Snake Bite Death: গলায় সাপ জড়িয়ে সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন ব্যক্তি! কোবরা দিল ছোবল, তারপর যা হল...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Snake Bite Death: মধ্যপ্রদেশের গুনায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় সাপ উদ্ধারকারী দীপক মহাবার কোবরা সাপের ছোবলে প্রাণ হারালেন। তিনি গলায় কোবরা জড়িয়ে ছিলেন, তখনই সাপটি তাকে ছোবল মারে ও ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়...
গুনা: মধ্যপ্রদেশের গুনা জেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। কোবরা সাপ উদ্ধার করে নিজের গলায় জড়িয়ে নেওয়ার পর বিষাক্ত ছোবলে মৃত্যু হল এক সাপ উদ্ধারকারীর। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম দীপক মহাবার, বয়স ৩৫ বছর। তিনি ওই অঞ্চলে সাপ রক্ষাকারী হিসেবে পরিচিত ছিলেন এবং একজন স্থানীয় বন্যপ্রাণী রক্ষাকারী হিসেবে তার বেশ নাম ছিল।
দীপক, যিনি জেপি কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন, তিনি বহু বছর ধরে অসংখ্য সাপ রক্ষা করেছেন। তার সাহসিকতার জন্য শহরের অনেক মানুষ তাকে সম্মান করতেন এবং ঘরবাড়ি বা খেতখামারে সাপ ঢুকলে তাকে ডাকা হত। কিন্তু এবার সেই উদ্ধার অভিযানই তার জীবনের শেষ অধ্যায় হয়ে দাঁড়াল।
আরও পড়ুন: প্রেমের অমোঘ টান, প্রেমিকের জন্য ৫ বছরের মেয়েকে খু*ন মায়ের! দেহ ব্যাগে লুকিয়ে রাতভর চলল ফূর্তি…
advertisement
advertisement
দুর্ঘটনার কয়েকদিন আগে দীপক একটি বিষাক্ত কোবরা ধরেছিলেন এবং তাকে একটি কাচের জারে রেখে দিয়েছিলেন। জানা গেছে, তিনি হিন্দু ধর্মীয় শ্রাবণ মিছিলের সময় ঐতিহ্যবাহী প্রদর্শনের জন্য এই কোবরা ব্যবহার করতে চেয়েছিলেন।
ঘটনার দিন দীপক তার দুই ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এই সময় তিনি কোবরাটি নিজের গলায় একটি মালার মতো জড়িয়ে নিয়েছিলেন। ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে বলা হয়েছে, এক পথচলতি ব্যক্তি দীপককে মোটরবাইকে কোবরা জড়িয়ে যেতে দেখে ভিডিও করে ফেলেন। সেই ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
advertisement
কিন্তু সেই ভিডিও ধারণের কিছুক্ষণ পরই ঘটে বিপত্তি। কোবরাটি দীপককে ছোবল মারে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অ্যান্টিভেনম দেওয়া হয়, কিন্তু বিষক্রিয়া এত দ্রুত ছড়িয়ে পড়ে যে চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি।
advertisement
দীপক রেখে গেলেন দুই কিশোর সন্তান – ১৪ বছরের চিরাগ এবং ১২ বছরের রৌনক। তাদের মা আগেই মারা গিয়েছেন। এখন এই দুই ছেলেই একেবারে একা হয়ে পড়ল। দীপকের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই বলছেন, এটি একটি প্রতিরোধযোগ্য দুর্ঘটনা ছিল, যা সময়মতো সতর্কতা নিলে এড়ানো যেত।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2025 6:11 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake Bite Death: গলায় সাপ জড়িয়ে সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন ব্যক্তি! কোবরা দিল ছোবল, তারপর যা হল...