Mid Day Meal: রাজ্যের মিড ডে মিলকেই ‘মডেল’ বলে আখ্যা, ভূয়সী প্রশংসা কেন্দ্রের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal Government Mid Day Meal Model: রাজ্যের মিড ডে মিলকেই ‘মডেল’ বলে আখ্যা কেন্দ্রের। কেন্দ্র ও রাজ্য সচিব পর্যায়ের বৈঠকে রাজ্যের প্রশংসাই এদিন করা হয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রাজ্যের মিড ডে মিলের প্রশংসা কেন্দ্রের। রাজ্যের মিড ডে মিলকেই ‘মডেল’ বলে আখ্যা কেন্দ্রের। কেন্দ্র ও রাজ্য সচিব পর্যায়ের বৈঠকে রাজ্যের প্রশংসাই এদিন করা হয়েছে।
মিড ডে মিলে টাকার ব্যবহারে রাজ্যের ভূয়সী প্রশংসা কেন্দ্রের। প্রসঙ্গত, মিড ডে মিল নিয়ে এর আগে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। কিন্তু এবার সরাসরি মিড ডে মিল নিয়ে রাজ্যের মডেলকেই প্রশংসা করল কেন্দ্র ৷
advertisement
advertisement
pic.twitter.com/DNSTnXh6oz
— Bratya Basu (@basu_bratya) February 23, 2024
এর পাশাপাশি ফের রাজ্যকে টাকা বরাদ্দও করা হল। এবার সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে রাজ্যের জন্য টাকা বরাদ্দ কেন্দ্রের। মোট চার হাজার কোটি টাকা রাজ্যকে বরাদ্দ করল কেন্দ্র। স্কুলের পরিকাঠামো ও মিড ডে মিলের ব্যয় নির্মাণে ব্যবহার হবে এই টাকা। উল্লেখযোগ্য বিষয় হল, বিজেপির রাজ্য নেতাদের আপত্তি সত্ত্বেও রাজ্যকে টাকা বরাদ্দ কেন্দ্রের।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 23, 2024 11:33 AM IST