হাতের রেখায় ত্রিভুজ চিহ্ন আছে ? জেনে নিন আপনার চরিত্র কেমন

Last Updated:

হাতের রেখায় নানা রকম, নানা আকৃতির চিহ্ন থাকতে পারে ৷ যেমন চতুষ্কোণ চিহ্ন, তারা চিহ্ন, যব বা দ্বীপ চিহ্ন, ক্রশ চিহ্ন ইত্যাদি। প্রতিটি চিহ্নের বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা ৷

#কলকাতা: হাতের রেখায় নানা রকম, নানা আকৃতির চিহ্ন থাকতে পারে ৷ যেমন চতুষ্কোণ চিহ্ন, তারা চিহ্ন, যব বা দ্বীপ চিহ্ন, ক্রশ চিহ্ন ইত্যাদি। প্রতিটি চিহ্নের বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা ৷ এই চিহ্নগুলি ভাগ্য নির্ধারণেও বিশেষ ভূমিকা নেয় ৷ হাতের কোথায় ত্রিভুজ চিহ্ন থাকলে আপনার চরিত্র কেমন হবে তা বোঝা যায় ৷
১৷ ত্রিকোণ বা ত্রিভুজ চিহ্নটি চন্দ্র স্থানে থাকলে জাতক কবি, শিল্পী অথবা ধার্মিক প্রকৃতির হয়।
advertisement
২৷ যদি চন্দ্র ক্ষেত্রের নীচের দিকে ত্রিভুজ চিহ্ন থাকে, তবে জাতক বিশেষ সন্মান লাভ করে।
৩৷ এই চিহ্নটি শনির ক্ষেত্রে থাকলে জাতকরা গুপ্তবিদ্যায় বিশেষ পারদর্শিতা লাভ করে থাকে।
advertisement
৪৷ এটি শুক্র স্থানে থাকলে ভালবাসা পরীক্ষা করে তবেই তাঁরা প্রেমে পড়ে।
৫৷ রবির ক্ষেত্রে এটি থাকলে জাতক-জাতিকা নাটক, কলাবিদ্যা বা বিজ্ঞানে বিশেষ পারদর্শী হয় এবং এর দ্বারা ধন ও খ্যাতি অর্জন করে থাকে।
৬৷ ত্রিকোণ চিহ্ন বুধের ক্ষেত্রে থাকলে জাতক জীবনের পেশাগত দিকে নানা রকম সমস্যার সন্মুখীন হয়। তবে এরা বিদ্বান ও রাজনীতিজ্ঞ হয়ে থাকে।
advertisement
৭৷ ত্রিভুজ চিহ্ন মঙ্গলের ক্ষেত্রে থাকলে জাতক-জাতিকারা অস্ত্রবিদ্যায় পারদর্শী ও রণনীতিবিদ হয়।
৮৷ অনামিকার প্রথম পর্বে এই চিহ্ন থাকলে জাতক প্রসাধন ও সৌন্দর্য সংক্রান্ত বিষয়ে পারদর্শী হয় এবং অনামিকার তৃতীয় পর্বে ত্রিভুজ চিহ্ন থাকলে জাতক অত্যাধিক কথা বলে।
৯৷ বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্বে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, তবে জাতক নিজের ইচ্ছাশক্তিকে বৈজ্ঞানিক উপায়ে কাজে লাগায়। কিন্তু বৃদ্ধাঙ্গুলির একেবারে গোড়াতে এই চিহ্ন থাকলে জাতকের জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
হাতের রেখায় ত্রিভুজ চিহ্ন আছে ? জেনে নিন আপনার চরিত্র কেমন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement