সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও বিমানের যাবতীয় যাত্রী এমনকি সোশ্যাল মিডিয়ার সবাইকে হাসিয়ে দিয়েছেন। ভিডিওটিতে একজন পুরুষ ফ্লাইট অ্যাটেনডেন্ট বিমানে ইন্টারকমে নিরাপত্তা নির্দেশাবলী ঘোষণা করছেন , তার বলার ভঙ্গিমা সকলকে হাসিয়ে দিয়েছিল।
NowThis নামক একটি পেজ এটি টুইটারে শেয়ার করেছে। আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা নিজের কাজকে খুব ভালোবাসেন এবং খুবই আনন্দ ও মজার সঙ্গে তার কাজকে সম্পন্ন করে।
ভিডিওটি বিশেষ করে এই ফ্লাইট অ্যাটেনডেন্টের ওপর তৈরি করা হয়েছে যিনি বিমানে যাত্রীদের খুশি করার জন্য এবং তাদের মুডকে ভালো রাখার জন্য খুবই হাস্যকরভাবে ইন্টারকমে নিরাপত্তা নির্দেশাবলী ঘোষণা করছিলেন। তার কথা বলার ভঙ্গিমা তাকে সবার থেকে আলাদা করে। খুবই মজার সঙ্গে তিনি বলেন যে সন্তান বা স্ত্রীকে সাহায্য করার আগে নিজের অক্সিজেনের প্রয়োজনের যত্ন নেওয়ার দরকার। শুধু তাই নয় যারা সঙ্গে নকল ব্র্যান্ডের পার্স রেখেছিলেন , তাদেরকেও বিদ্রুপ করতে ছাড়েননি তিনি। ভিডিওটি এখানে দেখুন-
‘If you are traveling with more than one child, first of all, why, sweetie? We’re going to Puerto Rico.’
This sassy flight attendant is going viral for his tongue-in-cheek safety instructions while his plane was stuck on the tarmac due to delays. pic.twitter.com/lxD6kar7vV — NowThis (@nowthisnews) January 19, 2023
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল "'যদি আপনি একাধিক সন্তানের সঙ্গে ভ্রমণ করেন, তাহলে প্রথমেই বলি, কেন, সুইটি? আমরা পুয়ের্তো রিকোতে যাচ্ছি।’ এই স্যাসি ফ্লাইট অ্যাটেনডেন্ট তার হাস্যকর নিরাপত্তা নির্দেশাবলীর জন্য ভাইরাল হয়েছেন। কারণ প্লেনটি বিলম্বের কারণে টারম্যাকে আটকে ছিল, "
সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি বহু মানুষের মন জয় করেছে। ভিডিও ক্লিপটি ৭৭.৪ হাজারেরও বেশি ভিউ এবংনেটিজেনদের বহু প্রতিক্রিয়া অর্জন করেছে। ফ্লাইট অ্যাটেনডেন্টের হাসিখুশি স্বভাব সবার মুখে হাসি ফুটিয়েছে। এয়ারলাইন্সের উচিত যাত্রীদের মেজাজ ভাল রাখতে এবং প্রয়োজনে যাত্রীদের সাহায্য করতে এই ধরণের হাসিখুশি লোকেদের অ্যাটেনডেন্ট হিসাবে রাখার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Airlines, Flight, Internet, Viral Video