Funny Jokes: জিলিপি খেয়ে মায়ের কাছে চিনি চাইল চিন্টু! কারণ জানলে হেসে মরে যাবেন!

Last Updated:

Funny Viral Jokes: মনকে হালকা করতে কিংবা মানসিক চাপ কাটাতে একটা জিনিসের বড়ই দরকার। সেটা হল প্রাণখোলা হাসি। আসলে এই জরুরি জিনিসটাই মানুষ যেন কাজের চাপে আজ ভুলতে বসেছে।

জিলিপি খেয়ে মায়ের কাছে চিনি চাইল চিন্টু! কারণ জানলে হেসে মরে যাবেন!
জিলিপি খেয়ে মায়ের কাছে চিনি চাইল চিন্টু! কারণ জানলে হেসে মরে যাবেন!
কলকাতা: বর্তমানে আমরা কেরিয়ার, অর্থ, সাফল্য- এ সবের পিছনেই খালি ছুটে চলেছি। সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু হয়, আর কাজ চলতে থাকে সেই ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত। এই ব্যস্ততার মাঝে নিজস্ব সময়ের বড়ই অভাব থেকে যায়। তার সঙ্গে চলে আসতে থাকে নানা রকম মানসিক অশান্তিও। এই সময় মনকে হালকা করতে কিংবা মানসিক চাপ কাটাতে একটা জিনিসের বড়ই দরকার। সেটা হল প্রাণখোলা হাসি। আসলে এই জরুরি জিনিসটাই মানুষ যেন কাজের চাপে আজ ভুলতে বসেছে।
তাই আমরা নিয়ে এলাম ভাইরাল হওয়া কিছু মজাদার জোকস। যা অনায়াসে মুখে ছড়িয়ে দেবে হাসির আভা। যাই হোক, বেশি কথা না-বাড়িয়ে দেখেই নেওয়া যাক সেই জোকসগুলি। যা পড়ে প্রাণ, মন খুলে হাসতে পারবেন সবাই।
এক দিন পেট ভরে জিলিপি খেল চিন্টু। তার পরেই মায়ের কাছে চিনি চাইল সে।
advertisement
advertisement
মা: এখন আবার চিনি খাবি কেন?
চিন্টু: স্কুলে স্যার বলেছেন, খাওয়ার পরে মিষ্টি কিছু খেয়ে নেওয়া উচিত।
হঠাৎ বাইরে বেশ কোলাহল শুনতে পেলেন শাশুড়ি।
শাশুড়ি: বাইরে কে, বউমা?
advertisement
পুত্রবধূ: মা এক ভিখারি এসেছিল। আমি তাড়িয়ে দিয়েছি।
শাশুড়ি (যারপরনাই রেগে গিয়ে): আরে, আমাকে না-জিজ্ঞেস করেই ভিখারিকে তাড়িয়ে দিলে? এখনই তাকে ডাকো!
শাশুড়ির কথামতো পুত্রবধূ ভিখারিকে ফের ডেকে পাঠালেন। আর ডাক শুনেই তড়িঘড়ি ছুটে আসে সেই ভিখারি।
শাশুড়ি: শোনো ভিখারি, আমি এই বাড়ির মালকিন! তাই সাবধান করছি, আবার যদি ভিক্ষা চাইতে এখানে এসেছো! বেরোও এখান থেকে...
advertisement
শিক্ষক: চিন্টু, আজ তুমি কী রকম ভাল কাজ করেছো?
চিন্টু: এক জন ভদ্রলোক বাস মিস করেছিলেন। এর পর তিনি সেই বাসটিকে ধরার জন্য তার পিছনে ছুটতে শুরু করেন।
শিক্ষক: তো! তাতে কী হয়েছে?
চিন্টু: ভদ্রলোককে ও-ভাবে দৌড়তে দেখে আমি আমার পোষা কুকুরটিকে তাঁর পিছনে ছেড়ে দিয়েছি। আর কুকুরের তাড়া খেয়ে ভয়ে পড়িমরি করে ছুটে ভদ্রলোক ওই বাসটিকে ধরে ফেলেন।
advertisement
এই মুহূর্তে শিক্ষক চিন্টুকে দৌড় করাচ্ছেন...
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Funny Jokes: জিলিপি খেয়ে মায়ের কাছে চিনি চাইল চিন্টু! কারণ জানলে হেসে মরে যাবেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement