মহিলা SDM-এর অভিযানে চমক, অবৈধ মদের বদলে হোটেলে যা মিলল ! অবাক হয়ে গেলেন সবাই

Last Updated:

Firozabad News : পুলিশ ও আবগারি দফতরের বিশেষ টিমকে সঙ্গে নিয়ে অভিযান চালান। কিন্তু তল্লাশিতে যা উদ্ধার হল তাতে সকলের চক্ষু চড়কগাছ।

মহিলা SDM- এর অভিযানে চমক, অবৈধ মদের বদলে হোটেলে যা মিলল !
মহিলা SDM- এর অভিযানে চমক, অবৈধ মদের বদলে হোটেলে যা মিলল !
ফিরোজাবাদ, উত্তর প্রদেশ: হোটেলে রমরমিয়ে অবৈধ মদের কারবার চলছে। এমনই অভিযোগ জমা পড়ে উত্তর প্রদেশের ফিরোজাবাদের এসডিএম কৃতী রাজের কাছে। তিনি আর দেরি করেননি। পুলিশ ও আবগারি দফতরের বিশেষ টিমকে সঙ্গে নিয়ে অভিযান চালান। কিন্তু তল্লাশিতে যা উদ্ধার হল তাতে সকলের চক্ষু চড়কগাছ।
শিকোহাবাদের বালাজি রোডের গায়েই বড় হোটেল। সেখানেই প্রচুর পরিমাণে অবৈধ মদ মজুত করা হয়েছে। শুধু তাই নয়,চলছে মদের অবৈধ কারবারও। এই খবর পাওয়া মাত্র তহসিলদার, আবগারি বিভাগ এবং পুলিশকে নিয়ে যৌথ অভিকযান চালান এসডিএম।
advertisement
advertisement
বিশাল পুলিশ বাহিনী দেখে হোটেলে হইচই পড়ে যায়। শুরু হয় তল্লাশি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, হোটেল থেকে এক বোতল মদও উদ্ধার হয়নি। তবে এক প্রেমিক যুগলকে আটক করে পুলিশ। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। ভিড় জমে যায় হোটেলের বাইরে।
অভিযোগ, ফিরোজাবাদের হোটেল এবং রেস্তরাঁগুলিতে অবৈধ মদ এবং দেহব্যবসা চলছে। শুধু তাই নয়, বেশিরভাগ হোটেলেরই লাইসেন্স নেই বলেও অভিযোগ। তারপর থেকেই শুরু হয়েছে অভিযান। বিভিন্ন জায়গায় তল্লাশিও চালাচ্ছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সদ্য নিযুক্ত এসডিএম কৃতী রাজ এবং আবগারি দফতরের কাছে বালাজি রোডের একটি হোটেলে অবৈধ মদ এবং অনৈতিক কার্যক্রম চলছে বলে খবর যায়। রাতেই অভিযানে নামে পুলিশ।
advertisement
তল্লাশির সময় হোটেলের একটি রুম থেকে এক প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় পাকড়াও করে পুলিশ। উদ্ধার হয় আপত্তিকর সামগ্রী। এরপর হোটেলটি সিল করে দেওয়া হয়েছে। যুগলকে থানায় নিয়ে আসে পুলিশ।
advertisement
তল্লাশির সময় হোটেল মালিক ঘটনাস্থলে ছিলেন না। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) সমস্ত এসডিএম এবং খাদ্য সুরক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে তাঁরা যেন নিজেদের অঞ্চলে এ ধরনের কার্যকলাপ বন্ধ করতে উপযুক্ত পদক্ষেপ নেন।
advertisement
তবে হোটেলে অবৈধ মদের মজুত পাওয়া যায়নি। এই বিষয়ে এসডিএম কৃতী রাজ জানিয়েছেন, বিষয়টা নিয়ে তদন্ত চলছে। সিও প্রবীণ কুমার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এক যুগলকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুজনেই শিকোহাবাদের বাসিন্দা। তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে অবৈধ মদ উদ্ধার হয়নি। হোটেলের কর্মী এবং ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়াই হোটেলটি চলছিল। তাই সিল করে দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মহিলা SDM-এর অভিযানে চমক, অবৈধ মদের বদলে হোটেলে যা মিলল ! অবাক হয়ে গেলেন সবাই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement