Earthquake : ভয়ঙ্কর ভূমিকম্প, সুনামি হতে পারে! কোন প্রাণী সবার আগে টের পায়? বিপর্যয়ের আগে জেনে নিন

Last Updated:
Tsunami Alert- বিজ্ঞানীরা বলেন, মাছ নাকি আগে থেকে বুঝে যায়, ভূমিকম্প হতে পারে। ভয়ঙ্কর সুনামির সময় অনেকেই দেখেছিলেন, পুকুর বা জলাশয় থেকে বহু মাছ লাফিয়ে ডাঙায় চলে আসছিল।
1/6
পশুদের ইন্দ্রিয় শক্তি আশ্চর্যজনক। কিছু দিক থেকে মানুষের থেকেও অনেক উন্নত! প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমিকম্প, সুনামি বা ঝড় আসার অনেক আগেই কিছু নির্দিষ্ট প্রাণী অনুভব করতে পারে।তারা অস্বাভাবিক আচরণ করে, দৌড়ে পালিয়ে যায়, অথবা অদ্ভুত শব্দ করতে শুরু করে। চলুন, এমন ৬টি প্রাণীর সঙ্গে পরিচিত হই, যারা প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সঙ্কেত পায়।
পশুদের ইন্দ্রিয় শক্তি আশ্চর্যজনক। কিছু দিক থেকে মানুষের থেকেও অনেক উন্নত! প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমিকম্প, সুনামি বা ঝড় আসার অনেক আগেই কিছু নির্দিষ্ট প্রাণী অনুভব করতে পারে।তারা অস্বাভাবিক আচরণ করে, দৌড়ে পালিয়ে যায়, অথবা অদ্ভুত শব্দ করতে শুরু করে। চলুন, এমন ৬টি প্রাণীর সঙ্গে পরিচিত হই, যারা প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সঙ্কেত পায়।
advertisement
2/6
পাখিরা বাতাস ও মাটির পরিবর্তন অনুভব করতে পারে। ঝড় বা ভূমিকম্পের আগে তারা হঠাৎ উড়ে যেতে পারে বা তাদের ওড়ার পথ পরিবর্তন করতে পারে।পাখিদের এমন আচরণ আগাম সতর্কতার ইঙ্গিত হতে পারে।
পাখিরা বাতাস ও মাটির পরিবর্তন অনুভব করতে পারে। ঝড় বা ভূমিকম্পের আগে তারা হঠাৎ উড়ে যেতে পারে বা তাদের ওড়ার পথ পরিবর্তন করতে পারে।পাখিদের এমন আচরণ আগাম সতর্কতার ইঙ্গিত হতে পারে।
advertisement
3/6
বিড়ালরা চারপাশের ছোট ছোট পরিবর্তন খুব সহজে টের পায়। ঝড় বা ভূমিকম্পের আগে তারা লুকিয়ে পড়তে পারে, জোরে মিউ মিউ করতে পারে, বা অদ্ভুত আচরণ করতে পারে।বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্কেত দিতে পারে বিড়াল।
বিড়ালরা চারপাশের ছোট ছোট পরিবর্তন খুব সহজে টের পায়। ঝড় বা ভূমিকম্পের আগে তারা লুকিয়ে পড়তে পারে, জোরে মিউ মিউ করতে পারে, বা অদ্ভুত আচরণ করতে পারে।বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্কেত দিতে পারে বিড়াল।
advertisement
4/6
কুকুরের কান ও নাক অত্যন্ত প্রখর। তারা মানুষের আগেই মাটির সামান্য কাঁপুনিও টের পায়। যদি কোনও কুকুর হঠাৎ জোরে ডাকতে করা শুরু করে, কাঁদতে থাকে বা ভয় পেয়ে যায়, তবে সেটা ভূমিকম্পের আগাম সতর্কতা হতে পারে।
কুকুরের কান ও নাক অত্যন্ত প্রখর। তারা মানুষের আগেই মাটির সামান্য কাঁপুনিও টের পায়। যদি কোনও কুকুর হঠাৎ জোরে ডাকতে করা শুরু করে, কাঁদতে থাকে বা ভয় পেয়ে যায়, তবে সেটা ভূমিকম্পের আগাম সতর্কতা হতে পারে।
advertisement
5/6
বিজ্ঞানীরা বলেন, মাছ নাকি আগে থেকে বুঝে যায়, ভূমিকম্প হতে পারে। ভয়ঙ্কর সুনামির সময় অনেকেই দেখেছিলেন, পুকুর বা জলাশয় থেকে বহু মাছ লাফিয়ে ডাঙায় চলে আসছিল। বিজ্ঞানীদের একাংশের দাবি, কিছু মাছ গভীর জলের পরিবর্তন অনুভব করতে পারে। জলের নিচে ভূমিকম্প বা সুনামির আগে তারা ডাঙায় উঠে আসতে পারে বা অস্বাভাবিক আচরণ করতে পারে। জেলেরা প্রাকৃতিক দুর্যোগের আগে এমন অদ্ভুত মাছের আচরণ অনেকবার লক্ষ্য করেছেন।
বিজ্ঞানীরা বলেন, মাছ নাকি আগে থেকে বুঝে যায়, ভূমিকম্প হতে পারে। ভয়ঙ্কর সুনামির সময় অনেকেই দেখেছিলেন, পুকুর বা জলাশয় থেকে বহু মাছ লাফিয়ে ডাঙায় চলে আসছিল। বিজ্ঞানীদের একাংশের দাবি, কিছু মাছ গভীর জলের পরিবর্তন অনুভব করতে পারে। জলের নিচে ভূমিকম্প বা সুনামির আগে তারা ডাঙায় উঠে আসতে পারে বা অস্বাভাবিক আচরণ করতে পারে। জেলেরা প্রাকৃতিক দুর্যোগের আগে এমন অদ্ভুত মাছের আচরণ অনেকবার লক্ষ্য করেছেন।
advertisement
6/6
হাতিরা অনেক দূরের শব্দ শুনতে পায়। ২০০৪ সালের সুনামির আগেও কিছু হাতি উঁচু জমির দিকে চলে গিয়েছিল।অনেকের বিশ্বাস, তারা আগেই বিপদের আভাস পেয়ে নিরাপদে থাকার জন্য দৌড়ে গিয়েছিল।
হাতিরা অনেক দূরের শব্দ শুনতে পায়। ২০০৪ সালের সুনামির আগেও কিছু হাতি উঁচু জমির দিকে চলে গিয়েছিল। অনেকের বিশ্বাস, তারা আগেই বিপদের আভাস পেয়ে নিরাপদে থাকার জন্য দৌড়ে গিয়েছিল।
advertisement
advertisement
advertisement