হোটেলের ঘরে বসানো লুকানো ক্যামেরা? জেনে নিন বাঁচতে কী করতে হবে

Last Updated:

হোটেলে চেক ইন করার আগেই কিছু বিষয় মাথায় রাখলে এমন পরিস্থিতি এড়ানো যেতে পারে।

হোটেলের ঘরে বসানো লুকানো ক্যামেরা? জেনে নিন বাঁচতে কী করতে হবে  (Representative Image)
হোটেলের ঘরে বসানো লুকানো ক্যামেরা? জেনে নিন বাঁচতে কী করতে হবে (Representative Image)
কলকাতা: ‘কলিযুগ’ সিনেমা যে কতটা বাস্তব হতে পারে, তার প্রমাণ নয়ডার হোটেলের এক ঘটনা। কয়েকজন দুষ্কর্মকারী হোটেলের ঘরে লুকিয়ে লাগিয়ে রেখেছিল ক্যামেরা। যা দিয়ে হোটেলে আসা লোকজনের ভিডিও তুলে পরে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করত বলে অভিযোগ। এই ঘটনায় দু’জনকে আটকও করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রথমে হোটেলের একটি রুম বুক করে এবং তারপর সেই ঘরে একটি ক্যামেরা লাগিয়ে রেখে এই দুষ্কর্ম চালায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামেরাটি এমনভাবে লুকিয়ে রাখা হয়েছিল যে ঘর পরিষ্কারের কর্মীরাও তা খুঁজে পায়নি। এমন ঘটনা এটাই প্রথম নয়। অতীতেও এমন অনেক ঘটনা অনেকবার সামনে এসেছে। তাই হোটেলে চেক ইন করার আগেই কিছু বিষয় মাথায় রাখলে এমন পরিস্থিতি এড়ানো যেতে পারে।
সাজসজ্জার জিনিসে লুকানো থাকতে পারে ক্যামেরা
advertisement
advertisement
অনেক সময়ে ক্যামেরা ঘরের সাজসজ্জার জিনিসে লুকিয়ে রাখা হয়। যেমন ক্যামেরা লুকানো থাকতে পারে স্পিকার, অ্যালার্ম ঘড়ি বা অন্য কোনও সাজসজ্জার জিনিসে। এ অবস্থায় ঘরে রাখা এই ধরনের জিনিসের দিকে মনোযোগ সহকারে নজর দেওয়া উচিত। ঘরের সাজসজ্জা ছাড়াও, টিভি এবং সেট টপ বক্সও ভাল করে দেখে নেওয়া উচিত।
advertisement
টিভিতে থাকতে পারে ক্যামেরা
টিভিতে এবং সেট টপ বক্সে সাধারণত আলো জ্বলতে থাকে। এমন পরিস্থিতিতে সেখানে ক্যামেরা লুকিয়ে রাখলে মানুষের সে দিকে চোখ পড়বে না। কিন্তু স্মার্টফোনের ফ্ল্যাশ লাইট ব্যবহার করে লুকানো ক্যামেরা পরীক্ষা করা যায়। ফ্ল্যাশ লাইটের আলো টিভি এবং সেট টপ বক্সে ফেলে দেখতে হবে। বিশেষ করে যদি নীল বা বেগুনি কোনও আলো দেখা যায়, বুঝতে হবে ক্যামেরা লুকানো থাকতে পারে ।
advertisement
থাকতে পারে টু-ওয়ে মিরর
পুলিশ জানিয়েছে কখনও কখনও অপরাধীরা লুকানো ক্যামেরা টু-ওয়ে আয়নার পিছনে বা চারপাশে লুকিয়ে রাখে। তাই আলমারি, বাথরুম এবং রুমের সব কাচ পরীক্ষা করা উচিত। একে বলে টু-ওয়ে মিরর টেস্ট। পরীক্ষা করা খুবই সহজ। এতে আয়নার ওপর আঙুল রাখতে হবে। যদি আঙুল এবং আঙুলের প্রতিচ্ছবির মধ্যে ফাঁক থাকে তবে বুঝতে হবে এটি একটি সাধারণ আয়না। যদি সেটা না হয়, তবে বুঝতে হবে এটি একটি টু-ওয়ে মিরর।
advertisement
এই সব জায়গা ছাড়াও পাওয়ার প্লাগ, হেয়ার ড্রায়ার, ফায়ার অ্যালার্মের মতো জায়গাগুলোও দেখে নেওয়া উচিত। এর মধ্যেও ক্যামেরা লুকিয়ে রাখা হয় বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। নাইট ভিশন ক্যামেরার জন্য, ঘরের লাইট বন্ধ করে দেখতে হবে। নাইট ভিশন ক্যামেরা থেকে একটা হালকা আলো আসে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
হোটেলের ঘরে বসানো লুকানো ক্যামেরা? জেনে নিন বাঁচতে কী করতে হবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement