IND vs AUS: 'অশুভ শক্তির' প্রকোপ টিম ইন্ডিয়ার উপর? ২ বছর কেটে গেলেও বদলাচ্ছে না ভাগ্য! জেনে নিন বিস্তারিত

Last Updated:

IND vs AUS 1st ODI: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পার্থের অপটাস স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের সূচনা হয়েছে। ২ বছর ধরে দুর্ভাগ্য তাড়া করে বেড়াচ্ছে ভারতীয় দলকে।

News18
News18
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পার্থের অপটাস স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের সূচনা হয়েছে। এই ম্যাচে ভারতের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান, রোহিত শর্মা এবং বিরাট কোহলি, সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এলেও নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন। রোহিত ৮ রানে আউট হন, আর বিরাট কোহলি খাতাই খুলতে পারেননি। বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক শুভমান গিলও। টপ অর্ডারের ব্যর্থতার ফলে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।
সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল টস নিয়ে ভারতীয় দলের দীর্ঘদিনের দুর্ভাগ্য। অধিনায়ক বদলালেও একদিনের ক্রিকেটে টস না জেতার ভাগ্য পাল্টায়নি ভারতের। পার্থের ম্যাচেও ভারত টস হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। এটি পরপর ১৬তম ওয়ানডে ম্যাচ, যেখানে ভারত টস জিততে ব্যর্থ হয়েছে। সর্বশেষ টস জয় এসেছিল ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর থেকে দুই বছর কেটে গেলেও ভারতের টস জয়ের মুখ দেখা হয়নি।
advertisement
advertisement
এই ম্যাচে অধিনায়ক হিসেবে ওয়ানডে অভিষেক করলেন তরুণ শুভমান গিল। অনেকেরই আশা ছিল, তাঁর নেতৃত্বে এই টস দুর্ভাগ্যের অবসান হবে। কিন্তু বাস্তবে তা ঘটেনি। টস হেরে অস্ট্রেলিয়া বোলিংয়ের সিদ্ধান্ত নিলে গিল বলেন, “এই আবহাওয়ায় আমিও বোলিংই নিতাম। উইকেট ভালো, আশা করছি আমরা রান তুলতে পারব।”
advertisement
ভারতীয় দলে এখন অভিজ্ঞতা ও প্রতিভার ভালো সংমিশ্রণ রয়েছে। তবে ধারাবাহিক টস পরাজয় এবং গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের ফর্মহীনতা দলের ওপর চাপ তৈরি করছে। শুভমান গিলের নেতৃত্বে দল কতটা ঘুরে দাঁড়াতে পারে, তা নির্ভর করবে পরবর্তী ইনিংস এবং বোলিং পারফরম্যান্সের উপর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: 'অশুভ শক্তির' প্রকোপ টিম ইন্ডিয়ার উপর? ২ বছর কেটে গেলেও বদলাচ্ছে না ভাগ্য! জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement