Robot: রোবটের হাতে মৃত্যু হয়েছে মানুষের, একবার নয় বারবার, জানেন কোথায় কীভাবে? রইল ভয়ঙ্কর তথ্য
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
Robot killed man: ঘরের কাজ হোক কিংবা সঙ্গী হিসাবে যেকোনো কাজে রোবটকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু, জানেন কি রোবটও একবার এক মানুষকে খুন করেছিল। হ্যাঁ। এটা সত্যি, আইএফএলসাইন্সের রিপোর্ট অনুযায়ী ইতিহাসে প্রথমবার রোবট একজন মানুষকে হত্যা করে আজ থেকে ৪৫ বছর আগে ১৯৭৯ সালে। রিপোর্ট অনুযায়ী, রবার্ট উইলিয়ামস প্রথম সেই অভাগা ব্যক্তি যিনি রোবটের হাতে মারা যান।
কলকাতা: অনেক কল্পবিজ্ঞানের (sci-fi) গল্পেই দেখা যায় কৃত্তিম বুদ্ধিমত্তা বা রোবট ধীরে ধীরে গোটা পৃথিবীর উপরেই নিজেদের আধিপত্য কায়েম করে ফেলছে। শুধু কল্পবিজ্ঞানের সিনেমা বা উপন্যাসেও একই ধারা লক্ষ্য করা গিয়েছে বিগত বহু বছর ধরেই। মানুষ আর যন্ত্রের যে বিবাদ তা নিয়ে পরবর্তীতে সমসার সৃষ্টি করতে পারে তা মেনে নিয়েছেন বিজ্ঞানীরাও। প্রতিনিয়ত যে ভাবে প্রযুক্তি উন্নত হয়ে চলেছে তার ফলে রোবট মানুষের জীবনে মুখ্য ভুমিকা পালন করেছে।
ঘরের কাজ হোক কিংবা সঙ্গী হিসাবে যেকোনো কাজে রোবটকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু, জানেন কি রোবটও একবার এক মানুষকে খুন করেছিল। হ্যাঁ। এটা সত্যি, আইএফএলসাইন্সের রিপোর্ট অনুযায়ী ইতিহাসে প্রথমবার রোবট একজন মানুষকে হত্যা করে আজ থেকে ৪৫ বছর আগে ১৯৭৯ সালে। রিপোর্ট অনুযায়ী, রবার্ট উইলিয়ামস প্রথম সেই অভাগা ব্যক্তি যিনি রোবটের হাতে মারা যান। আমেরিকার ফ্ল্যাট রকের মিচিগানে বছর ২৫-এর রবার্ট ফোর্ড মোটর কোম্পানিতে কাজ করতেন।
advertisement
ঘটনার দিন, কিছু আইনি নথি সংগ্রহের জন্য রবার্ট তিন তলায় ওঠেন কারণ সেই সময় ওই রোবটটি অস্বাভাবিক আচরণ করছিল। কিন্তু, এরপরেই অঘটন ঘটে রবার্টের সঙ্গে যান্ত্রিক হাতে তাঁর ধাক্কা লাগে। এরপরেই সেই যান্ত্রিক হাত তাঁকে পিছন থেকে চেপে ধরে পিষে ফেলে।
advertisement
মর্মান্তিক এই ঘটনা ঘটার পর হতভম্ব হয়ে পড়ে তাঁর পরিবার। সূত্রের খবর, তাঁর পরিবার এরপর ওই রোবট উৎপাদন সংস্থার বিরুদ্ধে মামলা করেন। লিটন ইন্ডাস্ট্রি ওই রোবটের উৎপাদন সংস্থা ১৯৮৩ সালে জানান, এই ভ্যঙ্কর দুর্ঘটনার রিপোর্ট পেশ করে। সেখানে তাঁরা বলেন, ওই যান্ত্রিক হাতে প্রবল জোর থাকলেও সেই সঙ্গে যথেষ্ট সাবধানতাও অবলম্বন করা হয়েছিল। ১৯৮৪ সালে মৃতের পরিবারকে ওই সংস্থার পক্ষ থেকে ৮৪ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়।
advertisement
একই ধরনের ঘটনা ঘটে জাপানেও। ১৯৮১ সালে বছর ৩৭-এর কেঞ্জি উরাদা কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ প্লান্টে কর্মরত ছিলেন। সেখানেও যান্ত্রিক গোলযোগের কারণে রোবটের যান্ত্রিক হাতে পিষ্ট হয়ে প্রাণ হারান তিনি।
advertisement
সাম্প্রতিককালে, দক্ষিণ কোরিয়ায় রোবটের হাতে মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছরই অর্থাৎ ২০২৩ সালে রোবট বুঝতেই পারেনি কোনটা খাবারের বাক্স আর কোনটা মানুষ। ফলে যন্ত্রের চাপে পিষ্ট হয়ে যায় হতভাগ্য মানুষটির মুখ এবং বুক। প্রাণ হারান ওই ব্যক্তি।
যন্ত্র মানুষের কাজ সহজ করেছে, মানুষের জীবনে গতি এনেছে কিন্তু কখনও এই যন্ত্রই আবার মানুষের জীবনও কেড়ে নিয়েছে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 15, 2024 1:30 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Robot: রোবটের হাতে মৃত্যু হয়েছে মানুষের, একবার নয় বারবার, জানেন কোথায় কীভাবে? রইল ভয়ঙ্কর তথ্য