Viral Video: বিয়েতে এ কী উপহার দিলেন বন্ধুরা ! বাক্সের ভিতরে আসলে কী ছিল ? দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video of Wedding gift: বিশাল বাক্সের ভিতরে কী থাকতে পারে, তা মোটামুটি প্রত্যেকেই আন্দাজ করে নিয়েছিলেন ৷ কিন্তু সবার মনেই একটা প্রশ্ন ছিল ৷ এ ভাবে কেন সবাইকে দেখাতে দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে জিনিসটি ৷

Photo: Instagram
Photo: Instagram
নয়াদিল্লি: বিয়েতে বন্ধু-বান্ধবরা অনেকে অনেক মজাই করে থাকেন ৷ বর-বউকে কে কী উপহার দেবে, তা নিয়েও চলে নানা প্ল্যানিং ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে (Viral Video) দেখা গিয়েছে, বিয়ের গিফট হিসেবে একটা অদ্ভূত প্ল্যানিংই করেছেন বন্ধুরা ৷ হাতে ওয়াশিং মেশিনের একটি বিশাল বাক্স হাতে বিয়ে বাড়িতে ঢোকেন ৫-৬ জন বন্ধু ৷ একেবারে বিয়ে বাড়ির গেট থেকে বর-বউয়ের বসার জায়গা পর্যন্ত উপহারটি নিয়ে যাওয়ার ভিডিও শ্যুট করা হয় (Viral Video Of Wedding Gift) ৷
advertisement
advertisement
বিশাল বাক্সের ভিতরে কী থাকতে পারে, তা মোটামুটি প্রত্যেকেই আন্দাজ করে নিয়েছিলেন ৷ কিন্তু সবার মনেই একটা প্রশ্ন ছিল ৷ এ ভাবে কেন সবাইকে দেখাতে দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে জিনিসটি ৷ বিয়েতে উপহার তো প্রত্যেকেই দেন ৷ তাই বলে এত প্রচারের কী আছে ! আদৌ ওয়াশিং মেশিং বা কোনও ইলেকট্রনিক্স জিনিস রয়েছে তো বাক্সের ভিতর ? এই সব প্রশ্ন সকলের মনেই উঠতে থাকে ৷
advertisement
ইনস্টাগ্রামে আপলোড হওয়া ভিডিওটির ক্যাপশনেও লেখা- ভিডিওটি একেবারে শেষপর্যন্ত দেখুন... ৷ সত্যি সবার শেষে যা দেখা গেল, তা চমকে দেওয়ার মতোই ৷ উপহারটি বর-বউয়ের হাতে তুলে দেওয়ার পর সবাই মিলে সেটির ছবিও তোলেন ৷ কিন্তু তারপরেই বোঝা যায় বিষয়টা আসলে কী ৷ আসলে বাক্সের ভিতর কিছুই ছিল না ! পুরো খালি ! হালকা বাক্স হাতে ধরতেই বর-বউ বুঝতে পারেন, আসলে কেমন উপহার এনেছেন বন্ধুরা ৷ ছবি তোলা শেষ হয়ে গেলেই বাক্সটি পাশে ফেলেও দেন বর ৷ বিষয়টা জানাজানি হতেই বিয়েবাড়িতে হাসির রোল ওঠে ৷ আসলে এটা ছিল বন্ধুদের করা একটি ‘প্র্যাঙ্ক’! দিব্যি বোকা বেনে গেলেন অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়েতে এ কী উপহার দিলেন বন্ধুরা ! বাক্সের ভিতরে আসলে কী ছিল ? দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement