সর্বনাশ! গাছ থেকে পড়ে মারা যাচ্ছে বাঁদরের দল, পৃথিবীর কি এবার ঘোর বিপদ!

Last Updated:

Mexico monkey dead: তাবাসকো রাজ্যে অন্তত ৮৩টি বানরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই হাউলার বানর তাদের গর্জনের জন্য পরিচিত। স্থানীয় বাসিন্দারা কিছু বাঁদরকে উদ্ধার করেছে। পাঁচটি বাঁদরকে স্থানীয় পশুচিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কোনওভাবে তাদের জীবন বাঁচানো যায়।

নয়াদিল্লি: ভয়াবহ তাপদাহের কবলে মেক্সিকো। মানুষের পাশাপাশি পশুরাও কষ্ট পাচ্ছে। অবস্থা এতটাই খারাপ যে বাঁদরের দল গাছ থেকে পড়ে মারা যাচ্ছে।
তাবাসকো রাজ্যে অন্তত ৮৩টি বানরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই হাউলার বানর তাদের গর্জনের জন্য পরিচিত। স্থানীয় বাসিন্দারা কিছু বাঁদরকে উদ্ধার করেছে। পাঁচটি বাঁদরকে স্থানীয় পশুচিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কোনওভাবে তাদের জীবন বাঁচানো যায়।
চিকিৎসক সার্জিও ভ্যালেনজুয়েলা বলেন, ‘ডিহাইড্রেশন ও জ্বর নিয়ে গুরুতর অবস্থায় এসেছিল বাঁদরগুলি। তাপপ্রবাহের কারণে এই ঘটনা ঘটেছে।’ মেক্সিকোতে প্রচণ্ড তাপপ্রবাহে মার্চ থেকে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- বছরের পর বছর নষ্ট হবে না ঘরে মজুত করে রাখা গম, প্রয়োজন হবে না কোনও রাসায়নিকেরও
পশু চিকিৎসকের মতে, তাপপ্রবাহের কারণে কয়েক ডজন হাউলার বানর মারা গেছে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, মৃত বানরের সংখ্যা শতাধিক হতে পারে।
হাউলার বানর সাধারণত খুব হিংস্র হয়। এই বাঁদর ৩ ফুট লম্বা হতে পারে। পুরুষ বাঁদর ৩০ পাউন্ডেরও বেশি ওজনের হয়। ২০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে।
advertisement
জীববিজ্ঞানী গিলবার্তো পোজো অন্তত ৮৩টি মৃত বানর শনাক্ত করেছেন। তারা এই বানরগুলোকে গাছের নিচে মাটিতে মৃত বা অজ্ঞান অবস্থায় দেখতে পান। প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেই বলেছেন, গাছ থেকে আপেলের মতো পড়ছিল বাঁদরের দল।
বাঁদরগুলি মারাত্মক ডিহাইড্রেশনের শিকার হয়। কয়েক মিনিটের মধ্যেই মারা যায় তারা। পোজো বলছিলেন, বেঁচে থাকা বাঁদরগুলি ইতিমধ্যে দুর্বল হয়ে পড়েছিল। গাছ থেকে পড়ে গিয়ে তারা মারাত্মক জখম হয়েছিল। তাঁর মতে, প্রচণ্ড তাপ, খরা এবং দাবানল বানরদের মৃত্যুর জন্য দায়ী। বাঁদররা জল, ছায়া ও ফলমূল পাচ্ছে না।ব
advertisement
আরও পড়ুন- পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটা? দেখে নিন বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশের তালিকা
মেক্সিকোতে এখন প্রচণ্ড গরম। ৯ মে পর্যন্ত মেক্সিকোর অন্তত নয়টি শহরে রেকর্ড তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সীমান্ত রাজ্য তামাউলিপাসের সিউদাদ ভিক্টোরিয়াতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের কারণে হ্রদ ও জলাশয় শুকিয়ে গিয়েছে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সর্বনাশ! গাছ থেকে পড়ে মারা যাচ্ছে বাঁদরের দল, পৃথিবীর কি এবার ঘোর বিপদ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement