Building Collapsed: উত্তরপ্রদেশে ভয়ঙ্কর ঘটনা, হুড়মুড় করে ভেঙে পড়ল বহুতল! মৃত অন্তত ১০, দেখুন ভিডিও
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
ঘটনাটি ঘটেছে ১৪ সেপ্টেম্বর, শনিবার৷ ঘড়িতে তখন বিকেল ৫টা ১৫৷ হঠাৎ করে উত্তরপ্রদেশে মিরাট জেলায় ভেঙে পড়ল একটা তিনতলা বাড়ি৷
মিরাট: শনিবার উত্তর প্রদেশের মিরাট জেলার জাকিব কলোনিতে একটা তিনতলা বাড়ি ভেঙে পড়েছে৷ এই ঘটনায় প্রায় ১০ জন মানুষের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে৷ আহত হয়েছেন প্রায় পাঁচজন ৷
ঘটনাটি ঘটেছে ১৪ সেপ্টেম্বর, শনিবার৷ ঘড়িতে তখন বিকেল ৫টা ১৫৷ হঠাৎ করে উত্তরপ্রদেশে মিরাট জেলায় ভেঙে পড়ল একটা তিনতলা বাড়ি৷ খবর পাওয়ার সঙ্গে-সঙ্গে উদ্ধারকারী দল এসে হাজির হয়৷
#WATCH | Meerut Building Collapse | Uttar Pradesh: 9 people out of the 14 rescued have lost their lives.
A three-storey building collapsed in the Zakir Colony of Meerut yesterday. 15 people were trapped inside. The rescue operations are underway. pic.twitter.com/B0O525KayO
— ANI (@ANI) September 15, 2024
advertisement
advertisement
এমনিতেই উত্তরপ্রদেশে সর্বত্র ভারী বৃষ্টিপাত হচ্ছে৷ যার ফলে উদ্ধারকার্যেও বিলম্ব হচ্ছে৷ মিরাটের জেলা ম্যাজিস্ট্রেট দীপক মীনা জানিয়েছেন ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী, ফায়ার ব্রিগেড, পুলিশ সকলেই উপস্থিত রয়েছে৷
advertisement
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১৫ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে৷ তাঁদের মধ্যে দশ জনের মৃত্যু হয়েছে৷ বাকি পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ম্যাজিস্ট্রেট দীপক মীনা আরও জানান, ‘‘যতক্ষণ পর্যন্ত একজন মানুষও ধ্বংসস্তূপের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত উদ্ধারকার্য চলবে৷
প্রসঙ্গত উত্তর প্রদেশের ১১টা জেলা এমনিতেই বন্যায় বিধ্বস্ত৷ অফিশিয়াল তথ্য অনুযায়ী বন্যা পরিস্থিতির শিকার হয়ে এখনও পর্যন্ত মৃত্যু ঘটেছে প্রায় ১৭ জন মানুষের৷ অতিবৃষ্টি না অন্য কোন কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে বলেও জানা যাচ্ছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 15, 2024 11:28 AM IST