কৃষকের ছেলে রাতারাতি কোটিপতি ! অ্যাকাউন্টে এল ১ কোটি টাকা, গোটা গ্রামে চলল মিষ্টি বিতরণ

Last Updated:

জগন্নাথ তাঁর ড্রিম ইলেভেন দলে জে. ডফিকে অধিনায়ক এবং রউফকে সহ-অধিনায়ক বানিয়েছিলেন। তাঁর টিম মোট ১১৩৮ পয়েন্ট অর্জন করে, যার ফলে শীর্ষ স্থানে পৌঁছতে কোনও অসুবিধা হয়নি জগন্নাথের ৷ রাতারাতি কোটি টাকা জিতলেন তিনি ৷

কৃষকের ছেলে রাতারাতি কোটিপতি !
কৃষকের ছেলে রাতারাতি কোটিপতি !
Reporter: Ramjan Khan
অম্বিকাপুর, ছত্তিশগড়: ছত্তিশগড়ের সরগুজা বিভাগের জশপুর জেলার পাথলগাঁওয়ের এক কৃষকের ছেলে জগন্নাথ সিং সিদার ড্রিম ইলেভেন ফ্যান্টাসি ক্রিকেট (Dream 11) প্ল্যাটফর্মে ১ কোটি টাকা জিতে ইতিহাস তৈরি করেছেন। আদিবাসী সমাজের ছেলে জগন্নাথ গত ২৩ মার্চ নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে ফ্যান্টাসি দল তৈরি করেছিলেন। সেখানেই দিনের শেষে বাজিমাত !
advertisement
জগন্নাথ তাঁর ড্রিম ইলেভেন দলে জে. ডফিকে অধিনায়ক এবং রউফকে সহ-অধিনায়ক বানিয়েছিলেন। তাঁর দল মোট ১১৩৮ পয়েন্ট অর্জন করে ৷ যার ফলে শীর্ষ স্থানে পৌঁছতে কোনও অসুবিধা হয়নি জগন্নাথের ৷ রাতারাতি কোটি টাকা জিতলেন তিনি ৷
advertisement
advertisement
ড্রিম ইলেভেনে কোটি টাকা জিততেই জগন্নাথের গোটা গ্রামেই এখন হইচই পড়ে গিয়েছে ৷ তাঁর বাড়ির বাইরে অভিনন্দন জানাতে বহু মানুষের ভিড় জমে যায়। লোকেরা মিষ্টি বিতরণ করেন এবং জগন্নাথের সাফল্যে গর্বিত। জগন্নাথ জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে ৭ লাখ টাকা তুলে নিয়েছেন এবং ধীরে ধীরে বাকি টাকা আসছে। এই টাকা নিয়ে তিনি কী করবেন, সেই ভবিষ্যত পরিকল্পনাও জানিয়েছেন জগন্নাথ ৷
advertisement
তিনি বলেন যে, ‘‘আমাদের কাঁচা বাড়ির জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বাড়ি স্যাংকশন হয়েছিল, সেটি আমরা আরও বড় করে বানাবো। আমার বাবার ভালভাবে চিকিৎসা করাতে পারব এবং চাষের জন্য একটা নতুন ট্র্যাক্টর কিনব, যাতে আমাদের চাষের কাজ আরও সহজ হয়ে যায়।’’ জগন্নাথ এদিন আরও বলেন, ‘‘আমি কখনও ভাবিনি যে এত বড় সুযোগ পাব। এই জয় আমার এবং আমার পরিবারের জন্য স্বপ্ন পূরণের মতো।’’
advertisement
জগন্নাথকে দেখে এখন গ্রামের অন্য লোকেরাও এই খেলা খেলতে আগ্রহী । এই ঘটনা প্রমাণ করে যে ছোট গ্রামে থেকেও বড় স্বপ্ন দেখা যায় এবং তা পূরণ করাও সম্ভব। জগন্নাথ একজন কৃষক পরিবারের ছেলে, এমন অবস্থায় ১ কোটি টাকা জেতা নিঃসন্দেহে বিরাট ব্যাপার ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
কৃষকের ছেলে রাতারাতি কোটিপতি ! অ্যাকাউন্টে এল ১ কোটি টাকা, গোটা গ্রামে চলল মিষ্টি বিতরণ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement