নাম ভাঁড়িয়ে মহাকুম্ভ মেলায় প্রবেশ, পুলিশের জালে যুবক ! আত্মীয়-পরিজনেরা যা বললেন… চক্ষু চড়কগাছ তদন্তকারীদেরও

Last Updated:

Etah News : যুবকের নাম আয়ুব আলি। সে উত্তর প্রদেশের ইটাহ-র বাসিন্দা। আপাতত আয়ুবের অতীত সম্পর্কে তদন্ত করে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। তবে এই ঘটনায় মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

নাম ভাঁড়িয়ে মহাকুম্ভ মেলায় প্রবেশ, পুলিশের জালে যুবক !
নাম ভাঁড়িয়ে মহাকুম্ভ মেলায় প্রবেশ, পুলিশের জালে যুবক !
রবিকান্ত শর্মা, ইটাহ: প্রয়াগরাজে মহাসাড়ম্বরে পালিত হচ্ছে মহাকুম্ভ। আর এই মহাকুম্ভ মেলার সাক্ষী থাকতে কোটি কোটি মানুষ ভিড় জমিয়েছেন সেখানে। ফলে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। কিন্তু এই নিরাপত্তার ফাঁক গলেই নাম ভাঁড়িয়ে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় প্রবেশের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই যুবকের নাম আয়ুব আলি। সে উত্তর প্রদেশের ইটাহ-র বাসিন্দা। আপাতত আয়ুবের অতীত সম্পর্কে তদন্ত করে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। তবে এই ঘটনায় মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
অভিযোগ, নাম বদলে দাসনা মন্দিরের মহন্ত ইয়াতি নরসিমহানন্দের আখড়ায় প্রবেশ করতে চাইছিল আয়ুব। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। আর তার গ্রেফতারির পরেই নড়চড়ে বসেছে নিরাপত্তা সংস্থাগুলি। এদিকে গভীর রাতে দলবল নিয়ে ইটাহ-র আলিগঞ্জ শহরতলির লুহারি দরওয়াজা মহল্লায় আয়ুবের বাড়িতে যায় পুলিশ। সেখানে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, মহাকুম্ভ মেলা থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভুয়ো পরিচয় নিয়ে সে ইয়াতি নরসিমহানন্দের আখড়ায় প্রবেশ করার চেষ্টা করছিল। ধৃত ব্যক্তির আসল নাম আয়ুব আলি। অথচ আয়ুশ নাম ব্যবহার করে সে ওই আখড়ায় প্রবেশ তরতে চাইছিল। তদন্তে জানা গিয়েছে যে, আয়ুবের মা-বাবা জয়পুরে থাকেন। তার বাবার নাম শাকির এবং মায়ের নাম চুন্নি দেবী। কিন্তু আয়ুব কুম্ভ মেলায় কী মতলবে এসেছিল? আর কেনই বা সে ভুয়ো নাম-পরিচয় ব্যবহার করেছিল? সেটাই তদন্ত করে দেখার চেষ্টা করছে নিরাপত্তা সংস্থাগুলি।
advertisement
১-২ মাসে বাড়ি যেত আয়ুব:
আয়ুবের আত্মীয়া তবস্সুম বলেন, মাদকাসক্ত ছিল আয়ুব। মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করত সে। প্রতি ১-২ মাসে বাড়ি আসত। আবার আচমকাই বাড়ি ছেড়ে বেরিয়েও যেত। দাদুর মৃত্যুর পরে তিন-চার মাসে আগে আলিগঞ্জে এসেছিল আয়ুব। তার পাঁচ বোন রয়েছে। এদের মধ্যে একজন আবার বিবাহিত।
advertisement
অভিযুক্তের পরিবারেরই এক সদস্য আসমা বলেন যে, দাদুর মৃত্যুর পর আয়ুব এসেছিল। কিন্তু সব সময় মাদকের নেশায় বুঁদ থাকত সে। দাদুর মৃত্যুর পর এলেও তারপর আচমকাই কোথায় যেন উধাও হয়ে গিয়েছিল সে। তারপর থেকে সে কোথায় রয়েছে, সেটা পরিবারের কেউই জানতেন না। পরিবারের সদস্যরা শুধু জানতে পেরেছেন যে, নাম ভাঁড়িয়ে আয়ুব কুম্ভে গিয়েছিল। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
নাম ভাঁড়িয়ে মহাকুম্ভ মেলায় প্রবেশ, পুলিশের জালে যুবক ! আত্মীয়-পরিজনেরা যা বললেন… চক্ষু চড়কগাছ তদন্তকারীদেরও
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement