Building Collapsed: উত্তরপ্রদেশে ভয়ঙ্কর ঘটনা, হুড়মুড় করে ভেঙে পড়ল বহুতল! মৃত অন্তত ১০, দেখুন ভিডিও

Last Updated:

ঘটনাটি ঘটেছে ১৪ সেপ্টেম্বর, শনিবার৷ ঘড়িতে তখন বিকেল ৫টা ১৫৷ হঠাৎ করে উত্তরপ্রদেশে মিরাট জেলায় ভেঙে পড়ল একটা তিনতলা বাড়ি৷

উত্তরপ্রদেশে ভেঙে পড়ল বহুতল
উত্তরপ্রদেশে ভেঙে পড়ল বহুতল
মিরাট: শনিবার উত্তর প্রদেশের মিরাট জেলার জাকিব কলোনিতে একটা তিনতলা বাড়ি ভেঙে পড়েছে৷ এই ঘটনায় প্রায় ১০ জন মানুষের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে৷ আহত হয়েছেন প্রায় পাঁচজন ৷
ঘটনাটি ঘটেছে ১৪ সেপ্টেম্বর, শনিবার৷ ঘড়িতে তখন বিকেল ৫টা ১৫৷ হঠাৎ করে উত্তরপ্রদেশে মিরাট জেলায় ভেঙে পড়ল একটা তিনতলা বাড়ি৷ খবর পাওয়ার সঙ্গে-সঙ্গে উদ্ধারকারী দল এসে হাজির হয়৷
advertisement
advertisement
এমনিতেই উত্তরপ্রদেশে সর্বত্র ভারী বৃষ্টিপাত হচ্ছে৷ যার ফলে উদ্ধারকার্যেও বিলম্ব হচ্ছে৷ মিরাটের জেলা ম্যাজিস্ট্রেট দীপক মীনা জানিয়েছেন ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী, ফায়ার ব্রিগেড, পুলিশ সকলেই উপস্থিত রয়েছে৷
advertisement
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১৫ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে৷ তাঁদের মধ্যে দশ জনের মৃত্যু হয়েছে৷ বাকি পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ম্যাজিস্ট্রেট দীপক মীনা আরও জানান, ‘‘যতক্ষণ পর্যন্ত একজন মানুষও ধ্বংসস্তূপের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত উদ্ধারকার্য চলবে৷
প্রসঙ্গত উত্তর প্রদেশের ১১টা জেলা এমনিতেই বন্যায় বিধ্বস্ত৷ অফিশিয়াল তথ্য অনুযায়ী বন্যা পরিস্থিতির শিকার হয়ে এখনও পর্যন্ত মৃত্যু ঘটেছে প্রায় ১৭ জন মানুষের৷ অতিবৃষ্টি না অন্য কোন কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে বলেও জানা যাচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Building Collapsed: উত্তরপ্রদেশে ভয়ঙ্কর ঘটনা, হুড়মুড় করে ভেঙে পড়ল বহুতল! মৃত অন্তত ১০, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement