Domestic Violence: হাত-পায়ে সু*ইসা*ইড নোট, শ্বশুরবাড়ির অত্যাচারে বি*ষ খেয়ে চরম সিদ্ধান্ত মণীষার...

Last Updated:

Domestic Violence: বাগপতের রঠৌড়া গ্রামের মণীষা বিষ খেয়ে আত্মহত্যা করেন। হাত-পায়ে লেখা সুইসাইড নোটে তিনি স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অত্যাচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলেন। জানুন পুরো ঘটনাটি...

হাত-পায়ে সু*ইসা*ইড নোট, শ্বশুরবাড়ির অত্যাচারে বি*ষ খেয়ে চরম সিদ্ধান্ত মণীষার...
হাত-পায়ে সু*ইসা*ইড নোট, শ্বশুরবাড়ির অত্যাচারে বি*ষ খেয়ে চরম সিদ্ধান্ত মণীষার...
বাগপত: বাগপতের রঠৌড়া গ্রামের এক সন্ধ্যা। ২৮ বছরের মণীষা, যিনি প্রায় এক বছর ধরে নিজের বাবার বাড়িতে ছিলেন, সেই রাতে চুপচাপ কিছু একটা লিখছিলেন নিজের হাত আর পায়ের উপর। গভীর রাত, বাড়ির সবাই তখন ঘুমিয়ে। আর ঠিক সেই সময়েই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? পুরো ঘটনা জানলে চমকে উঠবেন যে কেউ।
এক বছর আগে গাজিয়াবাদের সিদ্ধিপুর গ্রামের কুন্দনের সঙ্গে মণীষার বিয়ে হয়। প্রথম কিছু মাস ভালই কেটেছিল। কিন্তু পাঁচ মাস যেতে না যেতেই শুরু হয় অশান্তি। অত্যাচারের মাত্রা এরপর দিন দিন বাড়তে থাকে৷ শেষমেশ তা পৌঁছায় চরমে৷
advertisement
advertisement
পণের দাবিতে শ্বশুরবাড়ির লোকেরা চাপ দিতে থাকে, মারধর পর্যন্ত চলে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, ২০২৪ সালে মণীষার বাবা তেজবীর সিং তাকে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন। তারপর থেকে ঘরেই থাকছিলেন ওই মহিলা৷
তবে সমস্যার এখানেই শেষ হয়নি। কিছুদিন আগেই শ্বশুরবাড়ির প্রায় ২০-২৫ জন সদস্য মণীষার বাপের বাড়িতে এসে তালাকের কথা তোলে। কিন্তু মণীষা জানিয়ে দেন, পণের টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তিনি সই করবেন না। এই মানসিক চাপে তিনি ডিপ্রেশনে চলে যান।
advertisement
মঙ্গলবার গভীর রাতে তিনি বিষ খেয়ে আত্মঘাতী হন। সকালে ঘুম ভাঙতেই পরিবারের সদস্যরা দেখেন, বিছানায় নিথর দেহ পড়ে আছে মণীষার। আর তাঁর হাত-পায়ে লেখা রয়েছে একটি সুইসাইড নোট—যেখানে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবরদের বিরুদ্ধে মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করা হয়েছে।
advertisement
পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বাগপতের এএসপি এনপি সিং জানিয়েছেন, এটি আত্মহত্যার ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে, তবে পরিবারের পক্ষ থেকে হত্যা অভিযোগও জানানো হয়েছে। তদন্ত চলছে।
এক সাহসিনী মেয়ের এই করুণ পরিণতি সমাজের সামনে রেখে গেল অনেক প্রশ্ন—আজও কি নারীরা নিরাপদ তাঁদের বৈবাহিক জীবনে?
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Domestic Violence: হাত-পায়ে সু*ইসা*ইড নোট, শ্বশুরবাড়ির অত্যাচারে বি*ষ খেয়ে চরম সিদ্ধান্ত মণীষার...
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement