Ghana woman finds penis in food: খাবারের ভিতরে ওটা কি পুরুষাঙ্গ? আঁতকে উঠলেন মহিলা, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

ঘানার বাসিন্দা মহিলার ওই ভিডিও (Penis in Food Viral Video) বিভিন্ন সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে৷ ওই মহিলার দাবি, রাস্তার পাশের এক বিক্রেতার থেকেই ওই খাবার কিনে এনেছিলেন তিনি৷

ভাইরাল হওয়া ভিডিও-র একটি দৃশ্য৷
ভাইরাল হওয়া ভিডিও-র একটি দৃশ্য৷
#আকরা: ধরুন খাবারের দোকান থেকে নিজের পছন্দের কোনও পদ কিনে আনলেন আপনি৷ বাড়িতে এসে গুছিয়ে খেতে বসার পর খাবারের ভিতরে দেখলেন পুরুষাঙ্গের মতো কোনও বস্তু (Ghana Woman Viral Video)! কী ব্যাপারটা কল্পনা করতেই গা ঘিন ঘিন করে উঠল তো? বাস্তবে নাকি এমনই অভিজ্ঞতা হয়েছে ঘানার বাসিন্দা এক মহিলার৷ সামাজিক মাধ্যমে তাঁর অভিযোগ, দোকান থেকে কিনে আনা খাবারের মধ্যে নাকি একটি পুরুষাঙ্গ পেয়েছেন তিনি (Woman Finds Penis in Food)!
ঘানার বাসিন্দা মহিলার ওই ভিডিও (Penis in Food Viral Video) বিভিন্ন সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে৷ ওই মহিলার দাবি, রাস্তার পাশের এক বিক্রেতার থেকেই ওই খাবার কিনে এনেছিলেন তিনি৷ তবে ভিডিও-টি দেখে নেটিজেনদের অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন৷
View this post on Instagram

A post shared by Ghbase.com (@officialghbase)

advertisement
advertisement
ওই মহিলা যে খাবারের পদটি কিনে এনেছিলেন তার নাম টুয়ো জাফি৷ ঘানার অত্যন্ত প্রচলিত এবং জনপ্রিয় পদ এটি৷ বিভিন্ন শস্য দানা এবং মাংস দিয়ে এই পদটি রান্না করা হয়৷ ভিডিও-টিতে দেখা যাচ্ছে, ওই মহিলার হাতে একটি মাংসের খণ্ড রয়েছে৷ সেটি আসলে একটি পুরুষাঙ্গের অংশ বলেই দাবি ওই মহিলার৷
advertisement
ভিডিওটি পোস্ট করে ওই মহিলার পরামর্শ, রাস্তার দোকান থেকে খাবার কিনলে যেন প্রত্যেকেই বাড়তি সতর্ক থাকেন৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পরই নেটমাধ্যমে তা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷
advertisement
কেউ ওই মহিলাকে পরামর্শ দিয়েছেন বিষয়টি পুলিশকে জানানোর জন্য৷ কারণ যাঁরা ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন না, তাঁরা হয়তো এই ঘটনার কথা জানতেই পারবেন না৷ আবার কারও দাবি, মহিলা যে জিনিসটিকে পুরুষাঙ্গ বলে দাবি করছেন সেটি আসলে একটি মাশরুমের টুকরো৷ আর একজন ইন্টারনেট ব্যবহারকারী অবশ্য দাবি করেছেন, অভিযোগ খতিয়ে দেখা উচিত পুলিশের৷ যদি দেখা যায় যে ওই মহিলার দাবি মিথ্যে এবং সস্তায় প্রচার পাওয়ার জন্য তিনি এ রকম করেছেন, তাহলে তাঁর কঠোর শাস্তি হওয়া উচিত৷
advertisement
তবে এই প্রথম নয়৷ ২০১৬ সালেও ঘানার আকরার বাসিন্দা এক মহিলা খাবারে পুরুষাঙ্গ পাওয়ার অভিযোগ করেছিলেন৷ আকৌসা নামে ওই মহিলা পুলিশের দ্বারস্থ হয়ে ওই পুরুষাঙ্গের ডিএনএ পরীক্ষারও দাবি তোলেন৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Ghana woman finds penis in food: খাবারের ভিতরে ওটা কি পুরুষাঙ্গ? আঁতকে উঠলেন মহিলা, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement