হাতের রেখায় ত্রিভুজ চিহ্ন আছে ? জেনে নিন আপনার চরিত্র কেমন
Last Updated:
হাতের রেখায় নানা রকম, নানা আকৃতির চিহ্ন থাকতে পারে ৷ যেমন চতুষ্কোণ চিহ্ন, তারা চিহ্ন, যব বা দ্বীপ চিহ্ন, ক্রশ চিহ্ন ইত্যাদি। প্রতিটি চিহ্নের বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা ৷
#কলকাতা: হাতের রেখায় নানা রকম, নানা আকৃতির চিহ্ন থাকতে পারে ৷ যেমন চতুষ্কোণ চিহ্ন, তারা চিহ্ন, যব বা দ্বীপ চিহ্ন, ক্রশ চিহ্ন ইত্যাদি। প্রতিটি চিহ্নের বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা ৷ এই চিহ্নগুলি ভাগ্য নির্ধারণেও বিশেষ ভূমিকা নেয় ৷ হাতের কোথায় ত্রিভুজ চিহ্ন থাকলে আপনার চরিত্র কেমন হবে তা বোঝা যায় ৷
১৷ ত্রিকোণ বা ত্রিভুজ চিহ্নটি চন্দ্র স্থানে থাকলে জাতক কবি, শিল্পী অথবা ধার্মিক প্রকৃতির হয়।
advertisement
২৷ যদি চন্দ্র ক্ষেত্রের নীচের দিকে ত্রিভুজ চিহ্ন থাকে, তবে জাতক বিশেষ সন্মান লাভ করে।
৩৷ এই চিহ্নটি শনির ক্ষেত্রে থাকলে জাতকরা গুপ্তবিদ্যায় বিশেষ পারদর্শিতা লাভ করে থাকে।
advertisement
৪৷ এটি শুক্র স্থানে থাকলে ভালবাসা পরীক্ষা করে তবেই তাঁরা প্রেমে পড়ে।
৫৷ রবির ক্ষেত্রে এটি থাকলে জাতক-জাতিকা নাটক, কলাবিদ্যা বা বিজ্ঞানে বিশেষ পারদর্শী হয় এবং এর দ্বারা ধন ও খ্যাতি অর্জন করে থাকে।
৬৷ ত্রিকোণ চিহ্ন বুধের ক্ষেত্রে থাকলে জাতক জীবনের পেশাগত দিকে নানা রকম সমস্যার সন্মুখীন হয়। তবে এরা বিদ্বান ও রাজনীতিজ্ঞ হয়ে থাকে।
advertisement
৭৷ ত্রিভুজ চিহ্ন মঙ্গলের ক্ষেত্রে থাকলে জাতক-জাতিকারা অস্ত্রবিদ্যায় পারদর্শী ও রণনীতিবিদ হয়।
৮৷ অনামিকার প্রথম পর্বে এই চিহ্ন থাকলে জাতক প্রসাধন ও সৌন্দর্য সংক্রান্ত বিষয়ে পারদর্শী হয় এবং অনামিকার তৃতীয় পর্বে ত্রিভুজ চিহ্ন থাকলে জাতক অত্যাধিক কথা বলে।
৯৷ বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্বে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, তবে জাতক নিজের ইচ্ছাশক্তিকে বৈজ্ঞানিক উপায়ে কাজে লাগায়। কিন্তু বৃদ্ধাঙ্গুলির একেবারে গোড়াতে এই চিহ্ন থাকলে জাতকের জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে।
view commentsLocation :
First Published :
July 18, 2018 9:49 AM IST