Indian National Anthem: স্বাধীনতা দিবসের দিন ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে চমকে দিলেন 'অসুস্থ' আমেরিকান কিশোর! দেখুন সেই ভিডিও...

Last Updated:

Indian National Anthem: ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে ১৭ বছরের এক আমেরিকান কিশোর গ্যাব মেরিট "জন গণ মন" গেয়ে ভারতীয়দের মন জয় করে নেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে প্রশংসা কুড়িয়েছে দেশ-বিদেশে...

স্বাধীনতা দিবসের দিন ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে চমকে দিলেন 'অসুস্থ' আমেরিকান কিশোর! দেখুন সেই ভিডিও...
স্বাধীনতা দিবসের দিন ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে চমকে দিলেন 'অসুস্থ' আমেরিকান কিশোর! দেখুন সেই ভিডিও...
National Anthem of India: ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস (১৫ আগস্ট, শুক্রবার) উদ্‌যাপনের মধ্যেই, একজন আমেরিকান কিশোরের “জন গণ মন” পরিবেশনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ১৭ বছর বয়সী গ্যাব মেরিট (Gabe Merritt) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি গভীর আবেগ ও শ্রদ্ধার সঙ্গে গেয়ে শোনান।
এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দিশা পন্সুরিয়া, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন। ভিডিওর ওপরে লেখা ছিল, “যখন একজন ১৭ বছর বয়সী আমেরিকান ভারতের জাতীয় সঙ্গীত গায়, তখন গর্ব হয়।”
advertisement
দিশা জানান, গ্যাব পৃথিবীর বহু দেশের জাতীয় সঙ্গীত মুখস্থ করেছেন, তবে ভারতের জাতীয় সঙ্গীত তার প্রিয়।
advertisement
তিনি ক্যাপশনে লেখেন, “ওহ মাই গড! আমার হৃদয়টা হাসল। সে সত্যিই অসাধারণ। ও প্রায় প্রতিটি দেশের জাতীয় সঙ্গীত জানে, কিন্তু @india তার প্রিয়! আমি প্রার্থনা করি এবং কামনা করি তার প্রতিভা অনেক দূর পর্যন্ত পৌঁছাক!”
শেষ খবর অনুযায়ী, ভিডিওটি ইতিমধ্যে ৬০,০০০ এরও বেশি বার দেখা হয়েছে এবং শত শত মন্তব্য পেয়েছে। অধিকাংশ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাই এই কিশোরের আবেগঘন কণ্ঠে ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য প্রশংসা করেছেন।
advertisement
একজন লিখেছেন, “এই মুহূর্তটি সত্যিই গর্বের।” অন্য একজন মন্তব্য করেছেন, “দারুণ ভাই। আমার ও ভারতের পক্ষ থেকে অনেক ভালোবাসা। আমি তোমাকে ভারত সফরের আমন্ত্রণ জানাই।”
আরেকজন বলেন, “আজকের দিনে দেখা সেরা জিনিস এটি।”
advertisement

 

View this post on Instagram

 

A post shared by Disha pansuriya (@dishakpansuriya)

advertisement
নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১১ সালের ১১ ডিসেম্বর বাংলায় রচনা করেন “ভারতো ভাগ্য বিধাতা” শিরোনামে গানটি। গানটির প্রথম স্তবক ১৯৫০ সালের ২৪ জানুয়ারি ভারতীয় সংবিধান সভা কর্তৃক জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়।
উল্লেখযোগ্যভাবে, ১৯৪৭ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের প্রতিনিধিদল “জন গণ মন” এর রেকর্ডিং উপস্থাপন করেন ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Indian National Anthem: স্বাধীনতা দিবসের দিন ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে চমকে দিলেন 'অসুস্থ' আমেরিকান কিশোর! দেখুন সেই ভিডিও...
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement