India alliance: ইন্ডিয়া জোটে হঠাৎ আশার আলো, আরও চার রাজ্যে হল আসন রফা! বাংলাতেও খেলা ঘুরবে৷?

Last Updated:

পর পর বেশ কয়েকটি রাজ্যে আসন রফা চূড়ান্ত হয়ে যাওয়ার পরই ফের পশ্চিমবঙ্গে জোট সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে৷

বাংলাতেও ঘুরে দাঁড়াবে জোট?
বাংলাতেও ঘুরে দাঁড়াবে জোট?
নয়াদিল্লি: চণ্ডীগড়ের মেয়র পদে আপ প্রার্থীর জয়ের পরই হঠাৎ দিশাহীন ইন্ডিয়া জোটে নতুন তৎপরতা৷ চার রাজ্যে আম আদমি পার্টির সঙ্গে আসন রফা চূড়ান্ত করে ফেলল কংগ্রেস৷ পঞ্জাবে জোট ভেস্তে গেলেও দিল্লি, গুজরাত, গোয়া এবং হরিয়ানায় আসন রফা চূড়ান্ত করে ফেলল দুই দল৷
যে ভাবে একের পর এক রাজ্যে ইন্ডিয়া জোট ধাক্কা খাচ্ছিল, তাতে উত্তর প্রদেশের পর আরও চার রাজ্যে কংগ্রেস এবং আপ আসন রফা চূড়ান্ত করে ফেলায় বিরোধী শিবিরে নতুন আশার আলো দেখা দেখা যাচ্ছে৷ সূত্রের খবর, দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে চারটিতে লড়বে আম আদমি পার্টি৷ বাকি তিনটি আসনে লড়বে কংগ্রেস৷ ২০১৯ এই সাতটি আসনেই জয়ী হয়েছিল বিজেপি৷
advertisement
advertisement
অন্যদিকে গুজরাতে আম আদমি পার্টি দুটি আসনে লড়বে৷ চণ্ডীগড় এবং দক্ষিণ গোয়া আসন দুটি পাবে কংগ্রেস৷ এর বিনিময়ে হরিয়ানায় অন্তত একটি আসন আপকে ছাড়বে কংগ্রেস৷ তবে পঞ্জাবে সবকটি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছে না আপ৷
advertisement
উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের আসন রফা চূড়ান্ত হয়ে যাওয়াটাই ইন্ডিয়া জোটের অন্যতম বড় সাফল্য ছিল৷ উত্তর প্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৬৩টিতে লড়বে সমাজবাদী পার্টি৷ বাকি ১৭টি আসনে লড়বে কংগ্রেস৷ মহারাষ্ট্রেও আপ, কংগ্রেস এবং শরদ পাওয়ার শিবিরের এনসিপি-র মধ্যে আসন রফার প্রক্রিয়া অনেকটাই এগিয়ে রয়েছে৷
পর পর বেশ কয়েকটি রাজ্যে আসন রফা চূড়ান্ত হয়ে যাওয়ার পরই ফের পশ্চিমবঙ্গে জোট সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে৷ কারণ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন, কংগ্রেস তাঁর শর্তে রাজি না হওয়ায় বাংলায় তৃণমূল একাই বিয়াল্লিশটি আসনে লড়বে বলে জানিয়ে দিয়েছেন৷ তবে তৃণমূলের একটি সূত্র দাবি করেছে, যদি কংগ্রেস তৃণমূলকে অসম এবং মেঘালয়ে একটি করে আসন ছাড়ে তাহলে এ রাজ্যে তৃণমূলও কংগ্রেসকে তিনটি আসন ছাড়ার কথা ভেবে দেখবে৷
advertisement
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এ রাজ্য কংগ্রেসকে মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ আসন দুটি তিনি ছাড়তে রাজি ছিলেন৷ কিন্তু কংগ্রেস নেতৃত্বে সেই প্রস্তাবে রাজি না হওয়ায় বাংলায় জোট না করার কথা জানিয়ে দিয়েছিলেন তৃণমূলনেত্রী৷
তবে তৃণমূলের সঙ্গে জোট প্রক্রিয়া থমকে গেলেও তাৎপর্যপূর্ণ ভাবে বামেদের সঙ্গে জোট করার ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করেনি কংগ্রেস৷ বরং বার বারই কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দাবি করেছে, বাংলায় তৃণমূলের সঙ্গে জোট করার বিষয়ে আশাবাদী তারা৷ এবার একাধিক রাজ্য আসন সমঝোতা ইতিবাচক পথে এগনোয় বাংলা নিয়েও কংগ্রেস হাইকম্যান্ড নতুন করে তৎপরতা দেখায় কি না, তা নিয়েই রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
India alliance: ইন্ডিয়া জোটে হঠাৎ আশার আলো, আরও চার রাজ্যে হল আসন রফা! বাংলাতেও খেলা ঘুরবে৷?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement