নাচে বাজিমাত করলেন ৮২ বছরের প্রবীণ ! হার মেনে যাবে তরুণ প্রজন্ম

Last Updated:

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে একজন ৮২ বছরের প্রবীনকে ডান্স ফ্লোর কাঁপাতে দেখা গেছে। তার নাচ দেখে তার বয়সের হিসাব লাগানো কঠিন। যে কোন তরুণকে নাচে হার মানাতে তিনি প্রস্তুত। 82 year old ma's dynamic dance

মানুষের বয়স কোনদিনও থেমে থাকে না। বছর পেরোতেই বয়সের খাতায় একটা করে সংখ্যা যোগ হয়। তবে বয়স হলেই যে মানুষের মনের এবং শরীরের শক্তি কমে যায় এই ধারণাটা সম্পূর্ণ ঠিক না ।
অনেক মানুষ পৃথিবীতে এমনও আছেন যাদের কাছে বয়স শুধুই একটি সংখ্যা। মানুষের আসল শক্তি হল মনের সুখ এবং খুশি। যে মানুষ মন থেকে সুখী , সে তার সুখের প্রকাশ বিভিন্নভাবে করে থাকে। কেউ গান গেয়ে , কেউ নাচ করে কেউ আবার খেলাধুলার মাধ্যমে। আমরা বিয়েরঅনুষ্ঠানে বহু তরুণকেই নাচতে গান গাইতে দেখেছি। নাচ হল মনের খুশির বহিঃপ্রকাশ।
advertisement
কিন্তু ডান্স ফ্লোরে একজন ৮২ বছরের প্রবীণ যে ঝড় তুলতে পারে , ভাইরাল হওয়া একটি ভিডিওতে তা সবার সামনে তুলে ধরা হয়েছে। তার নাচ দেখে তার বয়সের হিসাব লাগানো কঠিন। যে কোন তরুণকে নাচে হার মানাতে তিনি প্রস্তুত। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
advertisement
ওই প্রবীণ ব্যক্তির অসামান্য নাচ আপনাকেও স্থির হয়ে বসে থাকতে দেবে না। এই ভিডিওতে তাকে সমস্ত উচ্ছাসের সঙ্গে প্রানখুলে নাচতে দেখা গেছে। সেখানে উপস্থিত অন্য তরুণরা তখন হালকা নাচের ভঙ্গিমা দিতে ব্যস্ত। ৮২ বছর বয়সী ওই প্রবীনের নাচ সকলেই তাক লাগিয়ে দিয়েছিল এবং ওই ব্যক্তিকে আকর্ষণের কেন্দ্র করে তুলেছিল।
advertisement
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার হওয়ার পর ৫৬ লাখেরও বেশি ভিউস এবং ৪.৭ লাখেরও বেশি লাইকস অর্জন করেছে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
নাচে বাজিমাত করলেন ৮২ বছরের প্রবীণ ! হার মেনে যাবে তরুণ প্রজন্ম
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement