মানুষের বয়স কোনদিনও থেমে থাকে না। বছর পেরোতেই বয়সের খাতায় একটা করে সংখ্যা যোগ হয়। তবে বয়স হলেই যে মানুষের মনের এবং শরীরের শক্তি কমে যায় এই ধারণাটা সম্পূর্ণ ঠিক না ।
অনেক মানুষ পৃথিবীতে এমনও আছেন যাদের কাছে বয়স শুধুই একটি সংখ্যা। মানুষের আসল শক্তি হল মনের সুখ এবং খুশি। যে মানুষ মন থেকে সুখী , সে তার সুখের প্রকাশ বিভিন্নভাবে করে থাকে। কেউ গান গেয়ে , কেউ নাচ করে কেউ আবার খেলাধুলার মাধ্যমে। আমরা বিয়েরঅনুষ্ঠানে বহু তরুণকেই নাচতে গান গাইতে দেখেছি। নাচ হল মনের খুশির বহিঃপ্রকাশ।
কিন্তু ডান্স ফ্লোরে একজন ৮২ বছরের প্রবীণ যে ঝড় তুলতে পারে , ভাইরাল হওয়া একটি ভিডিওতে তা সবার সামনে তুলে ধরা হয়েছে। তার নাচ দেখে তার বয়সের হিসাব লাগানো কঠিন। যে কোন তরুণকে নাচে হার মানাতে তিনি প্রস্তুত। ভিডিওটি এখানে দেখুন-
View this post on Instagram
ওই প্রবীণ ব্যক্তির অসামান্য নাচ আপনাকেও স্থির হয়ে বসে থাকতে দেবে না। এই ভিডিওতে তাকে সমস্ত উচ্ছাসের সঙ্গে প্রানখুলে নাচতে দেখা গেছে। সেখানে উপস্থিত অন্য তরুণরা তখন হালকা নাচের ভঙ্গিমা দিতে ব্যস্ত। ৮২ বছর বয়সী ওই প্রবীনের নাচ সকলেই তাক লাগিয়ে দিয়েছিল এবং ওই ব্যক্তিকে আকর্ষণের কেন্দ্র করে তুলেছিল।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার হওয়ার পর ৫৬ লাখেরও বেশি ভিউস এবং ৪.৭ লাখেরও বেশি লাইকস অর্জন করেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance video, Instagram post, Internet, Viral Video