World Richest Country: পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটা? ২০২৪ সালের হিসেব আপনি যা ভাবছেন তার উল্টো কথা বলছে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Top 10 Richest Countries in the World: ঝাঁ চকচকে বাড়িঘর। নিকানো উঠোনের মতো রাস্তা। উন্নত যানবাহন থেকে চিকিৎসা পরিষেবা। ধনী দেশ বললে চোখের সামনে এমন ছবিই ভেসে ওঠে। যেখানে সবাই সুখী। খাওয়া-পরার চিন্তা করতে হয় না কাউকে। যেন স্বপ্ন। কোথায় আছে এমন দেশ? পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটা?
advertisement
কোনও দেশ ধনী কি না সেটা বোঝার উপায় কী? অর্থনীতিবিদরা দুটি জিনিস দেখতে বলেন। জিডিপি এবং পিপিপি। জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দেশে উৎপাদিত সমস্ত পণ্য ও পরিষেবার মূল্য পরিমাপ করে। দেশের জনসংখ্যাকে জিডিপি দিয়ে ভাগ করলেই বোঝা যাবে সেই দেশের মানুষ অন্যান্য দেশের মানুষের তুলনায় কতটা ধনী বা দরিদ্র।
advertisement
এবার আসা যাক পিপিপি-তে। এর অর্থ হল ‘পারচেজিং পাওয়ার প্যারিটি’। এ থেকে দেশের মানুষের ক্রয়ক্ষমতার আন্দাজ পাওয়া যায়। ধনী দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেশি হবে, তাতে আর সন্দেহ কী! কিন্তু এই বক্তব্য পুরোপুরি খাটে না। কারণ এখানে গড় ধরা হয়। প্রতিটা দেশের কাঠামো আলাদা হওয়ার কারণে গড়েও তারতম্য হতে পারে। তবে মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায়। সেই হিসেবেই পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলির তালিকা এখানে দেওয়া হল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement