Facebook Viral Wedding: অমোঘ প্রেমের টান, ৪ সন্তানকে ভুলে ৫ সন্তানের মাকে নিয়ে পালালো স্বামী! ফেসবুকে ছবি দেখতেই স্ত্রী যা করলেন...

Last Updated:

উত্তর প্রদেশে ৪ সন্তানের বাবা গোপাল ৫ সন্তানের মা গীতাকে নিয়ে পালিয়ে বিয়ে করেন. ফেসবুকে বিয়ের ছবি দেখে গোপালের স্ত্রী ক্ষুব্ধ হয়ে গয়না ও টাকা ফেরত চান. পুলিশে অভিযোগ জমা পড়েনি.

অমোঘ প্রেমের টান, ৪ সন্তানকে ভুলে ৫ সন্তানের মাকে নিয়ে পালালো স্বামী! ফেসবুকে ছবি দেখতেই স্ত্রী যা করলেন...AI Image
অমোঘ প্রেমের টান, ৪ সন্তানকে ভুলে ৫ সন্তানের মাকে নিয়ে পালালো স্বামী! ফেসবুকে ছবি দেখতেই স্ত্রী যা করলেন...AI Image
সিদ্ধার্থনগর: উত্তর প্রদেশের একটি চমকে যাওয়ার মতো একটি ঘটনা সামনে এসেছে। প্রেমে পাগল এক বিবাহিত পুরুষ ও এক বিবাহিত মহিলা নিজেদের পরিবার ও সন্তানদের ছেড়ে একে অপরের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন।
চমকে দেওয়ার মতো বিষয় এটাই, পুরুষটির ৪ সন্তান এবং মহিলার ৫ সন্তান রয়েছে। একসঙ্গে তাঁদের ৯টি সন্তানকে ফেলে রেখে তাঁরা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন।
advertisement
ঘটনার প্রকাশ ঘটে যখন স্বামী ফেসবুকে স্ত্রীর সঙ্গে তোলা বিয়ের ছবি পোস্ট করেন। ছবি দেখে হতবাক হয়ে যান প্রথম স্ত্রী, এবং তিনি একটি আর্থিক দাবি জানান।
advertisement
ঘটনা প্রায় এক সপ্তাহ আগের। জানা গিয়েছে, মহরিয়া গ্রামের গীতা নামের পাঁচ সন্তানের মা একই গ্রামের চার সন্তানের বাবা গোপাল-এর সঙ্গে পালিয়ে যান। ৫ এপ্রিল গোপালের ফেসবুক প্রোফাইলে তাঁদের বিয়ের ছবি দেখে গ্রামবাসীরা বিষয়টি জানায় গীতার স্বামী শ্রীচন্দ্র ও গোপালের স্ত্রীকে।
advertisement
গীতার পরিবার ভেবেছিল তিনি বাপের বাড়ি গিয়েছেন। কিন্তু ফেসবুকের ছবি দেখে সব স্পষ্ট হয়ে যায়। শ্রীচন্দ্র বলেন, “আমার গীতার সঙ্গে আর কোনও সম্পর্ক নেই, আমি শুধু গয়না ও টাকা ফেরত চাই।” গোপালের স্ত্রী জানান, “গোপাল আমার কাছে মৃত। ও যেখানে খুশি থাকুক, আমি চাই ও আমাদের সন্তানদের খরচ বহন করুক। আমি হাসপাতালের ঝাড়ুদারের কাজ করে সংসার চালাচ্ছি।”
advertisement
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Facebook Viral Wedding: অমোঘ প্রেমের টান, ৪ সন্তানকে ভুলে ৫ সন্তানের মাকে নিয়ে পালালো স্বামী! ফেসবুকে ছবি দেখতেই স্ত্রী যা করলেন...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement