PM Modi: লোকসভা নির্বাচনের প্রচার বাংলা থেকেই শুরু করছেন মোদি, মার্চেই বাংলায় বেশ কয়েকটি সভা করার কথা প্রধানমন্ত্রীর

Last Updated:

বিজেপি সূত্রে খবর, আগামী ১ মার্চ আরামবাগে সভা করবেন মোদি ৷ এরপর ৬ তারিখ বারাসতে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷

লোকসভা নির্বাচনের প্রচার বাংলা থেকেই শুরু করছেন মোদি
লোকসভা নির্বাচনের প্রচার বাংলা থেকেই শুরু করছেন মোদি
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: মার্চের শুরুতেই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিজেপি সূত্রে খবর, আগামী ১ মার্চ আরামবাগে সভা করবেন মোদি ৷ এরপর ৬ তারিখ বারাসতে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে বারাসতে মহিলা ন্যায় সমাবেশের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি। আর সেই সমাবেশেই বক্তব্য রাখবেন মোদি বলে বিজেপি সূত্রের খবর। এর পাশাপাশি ২ মার্চ কৃষ্ণনগরেও জনসভা করতে পারেন মোদি। খবর বিজেপি সূত্রে। তেমনটা হলে মার্চের প্রথম সপ্তাহেই বাংলায় তিন তিনটি সভা করার কথা নরেন্দ্র মোদির ৷
গত শনিবার দিল্লিতে বিজেপির দু’দিনের রাষ্ট্রীয় অধিবেশনের আয়োজন করা হয়েছিল। বাংলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে বারাসতে মহিলা সমাবেশের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নেতৃত্ব বলেই খবর বিজেপি সূত্রের। প্রথমে ঠিক হয়, আগামী ৭ মার্চ বারাসতে বিজেপির দলীয় সভায় উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি। পরবর্তীকাল এক দিন এগিয়ে আনা হল সেই সভা।
advertisement
advertisement
সন্দেশখালি ইস্যুতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। সন্দেশখালির আঁচ গিয়ে পড়েছে দিল্লিতেও। দু’দিনের বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে রাজনৈতিক প্রস্তাব পেশ করার সময় রাজনাথ সিং-এর মুখে উঠে এসেছে সন্দেশখালির মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ প্রসঙ্গ। এই প্রেক্ষাপটে এবার প্রধানমন্ত্রীকে বঙ্গ সফরে এনে লোকসভা নির্বাচনে মহিলাদের মন পেতে এখন মরিয়া বঙ্গ পদ্ম শিবির বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। সন্দেশখালির ঘটনাকে হাতিয়ার করে বিজেপির মহিলা মোর্চা তারাও রাজ্যজুড়ে মহিলা সুরক্ষা ইস্যুকে সামনে রেখে বিশেষ প্রচারে নামতে চলেছে বলে জানা গিয়েছে।
advertisement
বিগত নির্বাচনগুলিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মহিলাদের একটা বড় অংশের সমর্থন পেয়েছে। মহিলাদের সমর্থন না পেলে যে আগামী লোকসভা নির্বাচনে ভাল ফল করা কার্যত অসম্ভব সে কথা মাথায় রেখেই এবার মহিলা ন্যায় সমাবেশের মাধ্যমে খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারাসতের মাটিতে হাজির করানো মহিলাদের পাশে থাকার বঙ্গ বিজেপির কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
PM Modi: লোকসভা নির্বাচনের প্রচার বাংলা থেকেই শুরু করছেন মোদি, মার্চেই বাংলায় বেশ কয়েকটি সভা করার কথা প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement