IRCTC Ticket Cancellation Charges: ট্রেনের কনফার্ম টিকিট বাতিল করলে কত টাকা কাটা যেতে পারে জানেন! জানুন পুরো হিসাব...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
IRCTC Ticket Cancellation Charges: IRCTC কনফার্মড ট্রেন টিকিট বাতিলে চার্জ কত কাটে, রিফান্ড কবে ও কিভাবে মেলে, তৎকাল টিকিট রিফান্ডের নিয়ম, এবং ট্রেন বাতিল হলে পূর্ণ ভাড়া ফেরতের শর্ত—সব তথ্য একসাথে জানুন...
advertisement
ই-টিকিট বাতিল করতে এখন আর কোথাও যাওয়ার দরকার নেই। IRCTC-র ওয়েবসাইট বা অ্যাপে লগইন করে আপনার বুক করা টিকিটে (Confirmed IRCTC Ticket) ক্লিক করুন এবং কয়েক মিনিটের মধ্যেই বাতিল হয়ে যাবে। চার্ট তৈরি হওয়ার আগে এবং পরে—দুই সময়েই বাতিলের আবেদন করা যায়। তবে চার্ট তৈরি হওয়ার পরে সরাসরি রিফান্ড পাওয়া যাবে না, বরং TDR ফাইল করতে হবে।
advertisement
advertisement
টাকা কাটার হিসাব – ৪৮ ঘণ্টার বেশি আগে এসি ফার্স্ট ক্লাস / এক্সিকিউটিভ ক্লাস – ২৪০ টাকা, এসি ২ টিয়ার / ফার্স্ট ক্লাস – ২০০ টাকা, এসি ৩ টিয়ার / এসি চেয়ার কার / এসি ৩ ইকোনমি – ১৮০ টাকা স্লিপার ক্লাস – ১২০ টাকা, সেকেন্ড ক্লাস – ৬০ টাকা, ৪৮ থেকে ১২ ঘণ্টা আগে - ভাড়ার ২৫% টাকা চার্জ কাটা হবে, তবে উপরের উল্লেখিত ন্যূনতম চার্জের কম হবে না।
advertisement
advertisement
advertisement
advertisement