Home /News /off-beat /
Ghana woman finds penis in food: খাবারের ভিতরে ওটা কি পুরুষাঙ্গ? আঁতকে উঠলেন মহিলা, দেখুন ভাইরাল ভিডিও

Ghana woman finds penis in food: খাবারের ভিতরে ওটা কি পুরুষাঙ্গ? আঁতকে উঠলেন মহিলা, দেখুন ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া ভিডিও-র একটি দৃশ্য৷ Photo-Instagram

ভাইরাল হওয়া ভিডিও-র একটি দৃশ্য৷ Photo-Instagram

ঘানার বাসিন্দা মহিলার ওই ভিডিও (Penis in Food Viral Video) বিভিন্ন সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে৷ ওই মহিলার দাবি, রাস্তার পাশের এক বিক্রেতার থেকেই ওই খাবার কিনে এনেছিলেন তিনি৷

 • Share this:

  #আকরা: ধরুন খাবারের দোকান থেকে নিজের পছন্দের কোনও পদ কিনে আনলেন আপনি৷ বাড়িতে এসে গুছিয়ে খেতে বসার পর খাবারের ভিতরে দেখলেন পুরুষাঙ্গের মতো কোনও বস্তু (Ghana Woman Viral Video)! কী ব্যাপারটা কল্পনা করতেই গা ঘিন ঘিন করে উঠল তো? বাস্তবে নাকি এমনই অভিজ্ঞতা হয়েছে ঘানার বাসিন্দা এক মহিলার৷ সামাজিক মাধ্যমে তাঁর অভিযোগ, দোকান থেকে কিনে আনা খাবারের মধ্যে নাকি একটি পুরুষাঙ্গ পেয়েছেন তিনি (Woman Finds Penis in Food)!

  ঘানার বাসিন্দা মহিলার ওই ভিডিও (Penis in Food Viral Video) বিভিন্ন সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে৷ ওই মহিলার দাবি, রাস্তার পাশের এক বিক্রেতার থেকেই ওই খাবার কিনে এনেছিলেন তিনি৷ তবে ভিডিও-টি দেখে নেটিজেনদের অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন৷

  View this post on Instagram

  A post shared by Ghbase.com (@officialghbase)

  ওই মহিলা যে খাবারের পদটি কিনে এনেছিলেন তার নাম টুয়ো জাফি৷ ঘানার অত্যন্ত প্রচলিত এবং জনপ্রিয় পদ এটি৷ বিভিন্ন শস্য দানা এবং মাংস দিয়ে এই পদটি রান্না করা হয়৷ ভিডিও-টিতে দেখা যাচ্ছে, ওই মহিলার হাতে একটি মাংসের খণ্ড রয়েছে৷ সেটি আসলে একটি পুরুষাঙ্গের অংশ বলেই দাবি ওই মহিলার৷

  আরও পড়ুন: বিয়েতে এ কী উপহার দিলেন বন্ধুরা ! বাক্সের ভিতরে আসলে কী ছিল ? দেখুন ভাইরাল ভিডিও

  ভিডিওটি পোস্ট করে ওই মহিলার পরামর্শ, রাস্তার দোকান থেকে খাবার কিনলে যেন প্রত্যেকেই বাড়তি সতর্ক থাকেন৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পরই নেটমাধ্যমে তা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷

  আরও পড়ুন: রেস্তোরাঁয় গলায় খাবার আটকে অজ্ঞান ! ব্যক্তির ভাইরাল ভিডিও গায়ে শিহরণ জাগাবে

  কেউ ওই মহিলাকে পরামর্শ দিয়েছেন বিষয়টি পুলিশকে জানানোর জন্য৷ কারণ যাঁরা ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন না, তাঁরা হয়তো এই ঘটনার কথা জানতেই পারবেন না৷ আবার কারও দাবি, মহিলা যে জিনিসটিকে পুরুষাঙ্গ বলে দাবি করছেন সেটি আসলে একটি মাশরুমের টুকরো৷ আর একজন ইন্টারনেট ব্যবহারকারী অবশ্য দাবি করেছেন, অভিযোগ খতিয়ে দেখা উচিত পুলিশের৷ যদি দেখা যায় যে ওই মহিলার দাবি মিথ্যে এবং সস্তায় প্রচার পাওয়ার জন্য তিনি এ রকম করেছেন, তাহলে তাঁর কঠোর শাস্তি হওয়া উচিত৷

  তবে এই প্রথম নয়৷ ২০১৬ সালেও ঘানার আকরার বাসিন্দা এক মহিলা খাবারে পুরুষাঙ্গ পাওয়ার অভিযোগ করেছিলেন৷ আকৌসা নামে ওই মহিলা পুলিশের দ্বারস্থ হয়ে ওই পুরুষাঙ্গের ডিএনএ পরীক্ষারও দাবি তোলেন৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: Food, Ghana, Viral Video

  পরবর্তী খবর