Farmer Founds Buffalo Via Insta Reels: রিলস দেখেই হারানো মোষকে ফিরে পেলেন কৃষক! বিস্তারিত জানুন

Last Updated:

Farmer Founds Buffalo Via Insta Reels: এক বছর আগে কৃষক মোহিত তার চুরি হওয়া মোষের রিপোর্ট থানায় দায়ের করেছিলেন, কিন্তু পুলিশ সেসময় কোনও সমাধান করতে পারেনি। শেষমেশ মোষকে চিনতে পারলেন ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে।

রিলস দেখেই হারানো মোষকে ফিরে পেলেন কৃষক! বিস্তারিত জানুন
রিলস দেখেই হারানো মোষকে ফিরে পেলেন কৃষক! বিস্তারিত জানুন
বুলন্দশহর: উত্তরপ্রদেশের বুলন্দশহরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বিস্তারিত জানলে হাসি তো পাবেই, অবাকও হবেন গ্যারান্টি৷
এক বছর আগে কৃষক মোহিত তার চুরি হওয়া মোষের রিপোর্ট থানায় দায়ের করেছিলেন, কিন্তু পুলিশ সেসময় কোনও সমাধান করতে পারেনি। তবে, এক বছর পর সেই কৃষক নিজেই হঠাৎ তার চুরি হওয়া মোষকে চিনতে পারলেন, তাও ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে!
advertisement
advertisement
ঘটনাটি ঠিক কী? বুলন্দশহরের গুলাবটি থানার অন্তর্গত ক্যাথলা গ্রামে বসবাসকারী মোহিতের মোষটি এক বছর আগে চুরি হয়ে যায়। তিনি এ বিষয়ে থানায় রিপোর্ট করেন, কিন্তু পুলিশ কোনও সূত্র খুঁজে পায়নি। এক বছর কেটে যায়, সবাই মোষটির কথা ভুলে যায়। তবে, এক মাস আগে মোহিত ইনস্টাগ্রামে একটি ভিডিওতে হঠাৎই সেই মোষকে দেখে চিনে ফেলেন। ভিডিওটি ছিল মাওয়ানা থানার খেড়ি মণিহার গ্রামের, এবং সেই মোষ ছিল মোহিতের।
advertisement
মোহিত সরাসরি থানায় ছুটে যান। সেখানে থানার কর্মকর্তাদের জানানোর পর তারা খেড়ি মণিহার গ্রামের কৃষক পরবিন্দরের বাড়ি যান। পরবিন্দর জানান, তিনি মোষটি শামলির বাসিন্দা ভুরা নামে একজনের কাছ থেকে কিনেছিলেন। পুলিশ ভুরাকে হাজির করার নির্দেশ দেয় এবং আট দিনের মধ্যে তদন্তের আশ্বাস দেয়।
advertisement
স্থানীয়দের মতে, ওই অঞ্চলে পশু চুরির ঘটনা ক্রমেই বাড়ছে। অনেকেই পশু হারিয়েছেন, তবে কেউ তাদের পশু ফেরত পাননি। তারা অভিযোগ করেন, পুলিশ এইসব চুরির ঘটনাকে গুরুত্ব সহকারে গ্রহণ করে না। এই কারণেই বারবার এমন চুরির ঘটনা ঘটছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Farmer Founds Buffalo Via Insta Reels: রিলস দেখেই হারানো মোষকে ফিরে পেলেন কৃষক! বিস্তারিত জানুন
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement