মদ শেষ করে দিল জীবন! সেই কাম্বলির সঙ্গে দেখা আরেক 'ব্যাড বয়'-এর, ভিড় জমে গেল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Vinod kambli meets Prithvi Shaw- ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিনোদ কাম্বলির সঙ্গে দেখা হল পৃথ্বী শ-এর। কথা হল দুজনের।
advertisement
advertisement
কাম্বলি গত মাসে তাঁর শৈশবের বন্ধু সচিন তেন্ডুলকরের সঙ্গে আইকনিক শিবাজি পার্কে কিংবদন্তি ক্রিকেট কোচ রমাকান্ত আচরেকারের একটি স্মারক উন্মোচন করার সময় সকলের নজর কেড়েছিলেন। তবে সে সময়ে কাম্বলির স্বাস্থ্য ভাল ছিল না, একাধিক প্রাক্তন ক্রিকেটার কাম্বলির স্বাস্থ্য নিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার পরই একাধিক শারীরিক সমস্যা নিয়ে কাম্বলি হাসপাতালে ভর্তি হন।
advertisement
advertisement
পৃথ্বীর বর্তমান পারফরম্যান্স হতাশাজনক। কিন্তু তাঁর প্রতিভা নিয়ে সবাই একই কথা বলেছিলেন একটা সময়। সেই পৃথ্বী শ-এর নাম কি এবার ভারতীয় ক্রিকেট থেকে মুছে যেতে বসেছে! পরিস্থিতি কিন্তু তেমনই। তবে সম্প্রতি তিনি নিজেকে ক্রিকেটে ফিরিয়ে আনার জন্য পরিশ্রম শুরু করেছেন। আইপিএলে দল না পাওয়া পৃথ্বীর এবার নতুন লড়াই।
advertisement
একসময় পৃথ্বীকে কোচিং করিয়েছেন জাওয়ালা সিং। তাঁর মতে, পৃথ্বীর পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ছিল। এটাই বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। জাওয়ালা বলেন, “পৃথ্বী ২০১৫ সালে আমার কাছে আসে। তিন বছর ছিলেন। পরের বছর অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফি খেলেছিল। বড় রানও করে। আমিও ওঁর জন্য প্রচুর খেটেছি। পৃথ্বী শুরু থেকেই প্রতিভাবান। তবে পুরো কৃতিত্ব আমার নয়। অনেক কোচ ওঁর জন্য কাজ করেছেন। তবে সেই সময় শুধু আমি ছিলাম। এরপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেন পৃথ্বী। আমার কোনও ছাত্র এই পর্যায়ে খেলছে, খুব উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু তারপর থেকে আমি আর পৃথ্বীকে দেখিনি। সেটা ছিল ২০১৭, আর এখন ২০২৪, আমার কাছে আর আসেনি।”