ইন্ডিগোর বিমান বাতিল! অনলাইনেই নিজেদের বৌভাতের অনুষ্ঠান সারলেন কর্নাটকের নবদম্পতি

Last Updated:

ইন্ডিগোর একের পর এক বিমান বাতিলের জেরে গোটা দেশেই হুলস্থুল পড়ে গিয়েছে। এরফলে অনেকেই নির্দিষ্ট সময়ে নিজের গন্তব্যে পৌঁছতে পারেননি।

অনলাইনে বিয়ে সারলেন নবদম্পতি
অনলাইনে বিয়ে সারলেন নবদম্পতি
ভুবনেশ্বর: ইন্ডিগোর একের পর এক বিমান বাতিলের জেরে গোটা দেশেই হুলস্থুল পড়ে গিয়েছে। এরফলে অনেকেই নির্দিষ্ট সময়ে নিজের গন্তব্যে পৌঁছতে পারেননি। এর মাঝেই ধরা পড়ল এক অনন্য ছবি। কর্নাটকের হুবালির সদ্য বিবাহিত ভেবেছিলেন বৌভাতে নিজের শহরে হাজির হবেন। কিন্তু, বিধি বাম। ফ্লাইট বাতিলের জেরে উপস্থিত হতে পারেননি তাঁরা। ফলে তাঁরা নিজেরাই অনলাইনে থেকে হাজির হলেন সেই অনুষ্ঠানে। আর এই অভিনব উদ্যোগ ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে কর্নাটকের হুব্বালি মেধা শিরসাগর এবং ওড়িশার ভুবনেশ্বরের সঙ্গম দাস দুজনেই পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাঁরা দুজনেই ভুবনেশ্বরে গত ২৩ নভেম্বর বিয়ে সেরে এই সপ্তাহের বুধবার কনের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু, আর এই সমস্যার জন্য আর ফেরা হয়নি।
advertisement
advertisement
কিন্তু, প্রযুক্তির সাহায্যে দূরকে কাছে এনেছেন তাঁরা। সেখানেই ভুবনেশ্বর থেকে অনলাইনে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় তাদের।
প্রসঙ্গত, গত দুদিন ধরে ইন্ডিগোর একের পর এক বিমান বাতিলের জেরে দুর্বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রীরা। অনেকেই সঠিক সময়ে নিজের গন্তব্যে পৌঁছতে পারেননি।
দিল্লি, জয়পুর, ভোপাল, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, এবং অন্যান্য বহু শহরে হাজার হাজার জন যাত্রী এর ফলে বিপাকে পড়েছেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ইন্ডিগোর বিমান বাতিল! অনলাইনেই নিজেদের বৌভাতের অনুষ্ঠান সারলেন কর্নাটকের নবদম্পতি
Next Article
advertisement
Burdwan Marriage: একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
  • শুক্রবার বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির চত্বরে বসছে গণবিবাহের আসর। সেখানেই এই একশো পঁচিশ জোড়া পাত্র পাত্রীর বিয়ে অনুষ্ঠিত হবে।

VIEW MORE
advertisement
advertisement