Earthquake : ভয়ঙ্কর ভূমিকম্প, সুনামি হতে পারে! কোন প্রাণী সবার আগে টের পায়? বিপর্যয়ের আগে জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Tsunami Alert- বিজ্ঞানীরা বলেন, মাছ নাকি আগে থেকে বুঝে যায়, ভূমিকম্প হতে পারে। ভয়ঙ্কর সুনামির সময় অনেকেই দেখেছিলেন, পুকুর বা জলাশয় থেকে বহু মাছ লাফিয়ে ডাঙায় চলে আসছিল।
পশুদের ইন্দ্রিয় শক্তি আশ্চর্যজনক। কিছু দিক থেকে মানুষের থেকেও অনেক উন্নত! প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমিকম্প, সুনামি বা ঝড় আসার অনেক আগেই কিছু নির্দিষ্ট প্রাণী অনুভব করতে পারে।তারা অস্বাভাবিক আচরণ করে, দৌড়ে পালিয়ে যায়, অথবা অদ্ভুত শব্দ করতে শুরু করে। চলুন, এমন ৬টি প্রাণীর সঙ্গে পরিচিত হই, যারা প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সঙ্কেত পায়।
advertisement
advertisement
advertisement
advertisement
বিজ্ঞানীরা বলেন, মাছ নাকি আগে থেকে বুঝে যায়, ভূমিকম্প হতে পারে। ভয়ঙ্কর সুনামির সময় অনেকেই দেখেছিলেন, পুকুর বা জলাশয় থেকে বহু মাছ লাফিয়ে ডাঙায় চলে আসছিল। বিজ্ঞানীদের একাংশের দাবি, কিছু মাছ গভীর জলের পরিবর্তন অনুভব করতে পারে। জলের নিচে ভূমিকম্প বা সুনামির আগে তারা ডাঙায় উঠে আসতে পারে বা অস্বাভাবিক আচরণ করতে পারে। জেলেরা প্রাকৃতিক দুর্যোগের আগে এমন অদ্ভুত মাছের আচরণ অনেকবার লক্ষ্য করেছেন।
advertisement