Smallest washing machine: দেশলাইয়ের বাক্সের মতো সাইজ, বিশ্বের ক্ষুদ্রতম ওয়াশিং মেশিন বানালেন এক ভারতীয়! কাপড়ও কাচা যায়

Last Updated:

এই ওয়াশিং মেশিনটির আকার খুব বেশি হলে একটি দেশলাইয়ের বাক্সের মতো হবে৷

সাই তিরুমালানিদি এবং তাঁর তৈরি ওয়াশিং মেশিন৷
সাই তিরুমালানিদি এবং তাঁর তৈরি ওয়াশিং মেশিন৷
কলকাতা: বিশ্বের ক্ষুদ্রতম ওয়াশিং মেশিন বানিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন এক ভারতীয়৷ যে ব্যক্তি এই কৃতিত্ব অর্জন করেছেন, তাঁর নাম সাই তিরুমালানিদি৷
গত বছর ১৭ জুন তিনি এই গিনেস বুকের খাতায় নাম তুলেছিলেন৷ কিন্তু সম্প্রতি গিনেস কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে ক্ষুদ্রতম ওয়াশিং মেশিন নিয়ে একটি ভিডিও শেয়ার করার পরই বিষয়টি প্রকাশ্যে আসে৷
advertisement
advertisement
এই ভিডিওতে দেখা যাচ্ছে, সাই তিরুমালানিডি কীভাবে ছোট্ট এই ওয়াশিং মেশিন তৈরি করছেন৷ এই ওয়াশিং মেশিনটির আকার খুব বেশি হলে একটি দেশলাইয়ের বাক্সের মতো হবে৷ তার থেকেও বড় কথা, ছোট্ট এই ওয়াশিং মেশিনটি কাজও করে৷
advertisement
ছোট ছোট যন্ত্রাংশ জুড়ে সাই নিজের ওয়াশিং মেশিনটি তৈরি করেন৷ প্রথমে মোটর বসিয়ে তার পর অন্যান্য অংশ জুড়তে থাকেন তিনি৷ সুইচ এবং পাইপও জোড়েন তিনি৷ সবশেষে ওয়াশিং মেশিনের মধ্যে জল এবং ছোট ছোট ময়লা কাপড়ের টুকরো দিয়ে পরীক্ষা করেন ওই ব্যক্তি৷
ভি়ডিওতে সাই প্রমাণ করে দেখিয়েছেন, বড় ওয়াশিং মেশিনের মতোই তাঁর এই ছোট্ট ওয়াশিং মেশিনটিও কাজ করে৷ কাপড় যে পরিষ্কার হয়েছে, সেটিও ভিডিওতে দেখিয়েছেন তিনি৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Smallest washing machine: দেশলাইয়ের বাক্সের মতো সাইজ, বিশ্বের ক্ষুদ্রতম ওয়াশিং মেশিন বানালেন এক ভারতীয়! কাপড়ও কাচা যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement