Gujrat Bridge Tragedy || Viral Video: ৪০০ মানুষ নিয়ে ভেঙে পড়ল ব্রিজ! খড়কুটো ধরেও একটু বাঁচার মরিয়া প্রয়াস, হাড়হিম মুহূর্তের ছবি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
বর্তমানে গুজরাত সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে দাবি, অত্যাধিক ওজন নিতে না পারার কারণে ব্রিজটি ভেঙে পড়ে। দেখুন মর্মান্তিক বিপর্যয়ের গায়ে কাঁটা দেওয়া Video।
গতকাল একটি ভিডিওতে দেখা যায় শত শত মানুষকে সেতুর ওপর লাফিয়ে লাফিয়ে তার ওপর দিয়ে দৌড়তে দেখা যায়। এমনকি সেইসময় ব্রিজটি জোরালোভাবে দুলতেও দেখা গিয়েছে। এরপরেই আজ ভয়াবহ বিপর্যয়ের মুখে পরে সেতুটি। দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার।
advertisement
advertisement
বর্তমানে গুজরাত সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে দাবি, অত্যাধিক ওজন নিতে না পারার কারণে ব্রিজটি ভেঙে পড়ে।
#WATCH | Several people feared to be injured after a cable bridge collapsed in the Machchhu river in Gujarat's Morbi area today. Further details awaited. pic.twitter.com/hHZnnHm47L
— ANI (@ANI) October 30, 2022
advertisement
দুর্ঘটনার সময় ৪০০ মানুষ ছিল সেতুটিতে। এছাড়াও ব্রিজটি দুর্বল হয়ে পড়েছিল বলেও বিশেষজ্ঞদের ধারণা। যদিও কোটি টাকা খরচ করে তা মেরামতির পর চার দিন আগে জনতার জন্য খুলে দেওয়া হয়। তারপরেও কেবল ব্রিজটি ভেঙে পড়ল কেন? তা নিয়ে প্রশ্ন উঠছে এখন। অভিযোগ উঠছে বড়সড় দুর্নীতির।
view commentsLocation :
First Published :
October 30, 2022 11:10 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Gujrat Bridge Tragedy || Viral Video: ৪০০ মানুষ নিয়ে ভেঙে পড়ল ব্রিজ! খড়কুটো ধরেও একটু বাঁচার মরিয়া প্রয়াস, হাড়হিম মুহূর্তের ছবি!