India Railways : ভারতের একমাত্র নাম ছাড়া রেলস্টেশন, আছে এই বাংলাতেই! শুনলে অবাক হবেন

Last Updated:

Indian Railways- ভারতে বেশিরভাগ স্টেশনে হলুদের ওপর কালো দিয়ে লেখা থাকে স্টেশনটির নাম। এছাড়া টিনের বোর্ডে বা যাত্রীদের দাঁড়ানোর জন্য ছাউনির উপর রেলস্টেশনের নাম লেখা থাকে।

News18
News18
কলকাতা : ট্রেনে করে চললেন কোথাও! ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে দেখতে চাইলেন, কোন স্টেশন! অনেক সময় অজানা স্টেশনের নামও আমাদের জানতে ইচ্ছে করে। কিন্তু কখনও যদি দেখেন, রেলস্টেশনে থাকা হলুদ বড় বোর্ডে একটি স্টেশনের নামের জায়গা ফাঁকা! অর্থাৎ স্টেশনের কোনও নামই নেই!
ভারতে বেশিরভাগ স্টেশনে হলুদের ওপর কালো দিয়ে লেখা থাকে স্টেশনটির নাম। এছাড়া টিনের বোর্ডে বা যাত্রীদের দাঁড়ানোর জন্য ছাউনির উপর রেলস্টেশনের নাম লেখা থাকে। কিন্তু জানেন কি, ভারতে এমনও একটি রেলস্টেশন রয়েছে যার কোনও নাম নেই। আর সেই স্টেশন রয়েছে এই পশ্চিমবঙ্গেই।
বর্ধমান জেলায় অবস্থিত এই নামহীন স্টেশন। বর্ধমান জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে রায়না নামে একটি গ্রামে অবস্থিত এই স্টেশন। জানা যায়, ভারতীয় রেল ২০০৮ সালে এই গ্রামে একটি রেলওয়ে স্টেশন তৈরি করে। ওই স্টেশনের নামকরণ নাকি করা হয়নি আজও! দেশের একমাত্র রেলওয়ে স্টেশন যার নামকরণ করা হয়নি।
advertisement
advertisement
এখন প্রশ্ন হল, ওই স্টেশনের নাম রাখা হল না কেন? বিভিন্ন সূত্র মারফত জানা যায়, ওই স্টেশন নিয়ে রায়না এবং রায়নগর গ্রামের মধ্যে মতবিরোধ ছিল। সেই কারণে নামকরণ করা যায়নি। ২০০৮ সালের আগে রায়নগর রেলওয়ে স্টেশন নামে একটি স্টেশন ছিল। রায়নগর নাম নিয়ে আপত্তি ছিল গ্রামবাসীদের। ওই স্টেশন থেকে ২০০ মিটার দূরে একটি ন্যারোগেজ রুট ছিল। সেটিকে বলা হত বাঁকুড়া-দামোদর রেলওয়ে রুট।
advertisement
আরও পড়ুন- ভয়ঙ্কর ভূমিকম্প, সুনামি হতে পারে! কোন প্রাণী সবার আগে টের পায়? বিপর্যয়ের আগে জেনে নিন
এর পর সেখানে ব্রডগেজ চালু হয়। তখন রায়না গ্রামের কাছে একটি নতুন রেলস্টেশন তৈরি হয়। তার পর সেটি মশাগ্রামের কাছে হাওড়া-বর্ধমান রুটের সঙ্গে যুক্ত হয়। স্টেশনের নামকরণ শুরু হলে রায়না গ্রামের লোকেরা এর নাম রায়নগর না করার দাবি তোলেন। গ্রামবাসীর বাধায় নামটা না হল রায়না, না রায়নগর!
advertisement
বাঁকুড়া-মশাগ্রাম রুটের ওই স্টেশনে দিনে ৬ বার থামে ট্রেন। যদি কোনও যাত্রী ট্রেন ধরতে এই স্টেশনে আসেন, নামহীন স্টেশন দেখে অবাকই হবেন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
India Railways : ভারতের একমাত্র নাম ছাড়া রেলস্টেশন, আছে এই বাংলাতেই! শুনলে অবাক হবেন
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement