Ghaziabad Woman Slapped Video: রাস্তার কুকুরকে খাওয়ানোর অপরাধ! মহিলাকে ৪০ সেকেন্ডে ৮ বার থাপ্পড় ব্যক্তির, ভাইরাল ভিডিও...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Ghaziabad Woman Slapped Video: গাজিয়াবাদের ব্রহ্মপুত্র এনক্লেভে রাস্তার কুকুরকে খাওয়ানোর কারণে এক মহিলাকে মাত্র ৪০ সেকেন্ডে ৮ বার থাপ্পড় মারার ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ এফআইআর দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। বিস্তারিত জানুন...
গাজিয়াবাদ: উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক আবাসিক কমপ্লেক্সে রাস্তার কুকুরকে খাওয়ানোর অভিযোগে এক ব্যক্তির হাতে এক নারী নৃশংসভাবে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে।
ভুক্তভোগী, যশিকা শুক্লা নামে গাজিয়াবাদের এক বাসিন্দা, জানান যে শুক্রবার রাতে তিনি নির্দিষ্ট স্থানে কুকুরদের খাওয়াচ্ছিলেন, তখন ব্রহ্মপুত্র এনক্লেভ সোসাইটি, বিজয়নগরের এক ব্যক্তি—যার নাম কমল খন্না—এসে তাকে একের পর এক থাপ্পড় মারতে শুরু করে।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় ওই ব্যক্তি তাকে বারবার থাপ্পড় মারছে কেবলমাত্র কুকুরকে খাওয়ানোর কারণে। ভিডিওতে দেখা যায় মহিলা রাস্তার মাঝখানে পেছনে হাঁটছেন আর ওই ব্যক্তি এগিয়ে এসে তাকে থাপ্পড় মারছেন।
advertisement
advertisement
ভিডিওতে মহিলাকে বলতে শোনা যায়, “দিদি, ভিডিও রেকর্ড করো। ও আমাকে মারছে।”
ঘটনা ঘটেছে গাজিয়াবাদের ব্রহ্মপুত্র এনক্লেভে, যেখানে ওই মহিলা রাস্তার কুকুর খাওয়াচ্ছিলেন। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মহিলাকে আক্রমণ করছেন। তবে ওই ব্যক্তি বলছেন যে মহিলাই নাকি প্রথমে তাকে আঘাত করেছেন।
advertisement
সম্প্রতি সুপ্রিম কোর্ট বলেছে যে কুকুরপ্রেমীরা কোনো অবস্থাতেই রাস্তার কুকুরকে খাওয়াতে পারবেন না।
ভিডিওতে অভিযুক্তকে বলতে শোনা যায়— “হ্যাঁ, রেকর্ড করো।” এক সময় দেখা যায়, ওই ব্যক্তি মহিলার দু’হাত শক্ত করে চেপে ধরে, যখন তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। অভিযুক্তকে বলতে শোনা যায়— “তুই-ই আগে মেরেছিস।”
advertisement
এদিকে, ঘটনাস্থলে বেশ কয়েকজন পথচারী দাঁড়িয়ে থেকেও কোনো হস্তক্ষেপ করেননি। গাজিয়াবাদ পুলিশ ভাইরাল ভিডিওর বিষয়টি নোটিশ নিয়েছে। এফআইআর দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে বিস্তারিত তদন্ত চলছে।
উল্লেখযোগ্যভাবে, এই ঘটনাটি ঘটেছে সেই দিনেই, যেদিন সুপ্রিম কোর্ট রাজধানী অঞ্চলে (এনসিআর) কুকুর ধরার ও সরিয়ে দেওয়ার পূর্ববর্তী আদেশ শিথিল করে।
advertisement
এর আগে এই মাসে আদালত শহর প্রশাসনকে আট সপ্তাহের মধ্যে সব কুকুর ধরার সময়সীমা দিয়েছিল এবং নির্দেশ দিয়েছিল তাদের আশ্রয়কেন্দ্রে রাখা হোক, মুক্ত না করা হোক।
A woman was feeding stray dogs on street in Brahmaputra Enclave, Ghaziabad.
In this video, we can see that a man was assaulting her. But he was also saying she hit him first.
Supreme court recently said that Dog Lovers under no condition shall feed stray dogs on the streets.… pic.twitter.com/uIDCt8LUeQ
— Incognito (@Incognito_qfs) August 23, 2025
advertisement
তবে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত তিন বিচারকের বেঞ্চ জানায় যে কেবলমাত্র আগ্রাসী বা জলাতঙ্কে আক্রান্ত কুকুরদের আশ্রয়কেন্দ্রে রাখা হবে। এছাড়া টিকাদান বা নির্বীজনের জন্য ধরা কুকুরদের কাজ শেষ হলে তাদের আগের জায়গায় ছেড়ে দেওয়া হবে।
আদালত একই সঙ্গে কুকুরদের জন্য নির্দিষ্ট খাওয়ানোর জায়গা তৈরির নির্দেশও দেয়।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2025 3:02 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Ghaziabad Woman Slapped Video: রাস্তার কুকুরকে খাওয়ানোর অপরাধ! মহিলাকে ৪০ সেকেন্ডে ৮ বার থাপ্পড় ব্যক্তির, ভাইরাল ভিডিও...