হরিয়ানায় VIP নম্বরের হইচই: HR88B8888 কিনতে খরচ ১.১৭ কোটি!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
হরিয়ানায় গাড়ির রেজিস্ট্রেশনের একটি নম্বর নতুন জাতীয় রেকর্ড তৈরি করল। রাজ্যের সাপ্তাহিক অনলাইন নিলামে ‘HR88B8888’ নম্বর প্লেটটি অবিশ্বাস্য ১.১৭ কোটি টাকা দামে বিক্রি হয়েছে। বুধবার অনুষ্ঠিত এই নিলামে বিডিংয়ের তীব্র প্রতিযোগিতা দেখেই সবাই হতবাক।
হরিয়ানা: হরিয়ানায় গাড়ির রেজিস্ট্রেশনের একটি নম্বর নতুন জাতীয় রেকর্ড তৈরি করল। রাজ্যের সাপ্তাহিক অনলাইন নিলামে ‘HR88B8888’ নম্বর প্লেটটি অবিশ্বাস্য ১.১৭ কোটি টাকা দামে বিক্রি হয়েছে। বুধবার অনুষ্ঠিত এই নিলামে বিডিংয়ের তীব্র প্রতিযোগিতা দেখেই সবাই হতবাক।
হরিয়ানা সম্পূর্ণ সরকারি পোর্টাল fancy.parivahan.gov.in–এর মাধ্যমে এই ভিআইপি ও ফ্যান্সি নম্বরগুলির নিলাম চালায়। ইচ্ছুক ক্রেতারা প্রতি শুক্রবার সন্ধে ৫টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত নিজেদের রেজিস্ট্রেশন করে পছন্দের নম্বর বেছে নিতে পারেন। এরপর বুধবার বিকেল ৫টা পর্যন্ত চলতে থাকে প্রতিযোগিতামূলক বিডিং। সময় শেষ হলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
এই সপ্তাহে HR88B8888 নম্বরটি ঘিরে ছিল সবচেয়ে বেশি উত্তেজনা। মোট ৪৫ জন আবেদনকারী বিডে অংশ নেন। বেস প্রাইস ছিল মাত্র ৫০ হাজার টাকা—সেখান থেকেই দর চড়তে চড়তে দুপুর নাগাদ পৌঁছে যায় ৮৮ লক্ষে। শেষ পর্যন্ত রেকর্ড গড়ে চূড়ান্ত দর থামে ১.১৭ কোটি টাকায়।
advertisement
advertisement
ঠিক এক সপ্তাহ আগেই আর একটি জনপ্রিয় নম্বর HR22W2222 নিলামে বিক্রি হয়েছিল ৩৭.৯১ লক্ষ টাকা দামে। ক্রমশ বেড়ে চলা চাহিদা থেকেই বোঝা যাচ্ছে যে প্রিমিয়াম নম্বরপ্লেটের প্রতি আকর্ষণ কতটা বাড়ছে।
এই সপ্তাহে HR88B8888 নম্বরটি ঘিরে ছিল সবচেয়ে বেশি উত্তেজনা। মোট ৪৫ জন আবেদনকারী বিডে অংশ নেন। বেস প্রাইস ছিল মাত্র ৫০ হাজার টাকা—সেখান থেকেই দর চড়তে চড়তে দুপুর নাগাদ পৌঁছে যায় ৮৮ লক্ষ টাকায়। শেষ পর্যন্ত রেকর্ড গড়ে চূড়ান্ত দর থামে ১.১৭ কোটি টাকায়।
advertisement
ঠিক এক সপ্তাহ আগেই আর একটি জনপ্রিয় নম্বর HR22W2222 নিলামে বিক্রি হয়েছিল ৩৭.৯১ লক্ষ টাকা দামে। ক্রমশ বেড়ে চলা চাহিদা থেকেই বোঝা যাচ্ছে যে প্রিমিয়াম নম্বরপ্লেটের প্রতি আকর্ষণ কতটা বাড়ছে।
কেন এত চাহিদা HR88B8888 নম্বরের?
এই রেজিস্ট্রেশন নম্বরটি নজরকাড়া হওয়ার পিছনে রয়েছে কয়েকটি কারণ—
HR নির্দেশ করে হরিয়ানা রাজ্যকে
88 — সংশ্লিষ্ট জেলা বা RTO কোড
advertisement
B — গাড়ির সিরিজ
8888— অত্যন্ত জনপ্রিয় ও শুভ বলে ধরা হয় এমন সংখ্যার বিশেষ ধারাবাহিকতা
এই সব মিলিয়ে নম্বরটি ক্রেতাদের কাছে হয়ে উঠেছে অত্যন্ত লোভনীয়। এইসবের কারণেই এ ধরনের নম্বরপ্লেটের প্রতি আকর্ষণ তৈরি হয়। বড় হাতের ‘B’ অক্ষরটি দেখতে অনেকটাই ‘৮’ সংখ্যার মত, ফলে পুরো নম্বরপ্লেটটি একের পর এক আটের সারির মতো লাগে—যা বহু সংস্কৃতিতে অত্যন্ত শুভ ও চাহিদাসম্পন্ন হিসেবে ধরা হয়।
advertisement
আরও এক হাই-ভ্যালু নম্বরপ্লেট সামনে এল কেরলের ৪৬ লক্ষ টাকার কেনাকাটা
এর আগে, গত এপ্রিল মাসে কেরলের টেক-কোটিপতি ভেনু গোপালকৃষ্ণন শিরোনামে এসেছিলেন KL 07 DG 0007 নম্বরটি তাঁর Lamborghini Urus Performante-এর জন্য কিনে। মাত্র ২৫ হাজার টাকা থেকে শুরু হওয়া নিলাম এক লাফে পৌঁছে যায় ৪৫.৯৯ লক্ষ টাকায়। এর মূল কারণ ছিল বিখ্যাত ‘0007’ সিকোয়েন্স—যা কিংবদন্তি চরিত্র জেমস বন্ডের সঙ্গে যুক্ত। এই কেনাকাটা কেরলের লাক্সারি অটোমোবাইল দুনিয়ায় তাঁর অবস্থান আরও মজবুত করে।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 26, 2025 10:44 PM IST

