা: জলের উপর ভেসে রয়েছে ছোট্ট দুটি হাত। দূর থেকে দেখে মনে হবে, কোনও ছোট বাচ্চা যেন ডুবে যাচ্ছে! পুরো শরীরটা ডুবে রয়েছে। শুধুমাত্র হাত উপরে তুলে প্রাণরক্ষার ইঙ্গিত দিচ্ছে সেই ছোট্ট বাচ্চা!
স্থানীয় লোকজন ভেবেছিলেন, কেউ নদীতে ডুবে যাচ্ছে, শেষ মুহূর্তে বাঁচার আকুতি জানাচ্ছে সে। বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিতে যাচ্ছিলেন কেউ কেউ। কিন্তু তার পরই সতর্ক হয়ে পড়লেন। এ কোনও মানুষের হাত নয়, বরং এটি কুমিরের পা।
শিকার ধরার ফন্দি করেছে কুমির। তাই জলের ভেতর নিজের শরীর উল্টে দিয়ে ডুবে যাওয়ার অভিনয় করছিল সে। ঘটনাটি ইন্দোনেশিয়ার বোর্নেয়োর বারিটো নদীর। ইন্দোনেশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী এটি। এই নদীতে বসবাস বহু কুমিরের।
advertisement
advertisement
আরও পড়ুন- মদ শেষ করে দিল জীবন! সেই কাম্বলির সঙ্গে দেখা আরেক ‘ব্যাড বয়’-এর, ভিড় জমে গেল
‘ট্রাভলি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পেজ-এ একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিও দেখে মনে হবে, নদীতে কেউ ডুবে যাচ্ছে। কিন্তু আসলে তা নয়। একটি কুমির তার পা তুলে জলে ডুবে যাওয়ার নাটক করছে। আর পুরোটাই তার শিকার ধরার ফাঁদ।
advertisement
ভিডিও দেখে অধিকাংশ কুমির বিশেষজ্ঞের দাবি, শিকার যেন নিজে থেকে কুমিরের কাছে ধরা দেয়, সেই কারণেই এমন ফন্দি এঁটেছে কুমিরটি। তাকে বাঁচানোর জন্য কেউ যদি জলে ঝাঁপ দিত তা হলেই কেলেঙ্কারি। তা হলেই তার দিকে ধেয়ে যেতে পারবে কুমিরটি। সেইমতো পরিকল্পনা করেছিল কুমিরটি।
আরও পড়ুন- স্ত্রী-বান্ধবীদের নিয়ে আর পুরো সফরে থাকতে পারবেন না রোহিত-কোহলিরা, কড়া বিসিসিআই
এদিকে, ভিডিও দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। একজন লিখেছেন, ‘এতদিন কুমিরের কান্না দেখেছি। এখন কুমিরের নাটকও দেখে নিলাম।’
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
জল থেকে উঠে আছে দুটো হাত! যেন কেউ ডুবে যাচ্ছে! আসলে 'নাটক', বড় 'ফাঁদ'
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement