Viral Video: বিয়েতে এ কী উপহার দিলেন বন্ধুরা ! বাক্সের ভিতরে আসলে কী ছিল ? দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video of Wedding gift: বিশাল বাক্সের ভিতরে কী থাকতে পারে, তা মোটামুটি প্রত্যেকেই আন্দাজ করে নিয়েছিলেন ৷ কিন্তু সবার মনেই একটা প্রশ্ন ছিল ৷ এ ভাবে কেন সবাইকে দেখাতে দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে জিনিসটি ৷
নয়াদিল্লি: বিয়েতে বন্ধু-বান্ধবরা অনেকে অনেক মজাই করে থাকেন ৷ বর-বউকে কে কী উপহার দেবে, তা নিয়েও চলে নানা প্ল্যানিং ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে (Viral Video) দেখা গিয়েছে, বিয়ের গিফট হিসেবে একটা অদ্ভূত প্ল্যানিংই করেছেন বন্ধুরা ৷ হাতে ওয়াশিং মেশিনের একটি বিশাল বাক্স হাতে বিয়ে বাড়িতে ঢোকেন ৫-৬ জন বন্ধু ৷ একেবারে বিয়ে বাড়ির গেট থেকে বর-বউয়ের বসার জায়গা পর্যন্ত উপহারটি নিয়ে যাওয়ার ভিডিও শ্যুট করা হয় (Viral Video Of Wedding Gift) ৷
advertisement
advertisement
বিশাল বাক্সের ভিতরে কী থাকতে পারে, তা মোটামুটি প্রত্যেকেই আন্দাজ করে নিয়েছিলেন ৷ কিন্তু সবার মনেই একটা প্রশ্ন ছিল ৷ এ ভাবে কেন সবাইকে দেখাতে দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে জিনিসটি ৷ বিয়েতে উপহার তো প্রত্যেকেই দেন ৷ তাই বলে এত প্রচারের কী আছে ! আদৌ ওয়াশিং মেশিং বা কোনও ইলেকট্রনিক্স জিনিস রয়েছে তো বাক্সের ভিতর ? এই সব প্রশ্ন সকলের মনেই উঠতে থাকে ৷
advertisement
ইনস্টাগ্রামে আপলোড হওয়া ভিডিওটির ক্যাপশনেও লেখা- ভিডিওটি একেবারে শেষপর্যন্ত দেখুন... ৷ সত্যি সবার শেষে যা দেখা গেল, তা চমকে দেওয়ার মতোই ৷ উপহারটি বর-বউয়ের হাতে তুলে দেওয়ার পর সবাই মিলে সেটির ছবিও তোলেন ৷ কিন্তু তারপরেই বোঝা যায় বিষয়টা আসলে কী ৷ আসলে বাক্সের ভিতর কিছুই ছিল না ! পুরো খালি ! হালকা বাক্স হাতে ধরতেই বর-বউ বুঝতে পারেন, আসলে কেমন উপহার এনেছেন বন্ধুরা ৷ ছবি তোলা শেষ হয়ে গেলেই বাক্সটি পাশে ফেলেও দেন বর ৷ বিষয়টা জানাজানি হতেই বিয়েবাড়িতে হাসির রোল ওঠে ৷ আসলে এটা ছিল বন্ধুদের করা একটি ‘প্র্যাঙ্ক’! দিব্যি বোকা বেনে গেলেন অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই ৷
Location :
First Published :
December 08, 2021 11:55 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়েতে এ কী উপহার দিলেন বন্ধুরা ! বাক্সের ভিতরে আসলে কী ছিল ? দেখুন ভাইরাল ভিডিও