GK: বিশ্বের কোথায় গোটা শহরের লোক থাকে একটি বাড়িতেই? উত্তর অজানা ৯৯ শতাংশের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GK Which city in the world all the people live in one house: পৃথিবীর কোন শহরের সব বাসিন্দারাই থাকে একটি মাত্র বিল্ডিংয়ে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। স্কুল-কলেজ-হাসপাতাল-অফিস সবকিছুই একটি বাড়িতে।
এ বিশ্বে এমন অনেক কিছুই রয়েছে যা আমাদের সকলকে অবাক করে। বলুন, তো পৃথিবীর কোন শহরের সব বাসিন্দারাই থাকে একটি মাত্র বিল্ডিংয়ে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। স্কুল-কলেজ-হাসপাতাল-অফিস সবকিছুই একটি বাড়িতে। এই প্রশ্নের উত্তর অনেকের কাছেই অজানা। কিন্তু গোটা শহর কীভাবে একই বিল্ডিংয়ে থাকে? বাইরে জায়গা থাকা সত্ত্বেও কেন তারা ব্যবহার করে না? কীভাবে এতগুলি লোকের সবকিছু একই বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ? এই সকল প্রশ্নের উত্তর সকলকে কৌতুহলী করে তোলে।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজ্য আলাস্কা। এই অঞ্চলের একটি শহর রয়েছে যার নাম হুইটিয়ার। শহরটির সম্পূর্ণ জনসংখ্যা একটি মাত্র বিল্ডিং-এ বসবাস করে। শহরের দোকানপাট, বিদ্যালয়ে, পুলিশ স্টেশন, পৌরসভা, পোস্ট অফিস, হাসপাতাল, খেলার মাঠ, বাজার সবকিছু ওই বহুতল বিল্ডিংয়ে রয়েছে। এই শহরে যে বিল্ডিং এর মধ্যে সমস্ত মানুষ বসবাস করে সেই টাওয়ারের নাম হলো ‘বেজিচ টাওয়ার’। অতীতে ঠান্ডা লড়াইয়ের সময় এই বহু তলে আমেরিকার সামরিক বাহিনীর বাসস্থান ছিল। কিন্তু পরবর্তীকালে ঠান্ডা লড়াই শেষ হওয়ার পর যখন সৈন্যরা অন্যত্র চলে যায় তখন থেকে এই বহুতলে সাধারণ মানুষ বসবাস করতে শুরু করে।
advertisement

advertisement
ম্যাপে দেখলে বুঝতে পারবেন আলাস্কা উত্তর আমেরিকায় অবস্থিত প্রশান্ত মহাসাগরের তীরে। সারাবছর অত্যন্ত কঠিন আবহাওয়া, অর্থাৎ ঠান্ডার কারণে অঞ্চলটি বরফ দ্বারা ঢাকা থাকে। ফলে সাধারণ মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে, সেই কারণে এই হুইটিয়ার শহরের জনগণ একটি মাত্র বিল্ডিং-এ বসবাস করে এবং এটি তাদের সবচেয়ে সুবিধা জনক বাসস্থান হয়ে উঠেছে।
advertisement
বিল্ডিং এর মধ্যেই খেলার মাঠ রয়েছে বাচ্চাদের জন্য কারণ বাইরে বরফের ঢেকে থাকার কারণে বিল্ডিং থেকে খুব কম মানুষ বাইরে বেরন। প্রশাসনিক পৌরসভা ও পুলিশ স্টেশন রয়েছে এই বিল্ডিংয়ে, এই বাড়িটির মধ্যেই রাস্তা রয়েছে ও লিফট ব্যবহার করে আপনি এক স্থান থেকে অন্য স্থানে সহজেই যেতে পারবেন। বাজার, মুদিখানা ও অন্যান্য সরঞ্জাম কেনাকাটার জন্য বাড়িটির ভেতরে দোকান বাজার রয়েছে।
advertisement

এই বহুতল টি বাইরে থেকে দেখে একটি বিল্ডিং মনে হলেও সম্পূর্ণ বিল্ডিং টি মোট তিনটি পৃথক বিল্ডিং দ্বারা নির্মিত। প্রত্যেকটি বিল্ডিং এর মাঝে ২০ সেন্টিমিটার গ্যাপ রয়েছে যেগুলি প্রধানত ভূমিকম্প মোকাবেলার জন্য তৈরি করা। ১৫ তলা বহুতলে উপরের দিকে পর্যটকদের থাকার জায়গা আছে। এখানে মোট ৩০০-র মত লোক বাস করে।
advertisement
হুইটিয়ার বিল্ডিংটি তে যদি আপনি যেতে চান তবে একটি সুরঙ্গের মধ্য দিয়ে যেতে হবে যেটি পাহাড় ভেদ করে গেছে। এই একটি মাত্র সুরঙ্গ শহরটির সাথে আলাস্কার যোগাযোগ স্থাপন করে। সুরঙ্গ টি রাতের বেলা বন্ধ থাকে। শহরটির মধ্যে আপনি অনেক ছোট জাহাজ, বোট দেখতে পাবেন যেগুলি মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। কঠিন পরিবেশে এই বাড়িটিই একখানা শহর।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2025 9:22 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
GK: বিশ্বের কোথায় গোটা শহরের লোক থাকে একটি বাড়িতেই? উত্তর অজানা ৯৯ শতাংশের