ভূস্বর্গে মধুচন্দ্রিমায় পুত্র-পুত্রবধূ, আচমকাই অজ্ঞাতপরিচয় নম্বর থেকে ফোন এল ব্যবসায়ীর কাছে; ছেলের পরিণতি শুনে হাড়হিম প্রৌঢ়ের!

Last Updated:

Honeymoon Viral Story: গত ৭ ডিসেম্বরের ঘটনা। অজ্ঞাতপরিচয় নম্বর থেকে একটি ফোন পান রামাবতার। ফোন তুলতেই উল্টো দিক থেকে শুনতে পান এক পুলিশ অফিসারের কণ্ঠস্বর। যিনি দাবি করেন যে, আপনার ছেলেকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

আচমকাই অজ্ঞাতপরিচয় নম্বর থেকে ফোন এল ব্যবসায়ীর কাছে; ছেলের পরিণতি শুনে হাড়হিম প্রৌঢ়ের! (Representative Image)
আচমকাই অজ্ঞাতপরিচয় নম্বর থেকে ফোন এল ব্যবসায়ীর কাছে; ছেলের পরিণতি শুনে হাড়হিম প্রৌঢ়ের! (Representative Image)
আলওয়ার, রাজস্থান: স্ত্রী-কে নিয়ে মধুচন্দ্রিমায় কাশ্মীর গিয়েছিলেন এক ব্যক্তি। এরপর আচমকাই তাঁর বাবার কাছে একটা ফোন আসে। সেই ফোনে ছেলের ভয়ানক পরিণতির কথা শুনে চমকে গিয়েছিলেন বাবাও। কিন্তু কী এমন ঘটেছিল? সেটাই জেনে নেওয়া যাক।
এভাবে আচমকা কোনও অজ্ঞাতপরিচয় নম্বর থেকে ফোন করে নিজের কোনও প্রিয়জন যদি সাহায্যের জন্য আর্তি করেন, তাহলে কেমন লাগবে? বলাই বাহুল্য যে, প্রিয়জনের এমন ভয়ানক পরিণতির শুনলে শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত নামতে বাধ্য! যে কোনও ভাবে তাঁকে সাহায্য করার চিন্তাই প্রথমে মাথায় আসবে।
advertisement
advertisement
ঠিক এরকমই এক ঘটনা ঘটেছে রাজস্থানের অলওয়ারের বাসিন্দা রামাবতার গুপ্তা নামে এক ব্যবসায়ীর সঙ্গে। আসলে তাঁর পুত্র এবং পুত্রবধূ মধুচন্দ্রিমায় গিয়েছেন ভূস্বর্গে। এরপর আচমকাই একদিন একটি ফোন পান ওই ব্যবসায়ী। ফোনে শোনেন ছেলের ভয়ঙ্কর পরিণতির কথা! সেই কথা শুনে একপ্রকার হতবাক হয়ে গিয়েছিলেন বাবা।
advertisement
আসলে গত ৭ ডিসেম্বরের ঘটনা। অজ্ঞাতপরিচয় নম্বর থেকে একটি ফোন পান রামাবতার। ফোন তুলতেই উল্টো দিক থেকে শুনতে পান এক পুলিশ অফিসারের কণ্ঠস্বর। যিনি দাবি করেন যে, আপনার ছেলেকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। রামাবতারকে ওই পুলিশকর্মী বলেছিলেন যে, ছেলেকে যদি এই মামলা থেকে ছাড়াতে হয়, তাহলে তাঁকে ৩ লক্ষ টাকা পাঠাতে হবে। সেটা না করা হলে তাঁর পুত্রের জেলযাত্রা কিছুতেই আটকানো যাবে না। এই কথা শুনে রামাবতারের পায়ের তলার জমি রীতিমতো সরে যায়। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে পড়শিদের সাহায্য চান।
advertisement
রামাবতারের বাড়ির পাশেই থাকেন সত্য বিজয়। তিনিও পেশায় ব্যবসায়ী। সত্য বিজয়কে গোটা ঘটনার কথা জানান। এরপর তিনি রামাবতারের কাছে আসা ফোনের নম্বর চেক করেন। হোয়াটসঅ্যাপের ডিসপ্লে ছবি দেখতে পান। যেখানে ছিল এক পুলিশকর্মীর ছবি। সত্য বিজয় বুঝতে পারেন যে, এটা একটা সাইবার জালিয়াতির ঘটনা। সঙ্গে সঙ্গে রামাবতারকে সতর্ক করে দেন তিনি।
advertisement
সত্য বিজয় জানান যে, এই একই ঘটনা ঘটেছে তাঁর ভাইপোর সঙ্গেও। কেউ তাঁকে কল করে হুমকি দিয়ে টাকা দাবি করেছেন। রামাবতারও বুঝতে পারেন যে সাইবার প্রতারকদের ফাঁদে পড়েছেন। তিনি অভিযুক্তকে ফোনে বলেন যে, তাঁর পাশে পুলিশও রয়েছে। এটা শোনামাত্রাই প্রতারক কল ডিসকানেক্ট করে দেন।
এদিকে রামাবতারের পুত্র যেহেতু স্ত্রীকে নিয়ে কাশ্মীর গিয়েছেন, তাই তাঁদের ফোন স্যুইচড অফ ছিল। যার জেরে সরাসরি নিজের ছেলেকে ফোন করে বিষয়টি স্পষ্ট করতে পারেননি তিনি। আর এই বিষয়টারই সুযোগ নিয়েছিল প্রতারকরা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভূস্বর্গে মধুচন্দ্রিমায় পুত্র-পুত্রবধূ, আচমকাই অজ্ঞাতপরিচয় নম্বর থেকে ফোন এল ব্যবসায়ীর কাছে; ছেলের পরিণতি শুনে হাড়হিম প্রৌঢ়ের!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement